মায়া - আমরা সবাই বাঁধা যেখানে (সমাপ্ত) - অধ্যায় ২৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-46310-post-4866254.html#pid4866254

🕰️ Posted on July 7, 2022 by ✍️ nextpage (Profile)

🏷️ Tags:
📖 359 words / 2 min read

Parent
টিজার-২ সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল, পাশ ফিরে ঘড়ির দিকে তাকাতেই দেখি দশটা বাজতে চললো। বিছানা থেকে নামতেই মা এসে হাজির। -কিরে এত বেলা করে কেউ ঘুম থেকে উঠে? রাত কটা পর্যন্ত মোবাইল নিয়ে পড়ে ছিলি। -কই নাতো। বেশি রাত করিনি, তুমি ডেকে দাও নি তাই দেরি হয়ে গেল। -মিথ্যে বলে লাভ নেই সত্যি টা তো আমি জানি। আমার পেটে তুই হয়েছিস আমি তোর পেটে হয় নি। -তাহলে যে সকালেই তোমার কান ভাঙিয়েছেন তাকে জিজ্ঞেস করলেই তো পারো। তার তো আর কাজ কাম নেই আমার পেছনে লেগে থাকা ছাড়া। -ঐ মেয়েটা কে নিয়ে তোর এত সমস্যা কেন বলতো? -বারে আমি কখন ওর কথা বললাম? চোরের মন পুলিশ পুলিশ (হাসতে হাসতে বাথরুমের দিকে চলে গেলাম) গতকাল রাতে আড়াইটার দিকে হঠাৎ মেসেঞ্জারে ওর মেসেজ আসে, আমি তখন সারাদিন শেষে কাছের মানুষ গুলোর পোষ্ট আর কমেন্ট মেসেজ গুলো চেক করছিলাম। -কি গো এখনো জেগে আছো? -জেগে না থাকলে কি রিপ্লাই পেতে। তুমি জেগে আছো কেন? ঠিকমত ঘুম না হলে তো আবার মাথাব্যথা করবে। এমনিতেই বলছো কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না। -আমাকে নিয়ে এত ভাবতে হবে না যখন ভাবার তখন তো ভাবলে না। নিজের দিকে একটু নজর তো দাও, আজকার খুব অনিয়ম করছো শুনছি। আমি কাছে থাকলে একদম সোজা করে দিতাম। -ওলে বাবা রে আমি ভয় পেয়ে গেছি। আচ্ছা তুমি কি কান্না করতেছো? -না তো।  -কিন্তু আমি তো দেখতে পারছি। -এহহ মেসেজে কি দেখা যায়। ঢঙের কথা বলো না তো। -অনুভব তো করা যায়। সেটাতেই বুঝতে পারছি এত রাতে এসব পাগলামি কেন? খুব বকা খাবে বলে দিলাম। -তোমার গল্পটা পড়ে কান্না চলে এলো যে, ঐ যে সেদিন 'কিছু  স্বপ্নের ইতি' লেখা টা পাঠালে পড়ার জন্য। আচ্ছা সেদিন যদি আমার পাগলামি টা তুমি না সামল দিতে তবে কি এই গল্পটা আমার সাথেও জুড়ে যেতে পারতো তাই না? -এত রাতে কি এসব বলার জন্য জেগে আছো। এখন ঘুমাও সকালে কথা হবে। -আরে না, এগুলো তো এমনি এখন বললাম দিনে তো তোমাকে ফ্রি পাওয়া যায় না । হঠাৎ বাচ্চাটার ঘুম ভেঙে গিয়ে কান্না করছিলো তাই আমার ঘুমটাও গেছে। -ঐ দেখো তা বাবু কই, ওকে রেখে মেসেজ করতে বসে গেছো। কই এখন ও কান্না করছে কেন? কিছু হয়েছে কি? -এখন আর কান্না করছে না, এখন ওর বাবা কোলে, তাকে নিয়ে বারান্দায় হাটাহাটি করছে।
Parent