কুলাঙ্গার ছেলে By লম্পট (নতুন আপডেট ৭) - অধ্যায় ৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-51872-post-5374900.html#pid5374900

🕰️ Posted on October 8, 2023 by ✍️ লম্পট (Profile)

🏷️ Tags:
📖 185 words / 1 min read

Parent
তুমি যে লেখকের নাম বললে সেই সোহমের লেখা একটা গল্প "প্রমীলা দেবীর কোয়ারেন্টাইন" নামের একটা গল্প থেকেই এই গল্প অনুপ্রাণিত। মোহন থেকেই মিনতি আসে। তাই যাঁর গল্প পড়ে এ গল্প লিখছি তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতেই তাঁর নাম লিখেছিলাম। যদিও গল্পটা আমি অন্য সাইটে পড়েছিলাম এখানে আসার পর ঘাঁটাঘাঁটি করতে করতে জানি উনি এখানেই গল্পটা লিখেছেন যদিও অনেক পরে জানলাম উনি এখন সব লিখালিখি বন্ধ করে দিয়েছেন। আমাকে লম্পট তুমি বলতেই পার, ওটাই এখন আমার নাম। যদিও এই গল্পটার প্রথম নাম রাখছিলাম লম্পট তখন ইউজার আইডি লম্পট করেছিলাম থোড়াই জানতাম যে ওটা একটা পার্মানেন্ট নাম আর বদলানো যাবে না। তখন পুরো শকড হয়ে গেছিলাম। পরে যখন সবাই লম্পটের লাম্পট্য বলা শুরু করল তখন আর খারাপ লাগল না ভাবলাম বেশ ভাল নাম, ইউনিক।  প্রমিলাদেবীতে ইনসেস্ট এসেছিল, এখানে কয়েকজন নিয়মিত পাঠক বারবার আমাকে ইনসেস্ট লিখতে বারণ করায় আমি ইনসেস্ট বা অজাচার থিমকে বাদ দিয়ে দিয়েছি এবং শুধুই অসতীপুত্র থিমের উপরই গল্পটা রাখছি। লোকে বলবে আপডেট ছোট দেয় আর বড় বড় কমেন্ট দিচ্ছে কিন্তু সত্যি বলতে তুমি লেখক হিসাবে নও পাঠক হিসাবেও দারুণ। যে আইডিয়াগুলো দিলে তাতেই বুঝতে পারলাম। সবকটা আমি গল্পে রাখব। তোমাকে আবার পাঠক হিসাবে পেলে খুব ভাললাগবে। 
Parent