কিছু সম্পর্ক - অধ্যায় ৪৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-69727-post-6059197.html#pid6059197

🕰️ Posted on October 17, 2025 by ✍️ gungchill (Profile)

🏷️ Tags:
📖 3341 words / 15 min read

Parent
কিছু সম্পর্কঃ ৮ (ঘ)    রাজীব আর জান্নাত বাইকে করে বাসায় ফিরছে , রাজীব চালচ্ছে আর জান্নাত পেছনে বসে আছে । দুজনের মাঝে সম্মানজনক দুরুত্ব বজায় রেখছে দুজনেই , দুজনের মাথায় ই হেলমেট । রাজীব কখনি রাফ চালায় না , জান্নাত অথবা রানী সাথে থাকলে আরো বেশি বুঝে শুনে চালায় । ওরা দুজন জ্যামে বসে আছে , যদিও ফুটপাথ দিয়ে অনেক বাইক চলে যাচ্ছে , কিন্তু রাজীব সেই চেষ্টা করছে না ।   “ রাজীব , একটা কাজ বললে করবি?”   রাজীব লুকিং গ্লাসে জান্নাত কে লক্ষ্য করে , সাধারনত এই ধরনের অনুরধ জান্নাত তখন করে যখন ওর মন খারাপ থাকে , রাজীব ভালো করে জান্নাতের অভিবেক্তি লক্ষ্য করে । সেখানে বরং জান্নাত কে একটু খুশি খুশি ই লাগছে ।   “ আপনি যা বলবেন আমি তাই করবো বস” রাজীব হালকা টোনে বলে ,   জান্নাত ভ্রু উঁচিয়ে তাকায় , দুজনের চোখ এক হয় লুকিং গ্লাসের মাধ্যমে , জান্নাত দেখে রাজীবের ঠোঁটে মৃদু হাসির রেখা , মনে মনে খুশি হয় জান্নাত । রাজীব কে খুশি দেখলে ও নিজেও আনন্দিত বোধ করে ।   “ বস বললি ? নট ব্যাড , এক হিসেবে আমি তোর বস ই হই” বলে জান্নাত হেসে ওঠে , রাজীব ও নিজের হাসি প্রসস্ত করে । আশেপাশের লোকজন ওদের দিকে তাকায় , কেউ কেউ ভাবে ওরা দুজন কাপল । কারো কারো চোখে আডমায়ারেশন , কারো কারো চোখে হালকা জ্বলন দেখা যায় , কেউ কেউ বিরক্ত হয় , এদের ভাষ্য , বেহায়ার মত রাস্তায় এমন হা হা হি হি করতে হবে কেনো বাপু , ঘরের ভেতর গিয়ে করো না । তবে রাজীব আর জান্নাতের এসবের দিকে কোন নজর নেই । ওরা দুজনে একে অপরের হালকা মেজাজ মন দিয়ে অনুভব করতে ব্যাস্ত , সেই সাথে এই ছোট মুহূর্ত উপভোগে , না আছে পড়াশুনার টেনশন, না আছে কাজের চাপ , না আছে অন্য কোন চিন্তা । এই মুহূর্তে ওরা ওদের আলাদা জগতে ।   “ আমাকে বাইক চালানো শেখাবি?” হাসি থামিয়ে জান্নাত জিজ্ঞাস করে । “ কেনো? হঠাত!! বড় আব্বু কি রাজি হয়েছে? “ রাজীব একটু অবাক হয় , ও জানে জান্নাতের বাইকের সখ আছে , কিন্তু বড় আব্বু ওকে বাইক কিনে দিতে রাজি হলো কবে সেটাই রাজীব ভেবে পায় না । সেই সাথে আরো একটা ব্যাপার মুহূর্তের জন্য মনে উদয় হয়ে আবার ডুবে যায় , সেটা হচ্ছে , জান্নাত বাইক কিনলে ওরা হয়তো আর এভাবে কোনদিন বাসায় ফিরবে না।   “ আরে বোকা ছেলে , আমি কি তোর বড় আব্বুর কাছ থেকে টাকা নিবো নাকি?” জান্নাত রহস্য করে বলে ।      “তাহলে?” অবাক হয় রাজীব ।   “ তুই ভুলে গেছিস ? আমাদের চ্যানেল যে মনিটাইজ হয়েছে , তা ছাড়া কত কত এন্ডরসমেন্ট অফার আসছে , যদিও বেশিরভাগ ই জুয়ার এপস এর এড , তাই আমি না করে দিয়েছি , ভালো অফার আসলে তোকে জানাবো”  জান্নাত খুশিতে ডগমগ হয়ে বলে ।   রাজীব হাসে জান্নাতের এতো খুশি দেখে , তারপর বলে  “ বাইক কেনার টাকা হতে অনেক দেরি আছে , আমাদের অতো ভিউ তো আসছে না”   “ এই বছর না হোক আগামি বছর তো হবে , আগে থেকে শিখে রাখতে অসুবিধা কোথায়? তুই শেখাবি কিনা বল , নইলে আমার শেখানোর মানুষের অভাব নেই” জান্নাত কপট রাগ দেখিয়ে বলে , আসলে মনে মনে ও রাজীবের কাছেই শিখতে চায় ।   “ আরে বাবা শেখাবো শেখাবো , না শেখালে চাকরি থাকবে নাকি ?” রাজীব হাসতে হাসতে বলে ,   “ এই তো বুঝছিস , বসের উপর কোনদিন কথা বলবি না”  জান্নাত রাজীবের কাঁধে চাপড় মারে কয়েকটা । জান্নাত ওর কাঁধের যে অংশটায় চাপড় মেরেছে , সেই অংশের দিকে তাকায় একবার রাজীব ।   আজকাল রাজীব জান্নাতের সঙ্গ , বন্ধুত্ব বেশ উপভোগ করে । এখন আর অফিসে যেতে হয় না , রানীও বেশ রিজার্ভ থেকে । তাই রাজীবের হাতে বেশ সময় । এই বাড়তি সময় টা জান্নাতের সাথে কাটিয়ে দিতে মন্দ লাগে না । কাজ ও হয় , আবার সময়টাও ভালো লাগে , যতক্ষণ সময় রাজীব জান্নতের সাথে কাটায় ওই সময়টা ওর সবচেয়ে ভালো কাটে । রাজীব নিজেকে নিজে বুঝিয়েছে , জান্নাতের সাথে বন্ধুত্বরে বেশি আর কিছুর আশা রাখা ঠিক হবে না । কোথায় জান্নাত আর কোথায় ও , বড় আব্বু যদি জানতে পারে , রাজীব অন্য কিছু ভেবেছে জান্নাত কে নিয়ে । তাহলে ব্যাপারটা সুখকর হবে না , হয়তো জয়ের মত মুখে বলবে না, কিন্তু মনে মনে নিশ্চয়ই ভাববে , এই পরিবারের লোকজন অকৃতজ্ঞ । রাজীব কিছুতেই  বড় আব্বুর মনে এই চিন্তা আসার সুযোগ করে দেবে না ।     রাজীব ভাবে জান্নাতের কথা , ওর তো সামনে এমন কোন বাধা নেই । তবুও নিজেকে কত সুন্দর ভাবে ধরে রাখে । রাজীব কে বুঝতেই দেয় না , আগে ওদের মাঝে এমন কিছু কথা বার্তা হয়েছিলো । ঠিক এই মুহূর্তে রাজীবের মনে একটা প্রশ্ন উদয় হয় , রাজীব ভাবে , জান্নাত কি নিজেকে রেস্ট্রেইন করে রাখে , নাকি ও মুভঅন করে ফেলেছে ?  প্রশ্নটা জাগতেই রাজীবের বুকে হালকা চাপ অনুভুত হয় । কিন্তু রাজীব সেটাকে পাত্তা দেয় না , মনে মনে ভাবে , জান্নাত যদি মুভঅন  করেই থাকে , সেটা ওদের দুজনের জন্যই ভালো হয়েছে ।     “ এই কি ভাবছিস ? আচ্ছা তুই কি করবি টাকা পেলে” রাজীব কে কিছুটা আনমনা দেখে জিজ্ঞাস করে জান্নাত ।   “ আগে তো টাকা পাই , গাছে কাঁঠাল রেখে গোঁফে তেল দেয়ার কোন ইচ্ছা আমার নেই”  রাজীব নিজের চিন্তা থেকে বেড়িয়ে এসে হাসতে হসাতে বলে ।   “ এমন ভাব করছিস আমার চ্যানেলের কোন ভবিষ্যৎ নেই?” জান্নাত ঠোঁট ফুলায় ।   রাজীব লুকিং গ্লাসে সেটা দেখে , দেখে হাসে “ বলে আমি কি সেটা বলেছি , বলেছি যখন পাবো তখন ভাববো, আর আমি হলাম ৩০% এর মালিক , আমি আর কত টাকা পাবো বল” রাজীব হাসে ,   “ যাহ তোকে ৫০% দিয়ে দিলাম , জান্নাত সাথে সাথে বলে”  আসলে জান্নাতের কাছে এই পারসেন্ট এর কোন মূল্য নেই , রাজীব যদি চায় , সুধু চ্যানেলের মালিকানা কেন , ও নিজেই রাজীবের হয়ে যাবে । এই ভাগাভাগির কথা সেদিন রাজীব কে এ জন্য বলেছিলো , যেন রাজীব বুঝতে পারে জান্নাত আসলেই প্রেফেসনাল । বুদ্ধু টা এটা জানে না , জান্নাত আর সবার সাথে প্রফেশনাল হতে পারলেও রাজীবের সাথে হতে পারবে না ।   “ উহু এটা চলবে না , আমি দেখছি তুই কত পরিশ্রম করিস , আমি ত সুধু ইডিট করে দেই , বাকি আইডিয়া , স্ক্রিপ্ট , প্রেজেন্টেশন , সব তুই করিস , এমন কি ইনভেস্ট ও সব তোর , আমি কেন ৫০ ভাগ নেবো , তুই ই তো বলেছিস , সব ব্যাপারে প্রফেশনাল হতে হবে”   ফুরফুরা মেজাজে থাকা জান্নাত হাসে রাজীবের কথা শুনে , বলে “ ঠিক আছে আমার……” এক মুহূর্তের বিরতি নিয়ে জিভের ডগায় চলে আসা শব্দটা পরিবর্তন করে বলে “ অবিডিয়েন্ট  কর্মচারী, এভাবেই বসের কথা মেনে চলবে সব সময় , তাহলে উন্নতি করতে পারবে”   কথা গুলো বলার পর জান্নাতের ফুরফুরে মেজাজে কিছুটা ভাঁটা পরে , আজ ও এতো খুশি ছিলো যে খুশিতে ভুলেই গিয়েছিলো , রাজীব কে “বোরিং রাজকুমার” ডাকার অধিকার ওর নেই ।      জান্নাত আজকে সকালে নিজের চ্যানেলের revenue চেক করতে গিয়ে দেখছে , বেশ ভালো একটা এমাউন্ট জমা হয়েছে । তাই মনটা আজ খুব ভালো ছিলো । কিন্তু এখন এই মুহূর্তে তেমন একটা ভালো ফিল হচ্ছে না । চোখের সামনে রাজীবের পিঠ দেখে বড্ড লোভ হয় , ওর ইচ্ছে হয়  পেছন থেকে রাজীব কে জড়িয়ে ধরে ওর পিঠে মাথা রেখে বাসা পর্যন্ত যায় ।   জান্নাতের ঠোঁটে একটা তেঁতো হাসি আসে , নিজের ইচ্ছার উচ্চাবিলাশ দেখে , মনে মনে বলে , এতো লোভ করিস না লোভি মেয়ে , জানিস না লোভে পাপ , আর পাপে মৃত্যু ।     ****   রানী আজ দুদিন হলো ভার্সিটি যায় না , সারাদিন ঘরে বন্দি থাকে । ভার্সিটির কারো কল রিসিভ করে না , বাড়িতে রাজীব আর ওর আব্বু ভাবে ও ভার্সিটি গিয়েছিলো । কারন ওরা যখন ফেরে তখন রানী এমন ভাব করে যেন ও নিজেও ক্লাস করে এসেছে । নিজেকে এমন ভাবে লুকিয়েছে , এমনকি পাশের বাড়ির লোকজন ও জানে না ও কখন কোথায় আছে ।   কিছুতেই ভেবে পায় না ও এখন কি করবে । এতদিন অবস্থা যা ছিলো তাতে ও জয় কে ভুল বুঝে ছিলো । কিন্তু এখন জয় ওকে আবরারের সাথে মিলিয়ে ভুল বুঝেছে । এই ভুল বোঝাবুঝির অবসান কি করে ঘোচাবে সেটাই রানী আজকাল ভাবে সারাদিন সারা রাত । কোন কিছুতেই মন বসাতে পারে না , শরীর ও খারাপ লাগছে আজ দুদিন ধরে , সারাক্ষণ মাথা ঝিম ঝিম করে । মাঝে মাঝে চোখের সামনে অন্ধকার হয়ে যায় , জোনাকি পোকার মত আলো দেখা যায় । আর এসব কারনে চিন্তা গুলো ও ফলপ্রসূ হচ্ছে না ।   একবার ভাবে জয়ের সামনে গিয়ে দাঁড়াবে , নিজের কথা  গুলো খুলে বলবে । কিন্তু সেই ভাবনা বেশিক্ষণ ধরে রাখতে পারে না । ভাবে জয় যদি ওকে প্রত্যাখ্যান করে , তখন কি হবে ? এই প্রত্যাখ্যান কি ও সহ্য করতে পারবে ? জয় যদি ওকে বিশ্বাস না করে? তখন কি হবে ? রানীর হাত পা শীতল হয়ে আসে কল্পনা ও করতে পারে না  ওই অবস্থা ।   রানী মনে মনে ভাবে এগেই ভাল ছিলো , ও সুধু দূর থেকেই জয় কে কামনা করে যেতো । এতো কম্লিকেশন ছিলো না তখন , হারানোর ভয় ও ছিলো না । এখন যখন পাওয়ার কাছাকাছি চলে এসেছিলো , তখনি হারানোর ভয় পেয়ে বসেছে । আর ভায় হবেই বা না কেনো ? একবার হারালে যে আর পাওয়া যাবে না । একেবারেই হারিয়ে যাবে , একবার বিশ্বাস ভেঙ্গে গেলে সেই বিশ্বাস আর জোড়া লাগে না । তাই রানী এই রিস্কে যেতেই চায় না । কারন ও যদি জয় কে বিশ্বাস করাতে না পারে তাহলে ও জয়ের বিশ্বাস চিরদিনের জন্য হারাবে ।   কিন্তু এভাবে বসে থেকেও যে কিছু হচ্ছে না । সমস্যা আরো দিন দিন বেড়েই চলছে । কারো কাছে যে সাহায্য চাইবে সে সুযোগ ও নেই । রানীর দুটো জায়গাই ছিলো , একটা রাজীব অন্যটা জান্নাত । কিন্তু এ ব্যাপারে ওদের কাউকেই জানানো যাবে না । রাজীব কে তো নয় ই , ভাইয়ের কাছে কি করে বলবে যে ও একটা ছেলে কে ভালোবাসে , তাও আবার সেই ছেলে , ওই ভাইয়ের প্রাক্তন বন্ধু ।  আর জান্নাত ও কিভাবে রিএক্ট করবে কে জানে ? জয় তো জান্নাতের ভাই । একবার রানীর মনে এসেছিলো জান্নাত আর রাজীবের মাঝে কিছু চলছে , তখন রানী খুব একটা ভালো বোধ করেনি । জান্নাত ও নিশ্চয়ই তেমন ই ফিল করবে ।   রানীর মাথায় আবরারের চিন্তা আসে , কিন্তু সেটাও বাদ দিয়ে দেয় । আবরার ভালো ছেলে , কিন্তু অন্তত এই ব্যাপারে আবরার কে ও পুরোপুরি বিশ্বাস করে না ।   ****     বিকেল বেলাটা জান্নাত নিয়ম মত মায়ের কাছে আসে । কিন্তু আজকে মায়ের মুখ দেখেই কিছু একটা গড়বড় বুঝতে পারে । জান্নাত আয়শার পাশে বসে পাশ থেকে জড়িয়ে ধরে , “ আমার সুইট আম্মুটার মুখ ভার কেনো গো?”   “ কিছু না” ধরা গলায় বলে আয়শা , তারপর বলে “ আমিই মনে হয় কোন পাপ করেছি , তাই এমন হচ্ছে”   “ কি হচ্ছে , সেটা তো বলবা , পাপ পুণ্যের বিচার পরে করছি” জান্নাত আবার জানতে চায় ।   “ তোমাদের এতো কষ্ট করে লালন পালন করলাম এই দিন দেখার জন্য” বলে আয়শা ফিচ ফিচ ওরে কেঁদেই ফেলে ।   “ আম্মু,  ও আম্মু , আমার দিকে তাকাও তো , আমাকে বলো তো আমি কি করেছি?” জান্নাত জোড় করেই আয়শা কে নিজের দিকে ঘোরানোর চেষ্টা করে , কিন্তু সেটা বেশ কষ্ট সাধ্য ব্যাপার ।   “ জয়” নামটা বলে আয়শা আবার  কাঁদে , জান্নাতের কলিজা কেঁপে ওঠে , ভাবে জয় আবার কি করলো ?   “ কি করেছে জয়?” জান্নাতের কণ্ঠে স্পষ্ট ভয় ,   “ জয় সিগারেট খায়” এই বলে আয়শা আবার ডুকরে ওঠে ।   জান্নাতের যেন ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায় , মনে করেছিলো না জানি জয় কি করেছে , “ ও এই কথা” হাসতে হাসতে বলে জান্নাত   “ তুই হাসছিস!!!” অবাক হয়ে তাকায় আয়শা , তারপর আবার বলে “ সিগারেট খেলে কেন্সার হয় , আরো কত রোগ বালাই হয়, এই টুকু বয়সে সিগারেট ধরেছে”   জান্নাত বলে “ শোন আম্মু , সিগারেট খেলেই যে কেন্সার হয় এমন কোন কথা নেই , তবে হওয়ার চান্স থাকে , আব্বু যে এতদিন ধরে সিগারেট খাচ্ছে আব্বুর কিছু হয়েছে ? আর তোমার ছেলে আজকে থেকে নয় অনেক আগে থেকেই খায়”   “ তুই জানিস আগে থেকেই ? অথচ আমাকে বলিস নাই” আয়শা চোখ কপালে তোলে ,   জান্নাত যেন বিশাল বিশ্বাস ঘাতকতা করেছে এমন ভাব ।   “ আম্মু আমি যদি বলতাম তাহলে তোমার ছেলে আমাকে  আস্তো রাখতো? আর শোনো , তোমাকে বলে রাখি , ভবিষ্যতে যেন আর অবাক না হও , তোমার ছেলে মাঝে মাঝে মদ ও খায়” কথাটা বলে জান্নাত এক ধরনের ছেলে মানুষী সুলভ শান্তি অনুভব করলো । ছোট বেলায় জয়ের নামে বিচার দিয়ে ওকে মার খাওয়াতে যে সুখ পেতো সেরকম ।   “ হ্যা!!!! বলিস কি ?” এই বলে আয়শা বিলাপ শুরু করে দেয়া শুরু করবে ঠিক সেই সময় জান্নাত ওকে থামায় ,   “ থামো থামো , ও মাতাল না , যে রোজ মদ খায় , ও মাঝে মাঝে পার্টি ফারটি তে গেলে খায়” জান্নাত দ্রুত ওর মা কে জানিয়ে দেয় । এটা শুনলে ওর মা হয়তো কিছুটা বুঝতে পারবে ।  “ আমি তো ভাবতাম রাজীবের সাথে যায় , রাজীব ভালো ছেলে………”   “ রাজীব খায় না আম্মু” জান্নাত ওর মায়ের মুখের কথা টেনে নিয়ে বলে   “ তুই সত্যি জানিস? কই আমার কাছে তো রাজীব কোনদিন এসে বলল না , আমি ওকে এতো ভালো জানি”   এবার আর জান্নাতের ভালো লাগে না , ভাবে কেন যে বলতে গিয়েছিলাম , সুধু সুধু রাজীব বেচারা ফেসে গেলো , “ আরে আম্মু এসব কথা  বলার মত না , এই বয়সি ছেলেরা একটু আধটু এসব করেই থাকে , আর তোমার ছেলে এখন আর রাজীবের সাথে যায় না কোথাও”   “ কেন ? কেন?”   “ কারন রাজীব বোরিং এসব করে না তাই , রাজীব সিগারেট খায় না , মদ খায় না” সুযোগ বুঝে রাজীবের গুন কীর্তন করে নেয় , জান্নাত   “ হ্যা তাই তো বলি , রাজীব আমার এতো ভালো ছেলে” আয়শা যেন নিজের মনেই বলে । মায়ের মুখে এই কথা শুনতে জান্নাতের বেশ লাগে ।   কিন্তু আয়শা আবার জয়ের ব্যাপারে ফিরে আসে , জান্নাত কে ধরে বলে “ বলতো ওকে কিভাবে এসব ছাড়ানো যায় , আমি কি ওকে আমার দিব্যি দিবো?”   “ আম্মু শোনো , তুমি ওর মদ খাওয়া নিয়ে এতো টেনশন করো না , তবে সিগারেট খাওয়া একটা সমস্যা ,  তবে এইসব দিব্যি টিব্বি দিয়ে লাভ হবে না , এক কাজ করো , তোমার ছেলের বয়স তো এখন ২১ , ওকে বিয়ে করিয়ে দাও , ওর বউ এসে এসব বন্ধ করবে” জান্নাত অনেকটা মজার ছলে বলে   “ এই তো তুই বুঝেছিস , কিন্তু তোর আব্বু কিছুতেই বোঝে না , বলেলেই সুধু বলে , গ্যারান্টি দাও , লিখিত দাও , যে তোমার ছেলে ভালো হয়ে যাবে”  আয়শা হতাশ হয়ে বলে ।   “ ওমা তুমি অলরেডি আব্বু কে বলে ফেলছো , তুমি পারো ও আম্মু , শোনো , আম্মু সিগারেট খুব খারাপ জিনিস , নিজে থেকে না ছাড়লে ছাড়ানো যায় না , একটা কেন চারটা বিয়ে করালেও ছারনো যাবে না , তুমি আব্বুরটা পেরেছো?” জান্নাত এবার সিরিয়াস হয়ে বলে   “ নাহ”   “ তাহলে?” জান্নাত জিজ্ঞাস করে   কিন্তু আয়শা এর উত্তর দেয় না , তখন জান্নাত বলে “ ওকে সময় দাও আম্মু , সবাই তো এক রকম হয় না , ওর মেচিওরেটি আসতে সময় লাগবে , তুমি চিন্তা করো না , দাদি আব্বুর সম্পর্কে কি কি বলে তোমার মনে আছে? ও তো আব্বুর ই ছেলে হা হাহা” জান্নাত ওর মায়ের মুড ঠিক করার চেষ্টা করে ।   “ আচ্ছা তুই একটু যা না , ও ঘরেই আছে দু দিন ধরে , জ্বর এসেছে , একটু কথা বলে আয়” আয়শা জান্নাত কে অনুরধ করে ।   “ আচ্ছা যাচ্ছি , দেখি তোমার মাথার সাথে আমার মাথা যোগ করে দিব্যি দিয়ে দেখি , বিড়ি ছাড়ানো যায় কিনা” জান্নাত হাসতে হাসতে বলে     ****     জয় দুদিন যাবত ঘরেই আছে , বেশ জ্বর উঠেছে । মুখটা তেঁতো হয়ে আছে , কিছুই মুখে দেয়া যায় না । জ্বরের সাথে সর্দি ও আছে । কিছুক্ষন আগে ওর মা এসে অনেক কান্নাকাটি করে গেছে , ডাক্তার কাছে নিয়ে যাওয়ার কথা বলেছে । কিন্তু রাজি হয়নি । সেই সাথে সিগারেট খাওয়া নিয়েও বেশ চাপ দিয়েছে । জয় কোন মতে ব্যাপারটা পাশ কাটিয়ে গেছে । এখন ভাবছে কেন যে শীতের দিনে ঘরে সিগারেট খেতে গিয়েছিলো ।   “ কিরে বিড়ি খোর ঘরে তো বিড়ির গন্ধ দিয়ে ভরিয়ে ফেলছিস , আগে তো ঘরে খেতি না?” জান্নাত ঘরে ঢুকেই জিজ্ঞাস করে ।   “ তোকে আম্মু পাঠিয়ে ছে?” জয় শোয়া থেকে উঠে হেলান দিয়ে বসে   “ হুম , ভেবেছে আম্মুর মাথার সাথে আমার মাথাটা যোগ করলে হয়তো দিব্যিটা আরো স্ট্রং হবে”  জান্নাত হাসতে হাসতে বলে ।   জয় হাসে , তবে কিছু বলে না ।   “ নাকি আমারটার সাথে রানীর মাথাটাও যোগ করে দেবো, আরো বেশি স্ট্রং হওয়ার জন্য”   “ এই তো দিলি আমার মেজাজ খারাপ করে , ওই বাড়ির কারো নাম ই আমার সামনি নিবি না , ওই অকৃতজ্ঞ পরিবারের সাথে আমার অন্তত কোন সম্পর্ক নেই “   “ তাই বুঝি?” জান্নাত ভ্রু উপরে তোলে , “ হ্যা”   “ তাহলে অকৃতজ্ঞ নাম্বার থ্রির জন্য এমন মজনু সেজে আছিস কেনো?” জান্নাত জয়ের মুখের অগোছালো দাড়ির দিকে ইশারা করে বলে , এমনিতে জয় সব সময় ট্রিম করা ছোট ছোট দাড়ি রাখে , এটা এক সময় নিজের বয়স বেশি বোঝানোর জন্য করতে করতে এখন  অভ্যাস হয়ে গেছে । জয় ভাবে ওকে ক্লিন থেকে দাড়িতেই ভালো দেখায় । তবে এখন ওর দাড়ি গোঁফ আর সুন্দর করে ট্রিম করা নেই ।   “ কে বলেছে তোকে?” জয় ধমকে ওঠে   “ তুই বলেছিস , মনে নেই সেই রাতের কথা” জান্নাত জয়ের সেই মাতাল অবস্থায় বলা কথা গুলো মনে করিয়ে দেয় ।   “ তখন পরিস্থিতি অন্য রকাম ছিলো , এখন সে আর আগের রানী নেই , এখন সে বাড়িতে ছেলে আনা শিখে গেছে” জয় মুখ বিকৃত করে বলে ,   জান্নাত একবার বলতে চায় , জয় ও কম মেয়ের সাথে কম কিছু করেনি , কিন্তু বলে না , শত হলেও জয় ওর বড় ভাই ।   “ জয় আমার কথা শোন , আমি সিরিয়াসলি বলছি , আমি রানীর সাথে এক সাথে কলেজে পড়েছি ( উচ্চমাধ্যমিক) ওর বয়ফ্রেন্ড তো দুরের কথা , কোন ছেলে বন্ধুও ছিলো না , ওই ছেলে ওর বন্ধু , আমি নিজে ওদের সাথে ওই বাড়িতে ছিলাম” জান্নাত জয় কে বোঝানোর চেষ্টা করে ।   “ আমিও সেটাই বলছি , যার আগের কোন এক্সপেরিয়েন্স নেই , তার হঠাত এমন ছেলে বন্ধু হয়ে গেলো যাকে খালি বাড়িতে নিয়ে আসা যায়” রাগে জয়ের মুখ লালচে হয়ে ওঠে । “ আর শোন যদি আমাকে দেখতে এসে থাকিস তাহলে এই ঘরে থাক , আর যদি দালালি করতে আসিস , তাহলে এই মুহূর্তে বেড়িয়ে যা”   “ কথার কি ছিরি হয়ছে তোর , দালাল বছিস কেন ? আমি ওকালতি করতে এসেছি” জান্নাত পরিবেশ শান্ত করার চেষ্টা করে । কিন্তু সফল হয় না ।   “ ওকালতি আর দালালি একি জিনিস , তুই যদি আর একটা কথাও বলিস ওই ফালতু মেয়ে সম্পর্কে  তাহলে সত্যি সত্যি আমি ঘাড় ধরে তোকে বের  করে দেবো”   “ ওকে ওকে , আচ্ছা তোর কপালে কি হয়েছে , রাজনীতি করতে গিয়ে রাজপথে মার খেয়েছিস নাকি?” জান্নাত্ জয়ের কপালে কাটা দাগ দেখিয়ে বলে   এবার কিছুটা শান্ত হয় জয় , শুঁকনো হাসি হেসে বলে “ তোর ভাই কে মারবে এমন বাই… কেউ তৈরি হয়নি এই দুনিয়ায় , মাইর দেয়ার অধিকার সুধু আমার “ বলে জয় সেদিন রাজীবের নাকের কথা চিন্তা করে     জান্নাত জয় কে এমন খুশি হতে দেখে , আবার রানীর কথা তোলে , বলে “ আর একবার ভেবে দেখ , তুই তো রানীকে সেই ছোট বেলা থেকেই চিনিস , তোকে এই অবস্থায় দেখে আম্মু খুব দুঃখ পেয়েছে , মিট্মাট করে নে ভাই , একবার অন্তত রানীর সাথে স্বাভাবিক ভাবে কথা বল , তুই যদি আমাকে কথা দিস , তুই উল্টা পাল্টা কিছু করবি না , তাহলে আমি বেবস্থা করে দেবো”   জয় চুপচাপ জান্নাতের কথা শেষ হতে দেয় , তারপর বলে “ গেট আউট , বের হ “    জান্নাত আরো কিছু বলতে চায় , কিন্তু জয় চান্স দেয় না , আরো উচ্চ স্বরে বলে “ বের হবি না আমি উঠবো?”   “ ওকে আমি যাচ্ছি “ এই বলে জান্নাত ওঠে , এবং দরজার সামনে দাড়িয়ে বলে , “ যদি ডিসিশন চেঞ্জ হয়ে , আমাকে টেক্সট করিস”   জয় এবার মুখে কিছু বলে না , আশে পাশে খুজতে থাকে , তবে কিছু না পেয়ে , কপালে যে ভেজা রুমাল ছিলো সেটা ছুড়ে মারে জান্নাতের দিকে , জান্নাত সঠিক সময়ে ডাক করে যাওয়ায় ওর শরীরে লাগে না । জান্নাত আর দাড়ায় না ।   নিজের ঘরে চলে আসে , মনে মনে আবরারের বুদ্ধিটা নিয়ে ভাবে , কিন্তু সাহস হয় না ওই কাজ করতে । তারপর হঠাত ওর মাথায় চিন্তা আসে , জয়ের এমন অসুস্থ অবস্থায় ওদের দেখা করিয়ে দিলে কেমন হয় , জয় যে বেশ ভালো দুর্বল হয়ে আছে সেটা জান্নাত বুঝতে পেড়েছে । দুর্বল অবস্থায় আর যাই হোক রানীর গায়ে হাত তুলতে পারবে না । জান্নাত আরো একটু গভির ভাবে চিন্তা করার সিদ্ধান্ত নেয় । ওদের একা দেখা করানো কোন ব্যাপার না ওর জন্য । কিন্তু ফলাফল কি হতে পারে , সি নিয়ে ভাবতে হবে , হুট করে জান্নাত এমন কিছু করতে চায় না । যা জয় আর রানী দুজনের জন্যই খারাপ হবে ।   ***** যদি কেউ আইন পেশায় থেকে থাকেন ,আমার প্রতি  কোন ধরনের রাগ রাখবেন না প্লিজ , ওটা সুধু জয়ের মতামত , আমার নয় । 
Parent