কিছু সম্পর্ক - অধ্যায় ৬৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-69727-post-6070827.html#pid6070827

🕰️ Posted on November 2, 2025 by ✍️ gungchill (Profile)

🏷️ Tags:
📖 1553 words / 7 min read

Parent
কিছু সম্পর্কঃ ৯ (ক) এর শেষ অংশ ......... রানী টয়লেট থেকে বেড়িয়ে আয়নার সামনে দাড়ায়।  তারপর হাত ধুয়ে চুল ঠিক করে । ওয়াস রুমে রানী একাই ছিলো । আয়নার দিকে তাকিয়ে রানী জয়ের কথা নকল করে “ তুলে এনে বিয়ে করে ফেলা উচিৎ ছিলো” তারপর নিজে নিজেই হাসে , আবার আয়নার দিকে তাকিয়ে নিজে নিজেই লজ্জায় লাল হয় ,  বলে “ যাহ,  শয়তান একটা , আমাকে জ্বালিয়ে মারবে সারাটা জীবন” বলার পরে রানীর হাসি আর গালের লালিমা দেখে বোঝাই যায় এই জ্বালাতন ওর ভালোই লাগবে ।      রানী নিজের সাইড ব্যাগ থেকে লিপ গ্লস নেয়ার জন্য হাত বাড়ায় , ওর ঠোঁট দুটো শুষ্ক বাতাসে বেশ শুকিয়ে আছে , তখনি মোবাইল টা ওর নজরে আসে । আজকে সকাল থেকে বেশিরভাগ সময় বাইকেই ছিলো , আর জয়ের সাথে এতটা সময় এক সাথে থেকে , মোবাইল এর কথা ভুলেই গিয়েছিলো রানী । হঠাত মোবাইলে চোখ পরায় , একবার দেখে নেয়ার কথা চিন্তা করে । মোবাইল আনলক করতেই রানী জিভ কাটে , রাজীব কল দিয়েছে তিন বার , আর জান্নাত দুবার , জান্নাত একটা টেক্সট ও পাঠিয়েছে , রানী ভাবে কি হলো আবার,  ওরা দুজন ই কল করেছিলো? জরুরি কিছুই হবে ।      রানী কল করে জান্নাত কে , “ হ্যাঁ জান্নাত , একটু বিজি ছিলাম রে”   “ কোথায় আছিস , দ্রুত আয় , ছোট আব্বু হসপিটালে …”  বাকি কথা আর রানীর কানে যায় না , রানীর মুখ ফ্যাঁকাসে হয়ে গেছে , মোবাইল থেকে আঙ্গুলের গ্রিপ হালকা হয়ে আসে ।   “ রানী শুনতে পারছিস , আমি ঠিকানা বলছি “  রানী নিজের সম্বিৎ ফিরে পায় , কল কেটে দেয় , ওর মাথা শূন্য হয়ে গেছে , এখন কি করবে সেটা ঠিক করতে পারছে না , রানী কয়েকবার ওয়াশ রুমের দরজার দিকে গিয়েও আবার ফিরে আসে , আয়নার সামনে দাড়ায় , আবার দরজার সামনে যায় , আবার এসে আয়নার সামনে দাড়ায় । যেন ও ভুলে গেছে ও কোথায় আছে , অনেকটা প্যানিক এটাকের মত হয়েছে ওর । “ এখন কি করবো , আব্বু হসপিটালে , আর আমি এখানে , এখন কি করবো , কি ভাবে যাবো” অনেকটা প্রলাপের মত বলতে থাকে ।     এমন সময় আবার রানীর মোবাইল বেজে ওঠে “ হ্যালো , রানী , তুই কোথায় ? কল কেটে দিলি যে”   কিন্তু রানী জান্নাতের কথা শোনে না , প্রলাপের মত বলতে থাকে “ আব্বুর কি হয়েছে , আমার আব্বু কি মরে গেছে”     “ কি বলছিস তুই , না  না মাথা ঘুরে…।”   “ আমার আব্বু কি মরে গেছে” রানী এক কথাই বার বার বলতে থাকে ।   আবার কল কেটে দেয়  …  আবার প্রলাপ করতে থাকে , আমার আব্বু কি মরে গেছে , আমি এখন কি করবো ,   শেষ পর্যন্ত রানী দরজা খুলে বেরুতে পারে … সোজা হাটা দেয় , আশেপাশে ওর নজর নেই , কোথায় আছে এ বেপারেও যেন সচেতন নয় । হাটে আর বিড়বিড় করে বলে ‘ কিভাবে যাবো ‘   জয় রানীকে বেড়িয়ে আসতে দেখে হাসে ,  কিন্তু রানী সেদিকে ফিরেও তাকায় না , রানী কে দেখে মনে হচ্ছে ও ঠিক জয় কে চিনতে পারেনি । জয় বিষয়টা বুঝতে পারে যখন রানী ওদের টেবিল ক্রস করে যায় । জয় প্রথমে পেছন থেকে ডাকে । এমন সময় জয়ের মোবাইল বেজে ওঠে , কিন্তু জয় সেটা ইগোনোর করে , আরো একবার রানী কে ডাকে , কিন্তু রানী যখন কোন রেসপন্স করে না তখন জয় অবাক হয় , রানীর আচরণ অন্য রকম লাগে । দ্রুত উঠে গিয়ে লম্বা পা ফেলে রানীর হাত ধরে ।   প্রথমে রানী ঝটকা মেরে হাত ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে । আশেপাশে লোকজন আবারো ওদের দিকে তাকায় । এবার জয় বিব্রত হয় । কারন রানী এখনো ওর হাত ছাড়ানোর চেষ্টা করছে । তাই জয় একটু জোরেই রানীর হাত চেপে ধরে , চাপা কণ্ঠে  জিজ্ঞাস করে “ এমন করছিস কেন ? কি হয়েছে , কেউ কিছু বলেছে , আমাকে বল”   এবার রানী জয় কে চিনতে পারে , “ ওহ জয়”     “ মানে কি? কি বলছিস তুই , এমন সিন করছিস কেনো? লোকজন কি ভাববে?” জয় একাধারে বিস্মত আর বিরক্ত  । বিরক্তির কারন আশেপাশের লোকজন এমন ভাবে তাকাচ্ছে যেন জয় কিছু একটা করেছে । আর বিস্মিত হয়েছে রানীর আচরন দেখে , রানী এমন করে ওহ জয় বলল যেন এই মাত্র ওদের দেখা হয়েছে ।   “ আমাকে যেতে হবে , আমাকে ছারো” রানী আবার হাত ছাড়ানোর চেষ্টা করে   এবার জয় প্রমাদ গোনে । একবার জয়ের মনে হয় , রানী হয়তো মজা করছে , ভাবে যদি তাই হয় , এখন একটু বেশি ই হয়ে যাচ্ছে । জয় চোখের কোন দিয়ে দেখে একজন এগিয়ে আসছে , হটেলের লোক ।   “ রানী এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে ?” জয় রাগত স্বরে বলে , কারন ও জানে সবাই কি ভাবছে , সবার মুখের উপর স্পষ্ট লেখা আছে ওদের ভাবনা । আর উপসর্গ গুলোও ওদের পক্ষে , রানী যেভাবে এসেছে , তাতে বোঝাই যাচ্ছে সাধারন ঘরের মেয়ে। ভীষণ সুন্দরী , এসব কিছু এক দিকেই ইংগিত করে , জয় এই মেয়েকে নিয়ে এসেছে ফুর্তি করার জন্য , আর এখন এই মেয়ে চলে যেতে চাচ্ছে আর জয় যেতে দিচ্ছে না । জয়ের রাগ উঠে যাচ্ছে ।   “ স্যার এনি প্রবলেম?” হোটেলের লোক এসে নম্র ভাবে জিজ্ঞাস করে ,   “ সব ঠিক আছে , আপনি নিজের কাজ যান প্লিজ” জয় গম্ভির স্বরে , কিন্তু পোলাইটলি বলে । কিন্তু ও বুঝতে পারে হোটেলের কর্মচারী ওর কোথায় সন্তুষ্ট নয় ।   “ ম্যাডাম কোন সমস্যা ? আমি কি আপনাকে কোন ভাবে হেল্প করতে পারি?”  এবার সেই কর্মচারী রানীর দিকে তাকিয়ে বলে   “ হ্যাঁ আমার যেতে হবে , কিন্তু কিভাবে যাবো?” রানী ব্ল্যাংক দৃষ্টিতে সেই কর্মচারীর দিকে তাকিয়ে  বলে   “ প্লিজ আপনি এই ব্যাপারে নাক গলাবেন না” জয় রাগত দৃষ্টিতে হোটেল কর্মচারীর দিকে তাকায় , কিন্তু হোটেল কর্মচারী ওকে পাত্তা দেয় না , নির্লিপ্ত স্বরে বলে “ স্যার আমাদের একটা রেপূটেশন আছে , এখানে কোন সিন ক্রিয়েট হোক সেটা আমরা চাই না”   “ রানী , তুই এমন করছিস কেন ? কি হয়েছে আমাকে বল, এমন পাগলের মত করলে চলবে , লোকে কি বলবে?” জয় রানীর দিকে তাকিয়ে  একটু নরম স্বরে বুঝিয়ে বলার মত করে বলে ।   রানী জয়ের হাত আবারো ছাড়ানোর চেষ্টা করে , আর তখনি জয় নিজের উপর কন্ট্রোল হারায় , প্রায় ধমকে ওঠে , “ রানী…… কি করতে চাইছিস তুই , আমাকে এভাবে অপমান কেন করছিস?”   “ স্যার প্লিজ উত্তেজিত হবে না”   “ ইউ শাট আপ” জয় কর্মচারী কেও ধমকে ওঠে ।   তারপর আবার রানীর দিকে তাকায় , কিন্তু রানীর মাঝে কোন পরিবর্তন নেই , দেখে আরো ক্ষেপে ওঠে , হাত ছেড়ে দেয় , বলে “ যা তুই জাহান্নামে যা , আমার কি” এই বলে জয় নিজের টেবিলে ফিরে আসে , দেখে জান্নাত লাগাতার কল করে যাচ্ছে । একবার ভাবে ধরবে না । রানীর আচরনে ভীষণ বিরক্ত ও । সব তো ঠিক ই ছিলো , গেলো ভালো । ওখানে কি হলো যে এমন করছে । জয় ভেবে পায় না । তা ছাড়া কেমন একটা সিন হয়ে গেলো , সবাই এখন ওকেই দেখছে । জয়ের বিশ্বাস আরো একটু বেশি কিছু হলে হোটেলের লোক সিকিউরিটি ডাকতো ।   জয় বিল মিটিয়ে দেয় , তারপর জান্নাতের কল ধরে , “ হ্যাঁ বল”   “ জয় তুই কি রানীর সাথে?” জয় জান্নাতের কন্ঠে আরজেন্সি টের পায় । কিন্তু এখনো রেগে আছে । তাই একটু ঝাঁজের সাথে বলে “ ছিলো এখন নেই”   “ মানে? এখন কই”   “ কি জানি ,  ফাইজলামি করছে , আমাকে যেন চিনতেই পারছে না, একটা সিন ক্রিয়েট করেছে”  জয় বিরক্তির সাথে অভিযোগ করে   “ জয় রানীকে নিয়ে এখুনি আয় , আমার ই দোষ , এভাবে হঠাত বলা ঠিক হয়েনি আমার”   “ কি বলতে চাস , কি বলা ঠিক হয়নি, ঝগড়া করেছিস “ জান্নাতের কণ্ঠ শুনে জয় বুঝতে পারে হয়তো ওদের দুজনের মাঝে কিছু হয়েছে ।   “ আরে না , ছোট আব্বু হসপিটালে এটা বলেছি , এটা শোনার পর থেকেই রানী পাগলের মত করছে”   জান্নাতের মুখ রাহিমের অসুস্থতার নিউজটা শুনেই , জয় প্রচণ্ড অনুশোচনায় পরে যায় , জয় কল কেটে দেয় , বাকি টাকা ফেরত না নিয়েই , বাইকের চাবি নিয়ে দ্রুত বেড়িয়ে যায় । বেড়িয়ে দারোয়ানের কাছে রানীর বর্বণা দিয়ে জানতে চায় কোন দিকে গিয়েছে। দারোয়ান হোটেলের মেইন গেটের দিকে দেখিয়ে দেয় ।     জয় সেই দিকেই দৌর দেয় , কিছুদুর গিয়েই , দেখে একজন স্টাফের সাথে রানী দাড়িয়ে আছে , স্টাফ কিছু জিজ্ঞাস করছে কিন্তু রানী কিছুই বলছে না , সুধু দাড়িয়ে আছে । জয় আরো দ্রুত রানীর কাছে পৌছায় ।      কাছে এসেই জয় হোটেল স্টাফ কে অগ্রাহ্য করে রানী কে বলে “ রানী , কোন সমস্যা নেই , আমি তোকে নিয়ে যাচ্ছি”   কিন্তু রানী জয় কে দেখে আঁতকে ওঠে , একটু পিছিয়ে যেতে চায় ।   “ স্যার উনি তো কথাই বলছেন না, আপনি কি ওনাকে চেনেন” এই স্টাফ অন্য একজন , আগের জন নয় ।   “ হ্যাঁ , চিনি , আপনাকে চিন্তা করতে হবে না , আমি ওকে নিয়ে যাচ্ছি  “ জয় রানীর দিকে তাকিয়েই বলে , জয়ের কপাল কুঁচকে আছে , কারন ও বুঝতে পারছে , রানী ওকে দেখে ভয় পাচ্ছে।   “ স্যার আমাকে দায়িত্ব দেয়া হয়েছে , ওনাকে গাড়িতে তুলে দিতে, কিন্তু উনি কিছুই বলছেন না”   “ আমি বললাম তো আপনার কিছু করতে হবে না” জয় একটু ঝাঁজের সাথে বলে , ওর দৃষ্টি এখনো রানীর দিকে , জয় দেখে স্টাফের সাথে খারাপ ভাবে কথা বলায় রানী আরো ভয়ে কুঁচকে গেছে , ওর শরীর ও একটু একটু কাঁপছে ।   স্তাফ কিছু একটা ভাবে , তারপর বলে “ স্যার আপনি ওনাকে নিয়ে যান , কোন সমস্যা নেই , তবে দেখবেন আমার যেন কোন সমস্যা না হয় , আমাকে দায়িত্ব দেয়া হয়েছে”   জয় দুটো নোট বের করে স্টাফের হাতে ধরিয়ে দেয় , আর বলে “ এখানে গাড়ি পাওয়া যাবে?”   স্টাফ খুশি হয়ে বলে “ জি স্যার , এখানে সব সময় রেন্ট কারের বেবস্থা থাকে , আপনি ঠিকানা বলুন আমি ঠিক করে দিচ্ছি , দু মিনিটে”   জয় জান্নাতের কাছ থেকে ঠিকানা নিয়ে স্টাফ কে বলে ।   *****  
Parent