কোন কূলে যে ভীড়লো তরী/কামদেব - অধ্যায় ১৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-22369-post-1649712.html#pid1649712

🕰️ Posted on February 24, 2020 by ✍️ kumdev (Profile)

🏷️ Tags:
📖 1378 words / 6 min read

Parent
       [১৩]                  সবিতা যত বাড়ী কাজ করে তার মধ্যে একেবারে শেষে যায় নন্দীবৌদির বাড়ী। এই বাড়ীতেই সে বেশি সময় কাটায়।বৌদি মানুষটারে তার খুব ভাল লাগে।ভাল মন্দ খেতে দেয়।গান বাজিয়ে হাফ-পেন্ট পরে যখন নাচে দেখে ভারী আনন্দ হয়। এই বয়সে তারও নাচতে ইচ্ছে হয়। তার সঙ্গে কত কথা বলে কখনো ঝি বলে মনে করে না।পাল বাড়ীতে বৌদির নাচের কথা নিয়ে আলোচনা হয় শুনে রেগে বলেছিল,ওর মেয়ে সারাক্ষণ পিকনিকে বরুণের সাথে ঘুর ঘুর করছিল। সবিতা বলল,বৌদি কেউ নিজের দোষ দেখে না খালি অন্যের খুত ধরে।বললে অনেক  কথা বলতে পারি কিন্তু সবিতা অত টাইম নেই এর কথা ওরে লাগায়। সবিতা গলা নামিয়ে ফিস ফিস করে বলল,জানো বৌদি পালবাবুর বুন লুলাটার  কি জানি--। কথা শেষ না হতে মৌপিয়া ধমক দিল,চুপ করো। আমার সামনে এভাবে কথা বলবে না।ভদ্রমহিলা সম্পর্কে এভাবে বলতে তোমার খারাপ লাগে না?ওনার নাম নেই,ছিঃ  সবিতা  ছিঃ? সবিতা একটা মুখরোচক সংবাদ দিয়ে বাহবা নিতে চেয়েছিল,এমন ব্যবহার প্রত্যাশা করেনি।কি খারাপ কথা বলল সবিতা ভেবে পায় না তবু বৌদির মন রাখতে বলল,বৌদি আমার ভুল হয়ে গেছে আর হবে না। --বক বক করছো, তোমার বাসন মাজা হয়েছে।মৌপিয়া জিজ্ঞেস করলো। --হ্যা বাসন মাজা ঘর মোছা সব শেষ। বৌদি একটা সিনেমা চালাবে? মৌপিয়া হেসে জিজ্ঞেস করে,তোমার সব বাড়ির কাজ শেষ হয়েছে? --তুমার বাড়ী আমি শেষে আসি।আর কিছু করতে হবে? --খুব নেশা হয়ে যাচ্ছে।মৌপিয়া ডিভিডিতে একটা কার্টুন ফিলম চালিয়ে দিয়ে বলল,আমি বাথরুমে যাচ্ছি তুমি চলে গেলে দরজা টেনে দিয়ে যাবে। মিকি মাউজের কার্টুন হচ্ছে,সবিতা দেখতে দেখতে হেসে গড়িয়ে পড়ে।ইন্দুরটা ভারী শয়তান,ঐটুক ইন্দুর তার কি বুদ্ধি। সেদিনের ঘটনার পর মণিকা বিল্টু সম্পর্কে ভাল করে খোজ খবর নেওয়া শুরু করলো মাইয়া গুলা বোঝেনা বিনাইয়া বিনাইয়া একটূ মন রাখা ভাল কথা বললে গইল্যা আলহাদে চিত হইয়া পড়ে।বিল্টুরা এইখানে পুরানো বাসিন্দা নিজেদের বাড়ী। বাজারে ষ্টেশনারী দোকান আছে।ল্যাখা পড়া মেট্রিক অবধি পড়ছে।এমনি খারাপ না তবে এক বিধবা বোন ওদের সঙ্গে থাকে।বাপে বুড়া হইছে অখন বিল্টূই দোকানে বসে।ফিতা কিনতে গিয়া লায়লির লগে আলাপ শ্যাষে সিনেমা দেখা দেখি। এখন ক্লাস নেই অধ্যাপকদের ঘরে বসে আছেন মিস অঞ্জনা।মিসেস কেবি মানে কণিকা ব্যানার্জি জিজ্ঞেস করলেন,কি ব্যাপার খুব চিন্তিত মনে হচ্ছে? মিসেস অঞ্জনা চোখ তুলে হাসলেন। কেবি বললেন, ভালই আছেন আপনি কোনো দায়-দায়িত্ব নেই।আগে জানলে বিয়েই করতাম না। --খারাপ লাগলে তালাক দিয়ে দিন,বাঁধা কোথায়? মিসেস কেবি এমন উত্তর প্রত্যাশা করেন নি।তার মনে হল তার কথায় অঞ্জনা কি আহত হলেন? --আমি ঠিক ওভাবে বলতে চাইনি।এই দেখুন না সকালে অফিসের ভাত ছেলেকে কলেজে রওনা করিয়ে দিয়ে তারপর কোনো রকমে নাকে মুখে গুজে কলেজে এলাম।আপনার ওসব ঝঞ্ঝাট নেই। অঞ্জনা কি করে বোঝাবে তার ঝঞ্ঝাট কম নয়।দেবের জন্য সারাক্ষণ চিন্তা ঠিকমত পড়ছে কিনা অথচ পাশে পাশে থেকে দেখাশুনা করবে তার উপায় নেই। বাইরে থেকে সব বোঝা যায় না দেবের কথাটা মনে পড়ল।বেশ পাকা পাকা কথা বললে কি হবে মনটা একেবারে কাঁচা।ড.সোমের সঙ্গে কোনো মিল নেই। ড.সোম মনের দিক থেকে অত্যন্ত সবল অথচ দেব একেবারে অন্য রকম যে কেউ অনায়াসে ওকে ফাঁদে ফেলতে পারে।সেইজন্য খুব চিন্তা হয়। ড.সোম হার্টের ডাক্তার হলেও রোগীকে সমগ্রভাবে দেখেন।বলতে নেই এখন ভাল আছেন তার পরামর্শে।এতদিন ভালই ছিলেন এখন সব সময় দেবের জন্য ভয় হয় তাকে হারাবে নাতো? আল্লাহ যখন মুখ তুলে চেয়েছে আবার বিমুখ হবে নাতো?দেবকে হারালে খাদিজা আক্তার তাহলে বাঁচবে না।  --দেখুন কণিকাদি সমস্যা বিহীন নির্ঝঞ্ঝাট জীবন বড়ই দুর্বহ।যদি সেদিন আসে তাহলে বুঝতে পারবেন মর্মে মর্মে।একসময় আমি বুঝেছি। --একসময় বুঝেছেন?তার মানে এখন সমস্যা আছে? অঞ্জনা মুখ নীচু করে হাসেন। --কি ব্যাপার অঞ্জনা রোমান্সের গন্ধ পাচ্ছি মনে হয়।আপনার চেহারায় কিন্তু একটা জেল্লা এসেছে। ঘণ্টা বাজতে অঞ্জনা উঠে পড়লেন। কণিকাদি বললেন,আমাদের একটু ভাগ দেবেন। অঞ্জনা হেসে বলল,স্যরি আমি এ ব্যাপারে খুব সংকীর্ণমনা ভাগ দিতে পারবো না। অঞ্জনার মনে দেবের মুখটা ভেসে উঠল।প্রায় আঠারো-উনিশ বছরের ছোট হবে।পুচকে বর নিয়ে সুখ স্বপ্ন দেখে খাদিজা আক্তার। প্রতিদিনের মত অফিস যাবার জন্য তৈরী ডিসিপাল।অফিস বেরোবার আগে ডিসি পাল বললেন,লোক আসবে ঐ শিশিটা দিয়ে দিও। আমি ফেরার পথে ডাক্তারখানা হয়ে আসবো। --পেচ্ছাপ তো খুব পরিষ্কার।ভগবান করুণ যেন খারাপ কিছু না হয়।দেবযানী কাছে এসে ফিসফিসিয়ে বলল। সঞ্জয় এসে বলল,মা আমি একটু বেরোচ্ছি। --এখন আবার কোথায় চললি? জয়েণ্টে বসবি তার জন্য কি পড়াশুনা করতে হয় না? --ভাল্লাগে না,সব সময় খিচ খিচ। --আচ্ছা সঞ্জু ঐ দামড়া লোকটার সঙ্গে তোর এত মাখামাখি কেন বলতো। --মা লক্ষণদা সম্পর্কে একটু ভদ্রভাবে কথা বোলো।উনি তোমাদের কত সম্মান করে জানো? দেবযানী মনে মনে ভাবেন সবাই সম্মান করে আর ছেলেমেয়েরাই সেই সম্মান ডোবাবে। ফোন বাজছে মম বাথরুমে পল্টু বই রেখে ফোন ধরে।গলাটা শুনলেও ভাল লাগে পল্টু বলল, পড়ছিলাম....তোমার ক্লাস নেই...ঠিক আছে আমি যাবো তুমিই তো বেশিক্ষণ বসতে দাও না...ও বুঝেছি পাস না করলে আর সম্পর্ক রাখবে না....তুমি না বললেও আমি বুঝি...আমাকে এত বোকা ভেবো না....বাথরুমে...আচ্ছা রাখছি। পল্টু ফোন রেখে ভাবে অঞ্জনা তার পরীক্ষা নিয়ে এত চিন্তা করছে কেন? পাস করুক ফেল করুক তাতে ওর কি?সন্ধ্যেবেলা দেখা করতে বলেছে,বললেই যেতে হবে? বাপি বলেছিল নারী একাধারে সৃষ্টি আবার বিনাশ। রাঙা পিসির ব্যাপারটা কেউ বুঝতে পারে নি।কটাদিন কি ভয়ে ভয়ে কেটেছে। অঞ্জনা জানতে পারলে হয়তো তাকে ঘেন্না করবে। রান্না ঘরে শব্দ পাওয়া যাচ্ছে,মনে হয় মিতা মাসী এসে গেছে।মম এক গেলাস হরলিক্স নিয়ে ঢুকে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন,বাবা হরলিকস খেয়ে একটু ঘুরে আয়,তাহলে ভাল লাগবে। পল্টূও তাই ভাবছিল মায়েরা ছেলের মনের কথা বুঝতে পারে। মমকে জড়িয়ে ধরে পল্টু বলল,মম তুমি কাকে বেশি ভালবাসো-আমাকে না বাপিকে? --তোর একথা কেন মনে হল? পল্টু হেসে বলল,এমনি। তুমি রাগ করলে? মনোরমা হেসে ফেলে বললেন,বোকার মত কথা।যে আমাকে এমন সুন্দর ছেলে দিয়েছে তাকে ভালবাসবো না? পল্টুর মনে হয়েছিল মমকে জটিল ধাঁধায় ফেলে দিয়েছে।মম সেখান থেকে কি সুন্দর বেরিয়ে এল,পল্টুর মনে পড়ে মম একসময় স্কুলের শিক্ষিকা ছিল। মেটারনিটি লিভ নেবার পর আর ফিরে যায়নি চাকরিতে।ঘুরতে ঘুরতে প্রান্তিকের কাছে এসে পল্টুর অঞ্জনার কথা মনে এল।যাবে কি যাবেনা ভাবতে ভাবতে উঠে পড়ল তিনতলায়।কলিং বেল টিপবে না ফিরে যাবে? ভাবতে না ভাবতেই খুলে গেল দরজা।পল্টু ভিতরে ঢুকে একটা সোফায় বসলো। কিছুক্ষণ পর এক গেলাস পাণীয় নিয়ে এসে অঞ্জনা দেবের দিকে এগিয়ে দিল। --কি এটা? --বোর্ণভিটা। --কি মনে করো আমাকে?আমি কি ছেলেমানুষ? --তোমাকে কে বলল,এটা শুধু ছেলেমানুষরা খায়? --আমি বাড়ী থেকে হরলিকস খেয়ে বেরিয়েছি। --তা হলে চা করি? --তোমাকে করতে হবে না,আমি করছি। অঞ্জনা বুঝতে পারে কোনো কারণে মনটা বিরুপ,বাধা দিল না। পল্টু রান্না ঘরে গিয়ে চা করতে শুরু করে।এখন অনেক সহজ হয়ে গেছে আগে মত আড়ষ্ট ভাব নেই।অঞ্জনা চুপ করে বসে থাকে সোফায়, কিছু বলতে গেলে অশান্তি করতে পারে।দেব তার উপর জুলুম করে সেটা ভাল লাগে। দু-কাপ চা নিয়ে এসে এককাপ অঞ্জনাকে দিল।অঞ্জনা চায়ের কাপে চুমুক দিয়ে মুখ বেকায়। --কি হল ভাল হয় নি?জিজ্ঞেস করে পল্টু। --সুন্দর হয়েছে তবে চিনি কম। পল্টু অঞ্জনার হাত থেকে কাপ নিয়ে চুমুক দিয়ে বলল,ইস চিনি দিতে ভুলে গেছি। দাড়াও চিনি নিয়ে আসছি। অঞ্জনার চুমুক দেওয়া চায়ে দেব চুমুক দিয়েছে বিষয়টা তার নজর এড়ায় না।মনে মনে খুব তৃপ্তি বোধ করে।ওর মনটা খুব ভাল,দেবের কর্তালিভাবকে প্রশ্রয় দেয় খাদিজা।  অফিস থেকে ফিরে নিজের ঘরে গুম হয়ে বসে থাকেন ডিসি পাল।দেবযানী স্বামীকে চা দিয়ে জিজ্ঞেস করে,কি গো ডাক্তারখানায় গেছিলে? --বাল জট পাকিয়ে গেছে তুমি তো আগে আমাকে বলো নি? --সব কথা সব সময় খেয়াল থাকে নাকি?ডাক্তার কি বললো? --এ্যাবরশন করাতে হবে। --ও মা! তাহলে যা ভেবেছি তাই? হে ভগবান এ তুমি কি সর্বনাশ করলে? এখন মুখ দেখাবো কি করে? --আঃ চুপ করো।লোক জানাজানি না করলে হচ্ছে না?বেশিদিনের না ওয়াশ করে দিলেই হবে। ডিসি পাল চা শেষ করে বলল,গুঞ্জন কি করছে?চলো তো দেখি কি বলে ও? হুইল চেয়ারে বসে আছে রাঙা পিসি।ডিসি পাল সরাসরি জিজ্ঞেস করে,কিরে এই অবস্থা তোর কে করেছে? রাঙা পিসি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে।ডিসি পাল গাল চেপে জিজ্ঞেস করে,কি রে বল? ফিক করে হেসে রাঙা পিসি বলল,থুক খুপ থুক। --সুখ রঞ্জন?ডিসি পালের ভ্রু কুচকে যায়। --ঠিক করে বলো ঠাকুর-ঝি,পল্টু করেছে? রাঙা পিসি ঘাড় নেড়ে নেড়ে বলতে থাকে,হুম...হুম।...থুক..খুপ থুক। ডিসি পাল চেয়ারে ঝাকুনি জিজ্ঞেস করে,গুঞ্জন সত্যি করে বল পল্টু না সুখ রঞ্জন? গুঞ্জন ভয় পেয়ে ভ্যাক করে কেঁদে ফেলে বলল,বেত কলেচি বেত কলেচি ঘাড়  নাড়তে নাড়তে বলল,থুক ...থুক। ডিসি পাল হতাশ হয়ে নিজের ঘরে এসে বসল।দেবযানী এসে জিজ্ঞেস করে,তুমি বিশ্বাস করো আমার ভাই করেছে? --দোহাই একটূ চুপ করো।আমি কিছুই বিশ্বাস করছি না। --আমি সুখকে বলে দেবো কোনোদিন যেন এ বাড়িতে না আসে।মনে করবি তোর দিদি নেই। --এখন বলে আর কি হবে?যা হবার তাতো হয়ে গেছে। --তার মানে তুমি বলছো ঠাকুর-ঝির এই অবস্থার জন্য দায়ী সুখ? --আমি কি তাই বলেছি?তুমিই তো গোলমাল পাকাচ্ছো। --আমি গোলমাল পাকালাম? সময়মতো না বললে একদিন ছানা বেরিয়ে 'মামা-মামা' করতো। --তোমার কি একটু দয়া মায়া থাকতে নেই?অসহায় ভাবে বলল ডিসিপাল। --ওদের আসার সময় হয়ে গেছে এসব না ভেবে কি করে খালাস করা যায় এখন সেই ব্যবস্থা করো।ও তোমাকে বলিনি দাড়াও। দেবযানী বাইরে থেকে একটা খবর কাগজেরর পাতা নিয়ে এসে স্বামীর হাতে দিল।কাগজে শুকিয়ে আছে বীর্য। ডিসিপালের নজরে পড়ে তারিখের দিকে। তারপর দেবযানীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে,পচিশ তারিখের কাগজ খুজছিলাম তুমি বলেছিলে সুখ নিয়ে গেছে? --হ্যা তাতে কি হয়েছে? ডিসিপাল অশান্তির ভয়ে বলল না যে এই কাগজটা পচিশ তারিখের।কাউকে বিশ্বাস করা যাবে না ডিসি পাল মনে মনে ভাবেন।
Parent