মৌয়ের যৌবনজ্বালা (সমাপ্ত) - অধ্যায় ৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-51130-post-5029894.html#pid5029894

🕰️ Posted on November 17, 2022 by ✍️ কলমচি৪৫ (Profile)

🏷️ Tags:
📖 290 words / 1 min read

Parent
পাঠকরা হয়তো ভাবছেন আমার মাথা খারাপ হয়ে গেছে। গল্পের মধ্যে হঠাৎ করে এই যুবতী কোথা থেকে এলো এবং মূল গল্পের সঙ্গে এর সম্পর্ক কী? তাই পাঠকদের বেশিক্ষণ ধন্দের মধ্যে না রেখে বলি - এই যুবতীটি হলো এই গল্পের মুখ্য চরিত্র মৌপর্ণা।   অনির সঙ্গে বিবাহের পর বেশ কয়েক বছর কেটে গেছে। পূর্বশর্ত মতো মৌপর্ণা ক্রিয়েটিভ ও ফাইন আর্ট নিয়ে গ্রাজুয়েশন করে অনির কাগজেই আর্ট ও সাহিত্য বিভাগে লেখালেখি করে। আজ মৌপর্ণা দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে দিল্লি যাচ্ছে ইরোটিক আর্টের একটা প্রদর্শনী কভার করতে। কাগজ থেকেই তাকে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। কিন্তু অনি কাগজেরই একটা কাজ নিয়ে খুব ব্যস্ত থাকায় মৌপর্ণা একাই দিল্লি যাচ্ছে। গাড়ি থেকে নেমে মৌপর্ণা মাঝারি সাইজের একটা লাগেজ কুলির মাথায় চাপিয়ে ৯ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রাজধানী এক্সপ্রেসের দিকে এগিয়ে গেল এবং টিকিট দেখে এসি ফার্স্ট ক্লাসের নির্দিষ্ট কুপের সামনে এসে দরজা খুলে মৌ  সামনের দিকে তাকিয়ে দেখলো এক ২৭/২৮ বছরের ভদ্রলোক বসে আছে। মৌ টিকিট দেখে নিজের সিটটা দখল করলো। কুপের এ্যারেঞ্জমেন্টটা খুব ভাল দুদিকে দুটি সিট মাঝখানে একটা সেন্টার টেবিলের মতো, জানলার ধারে মাথার শিয়রে একটা টেবিল ল্যাম্পের মত আলো রয়েছে, জ্বেলে দেখলো ঠিক আছে এবং বেশ ভাল জোর আছে লাইটের, যাক ঘুম না আসা পর্যন্ত একটা বই পড়া যাবে, সঙ্গে করে সে একটা রোমান ও গ্রিক ইরোটিক আর্টের ওপর একটা বই এনেছে। প্রদর্শনীটার ওপর প্রতিবেদন লিখতে খুব কাজে লাগবে। কুপের দরজাটা কেউ নক করল, মৌ বলল- -“ খোলা আছে ভেতরে আসুন।“  সে দেখল টিটি সাহেব এসেছেন । ও টিটি সাহেবকে ভেতরে এসে বসতে বলল, উনি ভেতরে এলেন, মৌ আর তার সহযাত্রী ব্যাগ থেকে টিকিটটা বের করে ওনাকে দিল, উনি দেখে বের হয়ে গেলেন।  টিটি বের হয়ে যাওয়ার পর মৌ বেডরোল খুলে গুছিয়ে নেওয়ার পর নীচু হয়ে সিটের তলা থেকে ব্যাগটা টেনে বার করলো, তারপর ইরোটিক আর্টের বইটা বার করে  টান টান হয়ে আরাম করে শুয়ে পড়লো।
Parent