মধুর মিলন by anirban512 - অধ্যায় ২৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-12622-post-684412.html#pid684412

🕰️ Posted on July 24, 2019 by ✍️ rajuhd4488 (Profile)

🏷️ Tags: None
📖 276 words / 1 min read

Parent
২৩ সেদিন রাতে শুয়ে শুয়ে আমি সারা দিনের সকল ঘটনা চিন্তা করতে থাকলাম, মা মামার সাথে যেতে রাজী নয়, আমার আর নেহার সাথে যেতেও রাজী নয়, কিন্তু শুধু আমার সাথে যাবার কথা বলতেই কেমন মুখটা উজ্জল হয়ে গেল। তাহলে কি মা এখনও আমাকে ওভাবে একলা পেতে চায়? তাহলে মায়ের এই ভেঙ্গে পড়ার পেছনে আমিই দায়ী? তবে কি বাবা মারা যাওয়ার পর আমি করেছিলাম? হ্যা, আমি অবশ্যই ভুল করেছি। বাবা মারা যাবার পর আমারই উচিৎ ছিল মায়ের সাথে স্বাভাবিক থাকা, মাকে বেশি বেশি করে সময় দেয়া, কিন্তু আমি কি তা করেছি? আমি তো তা করিনি, উল্টো মায়ের থেকে দুরে দুরে থেকেছি। মায়ের মনে কষ্ট দিয়েছি। মা কষ্ট সহ্য করতে না পেরে আমাকে বিয়ে দিয়ে ভুলে থাকতে চেয়েছে, কিন্তু ভুলে থাকার পরিবর্তে বেশি বেশি চিন্তা করে নির্জের হার্টকে দূর্বল করে দিয়েছে। না, এভাবে চলতে দেয়া যায় না। এবার মায়ের জন্য আমাকে কিছু করতেই হবে। এসব চিন্তা করছি তখন নেহা বলল, এই তোমার কি হয়েছে, কি ভাবছো। আমি বললাম-কিছু না, মাকে নিয়ে ভাবছি। তখন নেহা বলল-সত্যিই মায়ের শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তুমি ব্যাজ্গালোর নিয়ে ভাল করে মাকে চিকিৎসা করাবে, আর মাকে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে আসবে, দেখবে মায়ের মন ভাল হয়ে যাবে। তুমি কিছু চিন্তা করো না জান, সব ঠিক হয়ে যাবে। আমি তখন নেহাকে বললাম, তুমি কি আমাকে নিয়ে সুখী? নেহা বলল হঠাৎ এ প্রশ্ন করছো কেন? প্রশ্ন যেহেতু করেছো উত্তরে বলি, আমি তোমাকে নিয়ে খুবই সুখী, আমি প্রার্থনা করি সকল মেয়ে যেন তোমার মতো স্বামী পায়। নেহার এই কথা আবারও আমাকে চিন্তায় ফেলে দিলো, একদিকে আমার জান আমার মা, অন্যদিকে আমার সতীসাবিত্রী ও সরল বিশ্বাসী স্ত্রী নেহা, আমি কাউকেই ফেলতে পারছি না। এরপর নেহা আমাকে জড়িয়ে কিস শুরু করল, আমরা ভালবাসার অতল সাগরে হারিয়ে গেলাম। 
Parent