কিছু সম্পর্ক - অধ্যায় ৪৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-69727-post-6058369.html#pid6058369

🕰️ Posted on October 16, 2025 by ✍️ gungchill (Profile)

🏷️ Tags:
📖 464 words / 2 min read

Parent
আমি একবার নাকে আঘাত পেয়েছিলাম , তখন কে কি বলছে সেটা আমার শোনার মত অবস্থা ছিলো না । রাজীব ও আমার মত সাধারন ছেলে , তাই জয়ের ঘুষি খেয়ে নিশ্চয়ই চোখে সর্ষে ফুল দেখছিলো । আমি আপনার কমেন্ট পেয়ে AI  সার্চ করে দেখালাম । যাদের মাসল মাস বেশি , তাদের ঘুষিতে এক্সট্রা পাওয়ার যোগ হয় । অবশ্য এটা ঠিক লম্বা ছেলেরা কিছু এডভান্টেজ পায় । তবে খাটো লোকটার যদি ফিজিকেল স্ট্রেন্থ বেশি থাকে , তবে বেঁটে লোক এডভান্টেজ বেশি পায় , আমি মারামারি সম্পর্কে তেমন একটা জানি না , AI যা বলল তাই বললাম ।  সামনেযদি আরো মারামারি আসে , আপনার কথা অবশ্যই মাথায় রাখবো।  রাজীব কিন্তু নিজের সামর্থ্যের প্রমান কিছুটা রেখছে , জয় কে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে , তারপর কঠিন ভাষায় থ্রেট ও করেছে । আর এসব হিজড়া ফিজড়া টাইপ ফালতু কথা ওকে তেমন প্রভাবিত করে না । যে দুটি জিনিস ওকে আঘাত করেছে , সেটা হচ্ছের রানীর চরিত্র নিয়ে কথা , আর বাড়ি নিয়ে খোটা দেয়া ।  এবার আর রাজীব নিজেকে কন্ট্রোল করতে পারে না , জয়ের ধাক্কা খেয়ে একটু পিছিয়ে পড়েছিলো , সেই যায়গা টুকু বেশ গতিতে পেরিয়ে এসে শরীরের সব শক্তি দিয়ে জয় কে ধাক্কা দেয় , আচমকা ধাক্কায় জয় নিচে পরে যায় , আশেপাশে দুই একজন লোক উকি দিতে শুরু করেছে , সেটা রাজীবের নজরে আসে , তাই নিচু হয়ে রাগে কাঁপতে কাঁপতে নিচু স্বরে বলে , “ তুই যদি আর একটা বাজে কথা রানীর সম্পর্কে বলবি , তাহলে আমি ভুলে যাবো তুই কে , আমি তোকে সাবধান করে দিচ্ছি , আমাকে যা বলার বল, কিন্তু রানীর সম্পর্কে একটা বাজে কথাও আমি শুনবো না , রানী আমার বোন, আমি নিজের হাতে ওকে বড় করেছি , আমি জানি ও কি করতে পারে , আর কি করা ওর পক্ষে সম্ভব না, আর রানী নিজের বাড়িতে কাকে আনবে কাকে আনবে না এটা ও তোর কাছে জবাবদিহি করবে না”          কয়েক মুহূর্তের জন্য জয় হতবাক হয়ে যায় , হতবাক হওয়ার প্রথম কারন রাজীব যে ওকে ধাক্কা দিয়েছে তার প্রচণ্ডতা , দ্বিতীয় কারন রাজীবের রাগ , জয়ের কাছে মনে হচ্ছে রাজীবের চোখ দুটো যেন ইটের ভাটির মত জ্বলছে । রাজীব যে এরকম রাগান্বিত হতে পারে সেটা ও ভুলেই গিয়েছিলো । সেই ছোট বেলার রাজীব কে এক ঝলকের জন্য যেন দেখতে পায় জয় । প্রচণ্ড জেদ আর মারামারিতে সবার আগে  থাকতো রাজীব । জয় বেচারার কথাও একটু ভাবুন , ওর মত লোকের ইগোেতে চরম আঘাত লেগেছে । যে ছেলে চাইলেই মেয়ে পটাতে পারে , সেই ছেলেকে রেপিস্ট আক্ষা দিয়ে একটা মেয়ে অন্য ছেলে নিজের বাড়িতে এনেছে। একবার একটু ভেবে দেখুন তো ।  বেচারা তো পাগল হয়ে আছে । কি করছে , কি বলছে তার কোন ঠিক নেই । এই ধরনের মানুষের কাছে নিজের ইগোর চেয়ে মূল্যবান আর কিছুই নেই । দেখুন না ইগোর কারনে রাজীবের মত বন্ধুকে দূরে ঠেলে দিয়েছে । এই ইগো যে জয় কে দিয়ে আর কি কি করাবে , কে জানে ।   
Parent