কিছু কথা ছিল মনে - বাবান - অধ্যায় ৪৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-34519-post-4557695.html#pid4557695

🕰️ Posted on December 31, 2021 by ✍️ Baban (Profile)

🏷️ Tags:
📖 90 words / 0 min read

Parent
কিছু কথা - বাবান দিনগুলো কেটে যায় এক এক করে কখনো আসে দুঃখ, আবার আসে হাসি ভোরে এক এক করে পার হয় দিন মাস বছর বাড়তে থাকে কাজ,দায়িত্ব, ভার মাথার ওপর তবুও সেই দিনগুলো আজও মনে পড়ে ঘুরতাম এদিক ওদিক বড়োদের পিঠে চড়ে কখনো নদীর ধারে, কখনো জঙ্গলে প্রজাপতি উড়ে বেড়াতো সেথায় দলে পিঠ থেকে নেমে এলাম একদিন মোরা হাঁটতে শিখলাম, শিখলাম কথা বলা আজও পারি হাঁটতে বলতে যে কথা তবুও আড়াল করি কত মনের ব্যাথা থাক সে কথাগুলি গোপন বাক্সতে রাখা নতুন বছর হোক খুশির ঘন রঙেতে মাখা #baban
Parent