মধুর মিলন by anirban512 - অধ্যায় ১৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-12622-post-671894.html#pid671894

🕰️ Posted on July 20, 2019 by ✍️ rajuhd4488 (Profile)

🏷️ Tags: None
📖 244 words / 1 min read

Parent
১৫ ভার্সিটিতে আসার পর মা দিনে ৪/৫ বার আমাকে ফোন করে, আমি বুঝতে পারি মায়ের কষ্ট হচ্ছে , কিন্তু মা মুখে বলতেছেন না, কারণ আমি যদি আবার পড়ালেখা ফেলে বাড়ী চলে যায়। আমারও কষ্ট হচ্ছিল, তারপরও পরীক্ষা সামনে তাই কষ্ট করে হলেও মন দিয়ে পড়ালেখা শুরু করলাম, যথারীতি পরীক্ষা শুরু হলো, পরীক্ষা খুবই ভালো হচ্ছিল, মনে মনে স্বপ্ন দেখতে থাকলাম পরীক্ষা শেষ হলে বাড়িতে গিয়ে যে কোন ভাবেই হোক মায়ের সাথে সম্পর্ক করব। আমার বিশ্বাস মাও রাজী হবে। দেখতে দেখতে দিন পার হতে লাগলো, আর ১টা পরীক্ষা বাকী আছে, ৪ দিন পর, তারপর আমি বাড়ী যাবো, কতো স্বপ্ন দেখছি,  কত কিছু করবো মায়ের সাথে। কিন্তু এর মধ্যে হঠাৎ বড় মামার ফোন এলো, আমাকে বলল তাড়াতাড়ি রেডি হতে বাড়ী যেতে হবে, আমি বললাম মামা কি হয়েছে?  মামা বলল তোমার বাবা এ্যাকসিডেন্ট করেছে, তাড়াতাড়ি রেডি হও আমি গাড়ী নিয়ে আসছি। আমার মাথায় তখন আকাশ ভেঙ্গে পড়লো, আমি মাকে অনেকগুলো কল করলাম কিন্তু মা রিসিভ করলো না। ২০ মিনিটের মধ্যে বড় মামা, বড় মামী, দীদা, ছোট মামী একটা গাড়ীতে করে এলো, সবাই কাদছে দেখে আমার আত্মারাম খাচা ছেড়ে বের হবার মত অবস্থা হলো। মামা আমাকে গাড়ীতে তুলে নিয়ে রওয়ানা হলো, কারো মুখে কোন কথা নেই শুধু সবাই কাঁদছে। আমি মামাকে বললাম মামা কি হয়েছে বাবার আমাকে খুলে বলো। তখন মামা বললো রাজু তোমার বাবা আর পৃথীবিতে নেই। কথাটা শুনেই আমার মাথায় চক্কর এলো এবং আমি ঞ্জান হারিয়ে ফেললাম। ঞ্জান ফেরার পর আমি প্রাণহীন মুর্তির মতো হয়ে গেলাম, মুখে কোন কথা নেই শুধু চোখ দিয়ে অশ্রু বির্সজন হচ্ছে।
Parent