কিছু কথা ছিল মনে - বাবান - অধ্যায় ৪২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-34519-post-4130820.html#pid4130820

🕰️ Posted on December 19, 2021 by ✍️ Baban (Profile)

🏷️ Tags:
📖 434 words / 2 min read

Parent
ম্যাজিক - বাবান  - ওটা.. ওটা কি বাবা? ওত্তো বড়ো ডাইনোসর? - ওটাকে ডাইনোসর বলেনা.. ওটা হলো গর্জিলা....দেখ কত বড়ো - লোক গুলো কত ছোট গো ওটার সামনে... সবাই কেমন পালাচ্ছে দেখো... হেলিকোপটার গুলো ওর পিছু নিয়েছে.. ওকে কি ধরবে? - হুমম.. ওটাকে না আটকালে ও কত বাড়ি ভেঙে দেবে বলতো.. ওই দেখ ওই লেজের বাড়িতে কত বাড়ির ক্ষতি হচ্ছে.... - আচ্ছা বাবা... ওতো বড়ো জন্তুটা ওরা পেলো কোথায়? ওটাকে দিয়ে ফিল্ম বানালো কিভাবে? আর ওতো বাড়ি নষ্ট করছে....অনেক লোক মরে যাচ্ছে তো... পুলিশ ধরবে না? - হাহা... ওরে বোকা এসব আসল নাকি? সব নকল... ওই বাড়ি, ওই মানুষ, ওই গর্জিলা সব নকল... কেউ মরছেনা.... আসলে এমন কিছু হলে লোকে কি ঐভাবে ফিল্ম বানাতে পারতো? এখন এসব বুঝবিনা তুই.... - তাই? নকল? কিন্তু.... কিন্তু কিকরে বানালো ওতো বড়ো জিনিসটা? বাবারে এতো বিশাল বড়ো - আমরা দেখছি ওতো বড়ো কিন্তু আসলে ওতো বড়ো না... মেকানিক্যাল সব জিনিস আছে ভেতরে.... - ওই যে.... ব্রিজের ওপর আটকে গেছে... এবার তো মধরে ফেলবে ওরা ওটাকে - মেরে ফেলবে... নইলে তো ওটা বেঁচে থাকলে আরও ক্ষতি করবে.... কিন্তু তার আগে ও অনেক ডিম পেরে গেছিলো... - কিন্তু ঐযে বোম্ব মেরে মেরে দিল ওগুলি - সব কটা মরেনি - তুমি কিকরে জানলে? - আমার এক বন্ধু দেখে এসেছে তো... সে বললো... তাইতো তোদের নিয়ে দেখতে এলাম.... ওই দেখ.. কিভাবে গুলি করছে ............... আজও সেই বাচ্চাটার মনে আছে সেইসব মুহুর্ত গুলো.... সেই প্রথম সিনেমা হলে গিয়ে ফিল্ম দেখা. ওতো বড়ো পর্দায় ওই ভয়ঙ্কর জিনিসটার দর্শন আর ওই হল কাঁপানো গর্জন শুনে বাবার কোলে সিটিয়ে যাওয়া. নানান প্রশ্নের অজানা উত্তর..... নানা আতঙ্কের দৃশ্যর সম্মুখীন হয়ে ভয় পাওয়া.... ওই প্রথম তার আবির্ভাব আজও শিহরিত করে সেই ছেলেটাকে. আজ সে বড়ো হয়েছে, অনেক কিছু যা সেদিন অজানা ছিল আজ তার অনেকগুলোর উত্তর সে জানে. সেদিন তার বাবা হয়তো তাকে বুঝতে সাহায্য করছিলো, আজ সেই ছেলেই হয়তো বাবাকে ডিটেলে বোঝায় এসব অসাধারণ দৃশ্য কিভাবে ফুটিয়ে তোলা হয়, সেদিনের সেই  লোকটা হয়তো ছেলেকে মেকানিক্যাল ব্যাপারে হালকা একটি আধটু বুঝিয়েছিল কিভাবে ওই গর্জিলা নড়াচড়া করে, আজ সেই বাবাই ছেলের কাছে প্রথম শুনেছে vfx বলেও কিছু একটা জিনিস হয়, cgi তো মাথার ওপর দিয়ে যায় তার... তবু সেই বাবা মা আজও সেই আগের মতোই অবাক ভাবে উপভোগ করে সেইসব দুর্ধর্ষ দৃশ্য.... আজ ভাবে কিকরে এতসব সম্ভব করছে এই বিনোদন জগতের লোকগুলো? কিন্তু তাদের সেই সন্তান মোটেও অবাক হয়না, মোটেও অসম্ভব ভেবে সেসব উপভোগ করেনা.. সেদিনের অনেক কিছু থেকে অজ্ঞ আর নানান প্রশ্ন মাথায় ঘুরতে থাকা বাচ্চাটা আজ অনেক কিছু বুঝতে শিখেছে.... পর্দায় চলতে থাকা ম্যাজিকগুলোর কৌশল কিছুটা সে জানতে পেরেছে...তাই হয়তো আজ আর সে নিজের বাবা মায়ের মতন সেইভাবে এইসব  উপভোগ করতে অক্ষম. কিছু ব্যাপারে অজ্ঞ থাকাই মনে হয় ভালো... তবেই না ম্যাজিক দেখে হাততালি দেবার মজা  #baban
Parent