কোন কূলে যে ভীড়লো তরী/কামদেব - অধ্যায় ৬৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-22369-post-1721376.html#pid1721376

🕰️ Posted on March 15, 2020 by ✍️ kumdev (Profile)

🏷️ Tags:
📖 1530 words / 7 min read

Parent
                [৬৫]                                ধীরে ধীরে সন্ধ্যে নামে।হোটেলের ঘরে বসে বসে একটাই চিন্তা, ড্যাফোডিলে হবে তো?কিন্তু পরমিতের কাছ থেকে কিভাবে নিষ্কৃতি পাবে।চণ্ডিগড় হতে দিল্লী পালিয়ে এসে মাসখানেক যেতে না যেতেই ঠিক খুজে বের করেছে। নার্সিং হোম থেকে বেরিয়ে নজরে  পড়ল পরমিত দাঁড়িয়ে আছে।মনটা বিরক্তিতে ভরে গেল।নিজের ভাই ভাবতে খারাপ লাগে।বোনের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে।আসল মতলব কি জানতে বাকী নেই। কয়েক পা এগোতেই সামনে এসে দাড়ালো, চণ্ডিগড় ছেড়ে চলে এলি কেন? --এখানে বেতন ভালো। --কিছু শোচা কি নেহি? যশবিন্দার বুঝতে পারে কি ব্যাপারে জিজ্ঞেস করছে।না বোঝার ভান করে জিজ্ঞেস করল,কোন ব্যাপারে? --চৌতালাকে বারে মে? --সাদিকে বারে কুছ শোচা নেহ।আভি আমার হাতে অনেক কাজ। যশবিন্দার বুঝতে পারে দিল্লীতে বেশিদিন থাকা যাবে না। এদের হাত থেকে বাঁচতে তাকে পালাতে হবে।কোথায় পালাবে?তখনই কলকাতার কথা মনে পড়ে।অঙ্গনকে ফোন করবে না ভেবেও একবার ফোন করেছিল।কথা হয়নি অঙ্গন বাসায় ছিলনা এক মহিলা ধরেছিল। পরমিত যাবার আগে বলেগেছিল,নেক্সট উইক আমি আসছি।মনে মনে হাসল, এতদিনে নিশ্চয়ই বুঝে গেছে যশ ওখানে নেই। হোটেল বয় এসে একটা চিঠি দিয়ে গেল।যশের মন আলোকিত, চিঠী না খুলেই যশবিন্দার বুঝতে পারে ড্যাফোডিলের থেকে এসেছে। কোন ঘরে থাকবে ললিতা সব বুঝিয়ে দিল খাদিজা বেগম।ললিত গ্যাস জ্বালতে জানে আগে গ্যাসে রান্না করেছে। পল্টু একটা কাগজে লিখল লেকভিউ নীল কালিতে তার নীচে লাল কালিতে লিখল ড্যাফোডিল। ললিতাকে বুঝিয়ে বলল,যদি আমাকে কিছু বলার দরকার হয় তাহলে নীল কালিতে লেখা নম্বরে--তুমি পড়তে পারো? ললিতা হেসে বলল,কেন পারবো না আমি ফাইভ পর্যন্ত পড়েছি। --ভেরি গুড।নীল কালিতে লেখা নম্বর ঘুরিয়ে--। --তোমারে ফোন করবো? পল্টু দেখল ললিতাকে দেখে যেমন মনে হয়েছিল তা নয় বেশ স্মার্ট। পল্টু বলল,যদি দেখো মামীর কষ্ট হচ্ছে--। --ব্যথা উঠলি? --হ্যা ব্যথা শুরু হলে লাল কালিতে লেখা নম্বর ঘুরিয়ে বলবে ,ডাক্তার সোমের বাড়ী থেকে বলছি এ্যাম্বুলেন্স পাঠান। --তাহলি কি হবে? --এ্যাম্বুলেন্স এসে মামীকে নিয়ে যাবে। --আমি সাথে যাবো না? --তুমি তো যাবেই তার আগে দরজা বন্ধ করে দেবে।লাল কালির নম্বরে ফোন করে তারপর আমাকে ফোন করে বলবে কি হল না-হোলো? --মামা কাগজটা ফোনের নীচে রেখে দাও নাহলি তাড়াতাড়ির সময় কোথায় খোজবো? পল্টু কাগজটা ফোনের নীচে রেখে ঘরে ঢূকে দরজা বন্ধ করে দিল। খাদিজা বেগম বলল,তোমার কি মনে হয় আমি তখন বেহুশ হয়ে যাবো ঐসব আমি পারবো না? --শিখিয়ে রাখতে দোষ কি? পল্টু বলল। --আজ কোথায় অপারেশন লেকভিউ? --হ্যা,এখন অন্য কোথাও যাচ্ছিনা। পল্টু চেঞ্জ করে বেরোবার জন্য প্রস্তুত হয়। ইকবাল আসার সময় হয়ে এল। খাদিজা বেগম জিজ্ঞেস করল,তোমার মামার সঙ্গে দেখা হয় নি? --অত সময় কোথায়?দিলীপ একটা উপকার করেছে।লক্ষণদা এসে তার বউকে দেখতে বলল। --বউয়ের কি হয়েছে? --লক্ষণদার বউ কনসিভ করেছে। খাদিজা বেগম নিজের পেটে হাত বোলায়। কি করছে এখন ঘুমোচ্ছে? হায় আল্লা ওকে আলোর মুখ দেখা থেকে বঞ্চিত কোরনা। নীচে গাড়ীর হর্ণ বাজল।খাদিজা বেগম ডাকল,ললিতা? ললিতা চা নিয়ে ঢূকল।খাদিজা বেগম খুশি হয়ে বলল,এইতো একদিনেই কাজ শিখে গেছে। --মামী সবাই বলে আমার নাকি খুব ব্রেন।ললিতা লাজুক গলায় বলল। পল্টু হাত বাড়িয়ে চায়ের কাপ নিয়ে চুমুক দিয়ে বলল,বাঃ সুন্দর হয়েছে,তুমি করেছো? --না মামী চা করে ফ্লাসে ভরে রেখেছিল। --ফ্লাস না বল ফ্লাক্স।খাদিজা বেগম বলল। ললিতা বলল,ফেলাকস। পল্টু হেসে ফেলল,দেখে ললিতাও হাসতে থাকে।খাদিজা বেগমও না হেসে পারে না। পুরানো বাড়ী থেকে খাট ছাড়া সব মালপত্তর ফ্লাটে আনা হয়েছে।দিলীপের মা আজকের রাত পুরানো বাড়ীতেই থাকতে চান। বউভাতে অনেককে বলা হয়েছে। অনেকেই পল্টুর খোজ করছিল।দিলীপকে একান্তে পেয়ে দেবব্রত জিজ্ঞেস করেন,পল্টু তার কথা কিছু বলছিল কিনা? খুব ব্যস্ত ছিল পল্টু সময় করে এসেছিল একটা প্রেজেণ্ট দিয়েই চলে গেছে। দিলীপের কথায় দেবব্রত স্বস্তি পায় না।একদিন ওর সঙ্গে দেখা করা দরকার। অপলা এসেছে দেখে বোঝা যায় সন্তান সম্ভবা। একটা চেয়ারে হেলান দিয়ে বসেছিল সারাক্ষণ।জগমোহন তত্তাবধান করছিলেন দেখে বোঝার উপায় নেই উনি বরপক্ষ না কন্যাপক্ষ।সুমিত্রা মেয়ের পাশেই বসেছিলেন। কয়েক দিন পরের কথা। ইকবাল এসে দেবকে নিয়ে গেছে।যতক্ষণ বাড়ীতে ছিল বেগমের সারা গায়ে হাত বুলিয়ে দিয়েছে। দেবের দিকে তাকিয়ে ভাবে,তার থেকে কত কম বয়স অথচ সেজন্য মনে কোনো আক্ষেপ নেই। যেই দেখে অবাক হয় বিশ্বাস করতে হোচট খায় দেব তার স্বামী।এখন যেন আরও বুড়িয়ে গেছে।যে আসবে তার মনেও কি প্রশ্ন জাগবে না বাবাকে দেখে?এক সময় মনে হয় এই বয়সে সন্তান ধারণ না করলেই পারতো।দেবকে খুব চিন্তিত মনে হচ্ছিল। আল্লাহ পাক মেহেরবান একটা সন্তান কামনা কি অন্যায়? পেটটা অসম্ভব ফুলেছে। সন্তপর্ণে পেটের উপর হাত বোলায়। হাত ক্রমশ তলপেটের নীচে যোণীতে পৌছায়। শুকনো খটখট করছে। দেব বলছিল বয়স হলে যোণীর ইলাষ্টিটি ভাব কমে যায়।বাচ্চা বেরোতে খুব কষ্ট হয়। ললিতার সাড়াশব্দ নেই মনে হয় ঘুমোচ্ছে। তাকে সান্তনা দেয় মামী কোনো ভয় নাই প্রথম মেয়েটা হবার সময় খুব ভয় পেয়েছিল কিন্তু ছেলের সময় ফুচ করে বের করে দিয়েছে।জ্ঞান ছিল চোখের সামনেই বেরিয়েছে। অকালে মারা না গেলে আরো বের করতো। খাদিজা শুনেছে ওর স্বামী বরাবরই অসুস্থ ছিল ড.সোম ওকে বাঁচিয়ে রেখেছিলেন। নিষেধ করেছিলেন কিন্তু ছেলের আকাঙ্খ্যায় বারণ মানে নি। টেবিলের উপর সাজানো ফল নিজে কেটে খেতে ইচ্ছে করে না। অ্যানিমিয়া শোনার পর থেকে কাড়ি কাড়ি ফল আনা শুরু করেছে। ললিতা বলে,মামী পুয়াতি হলি সবার এনিমি হয়। শরীরের সব রক্ত শত্রুটা শুষে নেয়। অজ্ঞ মেয়েটার কথা শুনতে বেশ লাগে। সব ব্যাপারে কথা বলে ওর সরলতা ওকে এত সাহসী করেছে। মনে হচ্ছে ফোন বাজছে। খাদিজা বেগম ধীরে খাট থেকে নেমে ফোন ধরতে এগিয়ে যায়। শরীর খুব দুর্বল বোধ হয়। ললিতা ঘুম থেকে উঠে পড়েছে বলল,একী মামী তুমি উঠলে ক্যান আমি তো ধরতিছিলাম। খাদিজা ফোন কানে নিয়ে বলল,হ্যালো?..হ্যা বলুন...না বাড়ীতে নেই।..আপনি কে বলছেন?...হ্যালো--হ্যালো? --কে মামী? --কি জানি?ফোন কেটে দিল। খাদিজা বেগম মাথা ঘুরে পড়ে যাচ্ছিল,দেওয়াল ধরে নিজেকে সামলে নিল। ললিতা বলল, এই জন্যি বললাম তুমার উঠতি হবে না। বললি শুনবা না,এখন খুব সাবধানে থাকতি হয়। --তুই এত কথা বলিস কেন?সন্ধ্যে হয়ে এল,চা কর। ললিতা এগিয়ে এসে খাদিজা বেগমকে ধরে ধরে বিছানায় শুইয়ে দিয়ে বলল, সব সময় নিজির বুদ্ধি খাটাবা না তো? খাদিজা বেগম বিছানায় শরীর এলিয়ে দিয়ে হেসে বলল,তোর বুদ্ধিতে চলতে হবে? ললিতার মুখ কালো হয়ে যায়। মাথা নীচু করে দাঁড়িয়ে থাকে। খাদিজা বেগমের খারাপ লাগে জিজ্ঞেস করে,রাগ হয়ে গেল? আচ্ছা ঠিক আছে এবার থেকে তোর কথা শুনে চলবো। এবার চা কর। ললিতা হেসে বলল,আগে ফল কেটে দিই? --আগে চা কর,ভীষণ মাথা ধরেছে। ফোনটা পাওয়ার পর থেকে মাথার মধ্যে একটা চিন্তা ঘুর ঘুর করতে শুরু করে। উপেক্ষা করার চেষ্টা করে তবু আবার ঘুরে ফিরে আসে। ললিতা চা নিয়ে এল।খাদিজা বেগমকে চা দিয়ে নিজে মেঝেতে বসে চা খেতে থাকে। পাশে ফলের ঝুড়ি আর ছুরি। --তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? --ফল সন্ধ্যের আগে খাতি হয়। খাদিজা বেগম চায়ে চুমুক দিতে দিতে ভাবে দেব এখন কি করছে? ইদানীং বেশি দেরী করে না তাড়াতাড়ি ফিরে আসে। খাদিজা বেগম ললিতার দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় জিজ্ঞেস করে, আচ্ছা ললিতা তোর স্বামী তোকে খুব ভালবাসতো? ললিতা লজ্জায় লাল হয়। ফল কাটতে কাটতে বলে, কে জানে ভালবাসতো কিনা তবে কোনোদিন আমার গায়ে হাত দেয় নি। কি ভেবে ফিক করে হেসে ফেলে। --হাসছিস কেন? --কিছু না এমনি।জানো মামী ও ছেলো একদম পাগল। --পাগল? কাজকর্ম করতো না? --সেই পাগল না,আমার মেয়ে হবার পর লুকোয় লুকোয় আমার দুধ খাতো।ললিতা হেসে গড়িয়ে পড়ে আর কি। খাদিজা বেগম লজ্জা পেল। কথা আর না বাড়তে দেওয়া ভাল।কি কথায় কি এসে পড়বে শেষে।ফল কেটে একটা প্লেটে করে এগিয়ে দিয়ে ললিতা রান্না করতে চলে গেল। খেয়ে শুয়ে পড়লাম,রান্না ঘরে বাসনের শব্দ পাচ্ছি। প্রথম দিকে আমি লল্লিতাকে সাহায্য করতাম এখন দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরে।ও অবশ্য রান্না খারাপ করে না। কথায় বলে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। যত আজে বাজে চিন্তা আসছে।ঘুমিয়ে পড়েছিল ললিতার ডাকে ঘুম ভাঙ্গলো। ললিতা বলল,মামা আসতিছে। খাদিজা বেগমকে ধরে বসিয়ে দিল। বেল বাজতে দরজা খুলে দিল ললিতা। দেব জিজ্ঞেস করল,কেমন আছে তোর মামী? --শরীর ভাল না। খাদিজা বেগম বিরক্ত হয় বড় বেশি কথা বলে ললিতা। দেব ডাক্তার দেখে বুঝতে পারবে না,তোর অত ওস্তাদী করার কি দরকার। দেবকে দেখে মনে হল বেশ ক্লান্ত। কিছু করতে পারছে না ভেবে খুব খারাপ লাগে। --অঞ্জু তোমার শরীর খারাপ লাগছে?পল্টু ঢুকে জিজ্ঞেস করল। --ওর কথা বাদ দাওতো।তুমি বিশ্রাম করো। --তুমি শুয়ে পড়ো দেখি। পল্টু ব্যাগের ভিতর থেকে প্রেশার মাপার যন্ত্র বের করল। খাদিজা বেগমের হাতে জড়িয়ে পাম্প করতে করতে পল্টুর কপালে ভাজ পড়ে। ললিতা পাশে দাঁড়িয়ে দেখে। খাদিজা বেগম জিজ্ঞেস করে, প্রেশার খুব লো? --তুমি ফল খাচ্ছো না? --খাবো না কেন,এই তো সন্ধ্যে বেলা খেলাম। --সকালে খেয়ে আপেল ধুয়ে মাথার কাছে রেখে দিলাম।যেমনকার তেমন পড়ে আছে। ললিতা অনুযোগের সুরে বলল। --এ্যাই তোকে কি লাগানি ভাঙ্গানি করার জন্য রাখা হয়েছে? তুই এখান থেকে যা। ললিতা চলে গেল। পল্টু গুম হয়ে দাঁড়িয়ে থাকে। খাদিজা বেগম জিজ্ঞেস করে,কি ভাবছো বলতো? --অঞ্জু রোজ কত কঠিন কঠিণ সিদ্ধান্ত নিই কিন্তু নিজের বউয়ের বেলা কেমন দিশাহারা বোধকরি। --তুমি চেঞ্জ করে আমার কাছে এসে বোসো দেখবে আমি একেবারে সুস্থ। ললিতা রান্না ঘরে রান্না করছে। রান্না প্রায় শেষ শুধু ভাত হয়ে গেলে আজকের মত শেষ। মামা মামী গল্প করতেছে সে ভাবে মামী কত বড়,ঐটুক মামার বাচ্চা মামীর পেটে? পেটে হাত বোলাতে বোলাতে পল্টু জিজ্ঞেস করল, অঞ্জু তোমার যদি মেয়ে হয় খারাপ লাগবে? খাদিজা বেগম ছেলে না মেয়ে এভাবে ভাবে নি জিজ্ঞেস করে,কেন মেয়ে তোমার পছন্দ নয়? --তুমি মেয়ে আমার মা মেয়ে অপছন্দ হবে কেন? --আমি অতশত ভাবি না,একটা সন্তান হলেই আমি খুশি।যার মধ্যে  আমরা দুজনেই থাকবো। কিভেবে খাদিজা বেগম বলে,একটা কথা জিজ্ঞেস করবো? পল্টু হেসে বলল, মেয়ের কথা কেন ভাবছি? --তা নয়। আচ্ছা যশ বিন্দার কি কলকাতায় এসেছে? --যশ? হঠাৎ যশের কথা কেন মনে এল? --কলকাতায় কিনা তুমি বলো? --শুনেছিলাম দিল্লীতে একটা নার্সিং হোমে আছে।ভবানীপুরে ওর অনেক রিলেটিভ থাকে আসতেও পারে। কেন বলতো? পল্টুর মনে পড়ল দিল্লীর কথা।অনেক করেছিল একটা বাঙালী ছেলের জন্য। যশের মনটা উদার ইচ্ছে করলে তাকে বিপদে ফেলতে পারতো।মেয়েদের আসন পল্টুর মনে অনেক উপরে। সমস্ত ক্লেদ তারা নিজেরা গ্রহণ সমাজ সংসারকে তারা পরিপাটি করে রেখেছে। এখন কেমন আছে বিয়ে-থা করে নিশ্চয়ই সংসারী হয়েছে। খাদিজা জিজ্ঞেস করে,মেয়েটাকে তোমার কেমন মনে হয়েছে? পল্টু হাসল তারপর কিভেবে বলে,আমাকে খুব সাহায্য করেছে।নতুন জায়গা দিল্লী কিছুই চিনি না জানি না--খুব চঞ্চল। খাদিজা বেগম দেবের মুখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করে।পল্টু বলল,সেদিনের ব্যাপারটা একটা এ্যাক্সিডেণ্ট বলতে পারো।যশও সেজন্য অনুতপ্ত বলেই মনে হয়। ললিতা এসে জিজ্ঞেস করে,মামা খেতে দিই?
Parent