কখনও সময় আসে - অধ্যায় ২০

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-42030-post-3857323.html#pid3857323

🕰️ Posted on October 21, 2021 by ✍️ Sreerupamitra (Profile)

🏷️ Tags:
📖 196 words / 1 min read

Parent
এক সপ্তাহ পরেঃ অদিতি বাস স্ট্যান্ড এসে ভল্ভ বাস এর জানলার দিকে বসল। তাপস আসেনি, পাছে জানা জানি হয়ে যায়, তাছারা ওর কি একটা মিটিং আছে। ও বসে বসে এটা সেটা ভাবছে, ওর মা ওকে একদিন আগে ফোন করে ছিল।      সন্ধ্যে বেলায় বাস স্ট্যান্ড এ নেমে দেখে মমতার ভাই সুমিত দাঁড়িয়ে, সুমিত এর সাথে ওর আলাপ আছে...।এক এলাকার ছেলে মেয়ে। -      এসো অদিতি… -      তুমি? -      হান।।দিদি পাঠাল, কাকিমা নেই তো -      মা কোথায়...। জানিনা তো যে নেই... -      হাঁ,... কাকিমা সন্দিপ কাকুর সাথে দিঘায় গেছে। তোমাকে বলে নি? -      কই না! অবাক হয় অদিতি। -      তুমি আগের থেকে সুন্দর হয়েছ। সুমিত বলে। -      উহ…তুমি না! অদিতি লাজুক হাসে। ওর কাধের ওপর ডান হাত রেখে বলে- -      কেন, মিথ্যা বললাম? -      জানিনা। লাজুক হেসে বাড়ি তে আসে। মমতা কে সামনে দেখে, জিগ্যেস করে- -      মা কই? -      বেড়াতে গেছে, মুচকি হেসে উত্তর দিয়ে রান্না ঘরে যায় মমতা, অদিতি নিজের ঘরে উঠে আসে, ওপরের কোনের ঘরে। মা কে না দেখে একটু কেমন যেন লাগলো, ঘরে পোশাক বদলে মা কে ফোন করল কিন্তু ফোন বন্ধ। দরজায় টোকার শব্দে খুলে দিল- মমতা আর সুমিত দাঁড়িয়ে, ও পোশাক পরিবরতন করে নিয়েছে। ও বলে, এসো মমতা বলে যে খেতে এসো নীচে...
Parent