মহিলা ফুটবল দল - অধ্যায় ১৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-70902-post-6063662.html#pid6063662

🕰️ Posted on October 24, 2025 by ✍️ Ranaanar (Profile)

🏷️ Tags:
📖 172 words / 1 min read

Parent
পরদিন আমি, রমাদি, বিদিশাদি আর ছন্দে নিয়ে ঘরে মিটিং এ বসলাম। আমি: দিদি, তোমরা বলো প্রেজেন্ট সিচুয়েশন কি? বিদিশা: আমি বলবো? আমি: হ্যাঁ দিদি বলো। বিদিশা: দ্যাখো ভাই। শারীরিক কণ্ডিশন অনেক ভালো। অনেক ফ্লেক্সিবল। অনেক সচল। আর প্রতিদিনের কাজে যেটুকু যা সমস্যা হবে সেটা আমি ঠিক করে দেবো। ওই নিয়ে কোন অসুবিধা হবে না। আমি: রমাদি, ছন্দাদি? তোমরা বলো। রমা: ছন্দা বল আগে। ছন্দা: দেখো রনি। ফর্মেশন করছে। আরো টাইম লাগবে। সে হয়ে যাবে। কিন্তু নিজেদের স্কিল না আরো বাড়াতে পারলে তো মুশকিল ভাই। ব্রাজিল, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, এইসব দেশের মহিলাদের সাথে পারবে? আমি: তাহলে কি বলছো দিদি? ছন্দা: আরো টাফ প্র্যাকটিস করাতে হবে ভাই। আমি: রমাদি? রমা: ছন্দা ঠিক বলেছে। কিন্তু এসব পেলব নারী। আমি: রমাদি যদি খেলতে হয়। টাফ হতেই হবে। কাল থেকে স্টার্ট করো। রমা: ছন্দা ছন্দা: তুই আমি এতোটা পারব না। রনি ভাই টাফ হতে পারে। ওর ডিরেকশনে করতে হবে। রমা: তুমি বকলে তো একেবারে যাতা করো। আমি হাসলাম। বিদিশা: টাফ হতেই হবে। না হলে হবে না। ছন্দা: রমা ভুলে গেলি। অনিতাদির খিস্তিগুলো। ওগুলোই দরকার। সকলে হেসে উঠলাম।
Parent