ক্যান্সার আক্রান্ত স্বামীর স্ত্রীয়ের পরকীয়া - অধ্যায় ১২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-51261-post-5094594.html#pid5094594

🕰️ Posted on January 9, 2023 by ✍️ Manali Basu (Profile)

🏷️ Tags:
📖 357 words / 2 min read

Parent
আপনাকে একটা রিকোয়েস্ট করছি , আপনি গল্পটার পর্ব ৮ আরেকবার পড়ুন , সেখানে স্পষ্ট করে লেখা আছে যে অরুণ মনীষাকে শর্ত দিয়েছে সে যাতে রবির সন্তানের মা হয় , যাতে রবিকে মনীষা সারাজীবনের জন্য একটা বন্ধনে বেঁধে রাখতে পারে।  রবি আর মনীষা কেন কাছাকাছি এসেছে ? তার মূল কারণ হচ্ছে অষ্টম পর্বে অরুণের দেওয়া সেই শর্ত যেখানে অরুণ বলছে মনীষাকে যে তার জীবৎকালে অরুণ সাক্ষী থাকতে চায় রবির দ্বারা মনীষার মা হওয়ার ঘটনার। সেটা হবে কি হবেনা সময় বলবে , কিন্তু রবি ও মনীষার কাছাকাছি আসার purpose টাই তো এটা ! তাহলে আপনি কি করে বলছেন মনীষা রবিকে কন্ডোম ইউস করতে বলবে , আর রবি চাইবে না ইউস করতে।  মনীষা তো অরুণের উপর রাগ করে অরুণের শর্তটা মেনে রবিকে নিজের ঘরে নিয়ে গ্যাছে। সে তো ইচ্ছে করে এসব করছে না। রাগে , অভিমানে করছে। তাই কনডম এর অ্যাঙ্গেলটা এখানে একদমই গুরুত্ব পায়না। তাই নয় কি ??  আমি অষ্টম পর্বের কয়েকটা লাইন নিচে মেনশন করে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়।  অরুণ বললো , "বেশ , ঠিক আছে মনীষা। আমি তোমার কথা মেনে নিলাম। আমি আর এই পুতুলটা-কে রবির কাছ থেকে ফিরিয়ে নেবো না। কিন্তু আমার একটা শর্ত আছে তাহলে ?" - "কি শর্ত ? বলো ....." - "আমি দেখতে চাই রবি এই পুতুলটার কতোটা যত্ন নিতে পারে। কতোটা ভালোবাসতে পারে , সেটা নিজের চোখে সাক্ষী থাকতে চাই। " - "মানে ?" - "মানে তোমাকে যদি রবির কাছে সমর্পিত হতেই হয় , সেটা তাহলে আজ থেকেই হতে হবে। আমি মারা যাওয়ার আগে তোমাকে রবির সন্তানের মা হতে দেখে যেতে চাই। তাহলে কেউ তোমার চরিত্রের দিকে কোনো দাগ লাগাতে পারবে না। সবাই ভাববে সন্তানটা আমার , মারা যাওয়ার আগে আমি আরো একবার বাবা হয়েছি। তোমার আর রবির বিয়েটা তো আমি অনেক গোপনে দিয়েছি। তাই বাইরের জগতে সবাই জানে তুমি এখনো আমারই পুতুল , মানে স্ত্রী। ইভেন আমাদের মেয়েটাও তাই জানে। আর মেয়েটা এটাও জানবে যে তার ভাই বা বোন যেই আসুক না কেন সেটা তার নিজের , সৎ ভাই বোন নয়। নাহলে বড়ো হয়ে অনেক কমপ্লিকেশন্স আসতে পারে পরী আর ওর ভাই বা বোনের মধ্যে। এদিকে রবিও সারাজীবন তোমার প্রতি দায়বদ্ধ থাকবে কারণ তুমি হবে ওর সন্তানের মা। তাই সে চাইলেও নিজের দায়িত্বটা-কে কোনোদিন অস্বীকার করতে পারবে না। "
Parent