কিছু কথা ছিল মনে - বাবান - অধ্যায় ৫৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-34519-post-4649799.html#pid4649799

🕰️ Posted on January 25, 2022 by ✍️ Baban (Profile)

🏷️ Tags:
📖 421 words / 2 min read

Parent
প্রথমত অনেক অনেক ধন্যবাদ... আমার গল্পটি পড়ে অনুভব করার জন্য ❤ এবারে আসি আপনার বাকি কথাগুলোয় - আমি কিন্তু সব থ্রেডে গিয়ে গিয়ে আমার গল্প পড়তে আমন্ত্রণ করিনা, শুধু কয়েকজনকে আমন্ত্রণ করি কারণ জানি তারা সবসময় হয়তো নিজস্ব কাজে ও লেখায় ব্যাস্ত থাকার কারণে আমার থ্রেডে গল্প পড়তে আসতে পারেন না... কিন্তু তারা যোগ্য সম্মান দেন ও আমার লেখার প্রতিটা লাইন অনুভব করে পড়েন। সেই দলে অবশ্যই আপনি পড়েন। তা সে আমার ইরোটিক বা নন ইরোটিক যাই হোক। আপনাকে পাশে পেয়েছি সাথে যোগ্য পাঠকদের যারা পড়া শেষে নিজস্ব মতামত দেন.... কেটে পড়েন না পড়ে নিয়ে। আমি কখনোই incest পড়িনা মানে রোমান্টিক হলে অন্য কথা কিন্তু মিলন দৃশ্য আমি পড়তে পারিনা... নইলে আমিই তো এতদিনে কয়েকটা incest লিখে ফেলতাম। কম রিকোয়েস্ট পেয়েছি আমি ওসব লেখার জন্য? উফফফফ বাবারে! তো সেই পথে চললে তো আজকে যতটা সাফল্য পেয়েছি তার থেকে অনেক বেশি সাফল্য পেতাম.... আমার লেখা পড়ে আপনি নিশ্চই বুঝেছেন ফালতু নিম্ন মানের গল্প আমি কখনো লিখিনি.... Incest লিখলে কি লেভেলে লিখতে পারতাম তা আমার ওই বিকৃত পরেই আভাস পেয়েছেন নিশ্চই। কিন্তু ওটা আমি লিখবোনা.... কিন্তু তার মানে এটা কখনোই নয় যে আমি সেইসব লেখা বা লেখকদের অসম্মান করি... তাহলে আপনার সাথে কোনোদিন কথাই বলতাম না... তা তো নয়। পুরোটাই নির্ভর করে লেখকের লেখন শৈলীর ওপর। এমনকি আপনি যখন আমার এই থ্রেডে নিজের গল্পটা লিখেছিলেন তার ভিউ কম হওয়ায় আপনার থ্রেডে গিয়ে সকলকে আমন্ত্রণ করেছি... সে বেলায় কি বলতে হয়েছিল আপনাকে? কারণ আপনি সেই সম্মানের যোগ্য। আপনার পাঠকদের মতামত, রেপুটেশন লাইক তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ..... ❤ তাই এটা একদমই ভাববেন না যে স্বার্থপরের মতো আমি আপনাকে দিয়ে আমার গল্প পরিয়ে নিচ্ছি কিন্তু আপনার গল্প পড়ছিনা....... আমি পড়বো.... কিন্তু আমি অপেক্ষায় আপনার অন্য কিছুর প্রেম বা যাইহোক.... অজাচার বাদে.... তখন দেখবেন পড়ি কি না। এবারে আসি রেটিং নিয়ে.... এই নিয়ে আপনার সাথে আলোচনা পূর্বেই হয়েছে। আমিও চাইছিলাম সেটা থাকুক.... কিন্তু ওটা না থাকায় আপনি প্লিস এতটা ভেঙে পড়বেন না..... আমি বুঝছি আপনার ব্যাপারটা কারণ আমিও চাইছিলাম থাকুক... কিন্তু আমার কাছে আমার গল্প আগে, তারপরে ওসব। হ্যা এখানে অনেকেরই কাছে লাইক রেপুর কতটা মূল্য আছে আমি জানিনা আবার আছে অনেকেরই কিন্তু মুখে মানবেনা কিন্তু আমার কাছে আপনাদের দেওয়া প্রতিটা লাইক আর রেপুটেশন এর দাম আছে, ওই প্রতিটা রেপুটেশন আমার কাছে এক একটা সাফল্যের মেডেল। আমি রেপুটেশন ভুখা নই মোটেও..... কিন্তু ওগুলোর মূল্য আমি বুঝি ও সম্মান করি। একবার ভাবুন তো আমার এসব গল্প আপনারা কজন ছাড়া সেইভাবে কেউ পড়েনা... তো আমি লেখা ছেড়ে দেবো? আমি তো তাও লিখছি। আর কি জানেন? যারা আপনাকে আমাকে চেনে তারা এমনিই পড়বে আর যারা চেনেনা তারাও যদি লেখা পছন্দ হয় পড়বে.... ওই রেটিং থাকুক আর না থাকুক... আপনি লিখুন দাদা
Parent