কুলাঙ্গার ছেলে By লম্পট (নতুন আপডেট ৭) - অধ্যায় ১১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-51872-post-5386626.html#pid5386626

🕰️ Posted on October 19, 2023 by ✍️ লম্পট (Profile)

🏷️ Tags:
📖 142 words / 1 min read

Parent
তোমার কমেন্টে তো আমার গল্পটার চেয়ে বেশী লাইক পড়ে গেল   জোক্স অ্যাপার্ট।  দেখ আমি লিখি মোবাইলে। খুবই জটিল এবং বিরক্তিকর প্রসেস মোবাইলে লেখা, যথেষ্ট সময়সাপেক্ষ। এইটুকুনি পর্ব লিখতেই এক-দেড় ঘণ্টা লাগে। তোমরা যারা কম্পিউটারে লেখ তারা হয়ত এই সমস্যাটা বুঝবে না আর সেকেণ্ড হল সময় যেটার খুবই অভাব আমার। খুব কম সময় নিজের জন্য পাই। তন্ত্র-মন্ত্র এবং অন্যান্য বিষয় নিয়ে একটাই কথা বলব। তোমার আইডিয়াগুলো বরাবরের মত আমার ভিন্ন ধারার লাগল এবারেও। চেষ্টা করব সেগুলোকে ঢুকিয়ে দিতে বিভিন্ন পর্বে। এই গল্পটার শেষ আমি ভাবিনি কিন্তু। জানি যাঁরা দক্ষ লেখক তাঁরা বলবেন শেষ ভেবেই শুরু করতে হয় কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় নি। এটা জাস্ট আবেগের বশে শুরু করা। প্রথমবার লিখছি, শুধু যৌনগল্প নয় যেকোন ধরণের গল্প, ভুল হয়েছে জানি। তাই মাঝে মাঝে সবার কাছ থেকেই আইডিয়া খুঁজি এটা বুঝতে কোনপথে নিয়ে যাব। পুজোর আগাম শুভেচ্ছা থাকল ভাই। খুব ভাল কাটুক তোমার শারদীয়া।
Parent