কিছু কথা ছিল মনে - বাবান - অধ্যায় ৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-34519-post-3161643.html#pid3161643

🕰️ Posted on April 10, 2021 by ✍️ Baban (Profile)

🏷️ Tags:
📖 212 words / 1 min read

Parent
নারী হলো সেই শক্তি যাকে পরিমাপ করা খুব কঠিন...সে যে মূল উৎস পবিত্র সবকিছুর.....অনেক সময় তাকে বুঝতে আমরা ভুল করি. শুধু পুরুষ নয়, নারীও অনেক সময় নিজের শক্তি চিনতে পারেনা তাই নারী হয়ে আরেক নারীর অপমান করে, নারীত্বকে নিজেই অসম্মান করে. ভুলে যায় সেই সব পুরুষ নারী যে তাদের ঘরের দেয়ালে টাঙানো দূর্গা, কালীর অস্তিত্ব. আমি বা আমরা যতই মহাজ্ঞানের কথা বলি না কেন..... কোনো অসাধারণ সুন্দরী নারীকে ছোট কাপড়ে বা বিনা কাপড়ে ফোনে বা সম্মুখে দেখলে আমরাও সব ভুলে ক্ষুদার্থ চোখে তাকে দেখি. ওই মুহূর্তে মনেও থাকেনা নারীর অন্যান্য রূপ গুলি. এটাই বাস্তব. কে ঠিক কে ভুল? জানিনা.... তবে জানি পরিবর্তন নিয়ম... এবারে এটা আমাদের ওপর আমরা কতটা নিজেদের পাল্টাবো আর কতটা সেই আগের মতোই থাকবো. বাস্তব নামক কঠিন পাথুরে রাস্তায় কষ্ট করেও হাঁটতে হাঁটতে এগিয়ে যাবো? নাকি ভাববো ধুর এর থেকে গাড়ি করে বাকি পথটুকু যাওয়া উচিত? নীলপরী... আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤ আমার এই অন্যরকম প্রয়াসকে ভালোবাসার জন্য. পুরুষ এর নানারূপ নিয়ে তো লিখলাম.... এই আগের আদর গল্পেও.... আবার দূরত্ব গল্পেও. কিন্তু সেখানে শুধুই একপক্ষের কাহিনী বলেছিলাম. আরেকদিকের মানুষটা? তার কি? তাই এবারে সেই নারী নিয়ে লিখলাম. আর আপনার ওই স্কেচ অসাধারণ. পেন্সিলের নানা আঁকিবুকির মাঝে ফুটে উঠেছে এক নারীর মুখ.... যেন সকল বাঁধা বিপদ সমস্যার মধ্যেও সে বলছে- আমি আছি.... আমি এগিয়ে যাবো.. আমি ওতো সহজে হার মানবোনা.
Parent