মহিলা ফুটবল দল - অধ্যায় ২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-70902-post-6060744.html#pid6060744

🕰️ Posted on October 20, 2025 by ✍️ Ranaanar (Profile)

🏷️ Tags:
📖 503 words / 2 min read

Parent
দেখে ভাল লাগল সাতজনই নীল টি শার্ট আর শর্টস পরে আছে। এক রকম। একটা টিমই মনে হচ্ছে। আমি: এসো। সাতজনই ঘরে এসে দাঁড়াল আমার সামনে। বাইরের বসার ঘরে একটা বড়ো সোফা আর অনেক কটা ছোট সোফা রাখা আছে। সকলকে নিয়ে সেই ঘরে গিয়ে বসলাম। সকলকে বলে দিলাম যে বিকেল থেকে প্র্যাকটিস শুরু হবে। বিকেল ঠিক চারটে আমি টি শার্ট, শর্টস আর কেডস পরে পিছনের মাঠে গিয়ে দাঁড়ালাম। ঠিক সই সময় আমার ফুল টিম এসে দাঁড়াল। প্রত্যেকে সাদা স্পোর্টস ব্রেসিয়ার আর কালো প্যান্টি। পায়ে কেডস। কারণ এখনই স্পাইক দেওয়া বুট পরতে পারবে না। কিছুদিন পর থেকে। আধুনিকা মহিলাদের ভালই লাগলো। আমার বাঁশীর সাথে সাথেই জগিং শুরু হল। যতই হোক। বয়স খেলার পক্ষে একটু বেশী। বুঝলাম প্রিকন্ডিশনিং লাগবে। মাঠের চারপাশে দৌড় দু তিন পাক হওয়ার পরই দেখলাম আস্তে আস্তে আসল রূপ বেরোলো। প্রথমে স্লো হয়ে পড়ল সুনীতা আর রত্না। একটু পরেই স্লো হতে থাকল লীনা , স্বান্তনা আর প্রিয়া। ওরই মধ্যে বয়স কম কেয়া আর লাবনীর। ওরা আরেকটু দৌড়াল। ওই চার পাকের মধ্যে সবাই দাঁড়াল। আমি আরো চারটে পাক মেরে এসে দাঁড়ালাম। বুঝলাম এদের কন্ডিশন। কিন্তু প্রথম থেকেই সুবিধা দিলে পেয়ে বসবে বুঝেই একটা কপট রাগের ভান করলাম। আমি: সুনীতা, রত্না কি ব্যাপার? সুনীতা(হাঁপিয়ে): মানে আর পেরে আমি: চুপ একদম। একটাও বাজে কথা শুনতে চাই না। ঠিক তিনদিন সময় দেবো। তারপর থেকে যে প্রথমে স্লো হবে তাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে দেবো এখানে। মনে থাকে যেন। কথাটা একটু চেঁচিয়ে ই বললাম। তাকিয়ে দেখলাম সকলেরই মুখ চুন। আমি: গোল করে দাঁড়াও। পিটি হবে। গোল করে দাঁড় করিয়ে ফ্রি হ্যান্ড করালাম। প্রথম দিন। ওতেই দেখলাম সাতজনই ঘামে চুপচুপে হয়ে গেছে। চকচক করছে ফর্সা শরীরগুলো। দারুন লাগল। ততক্ষণে দু ঘন্টা হয়েছে। সকলকে ছেড়ে দিলাম। পরদিন সকাল পাঁচটায় টাইম দিয়ে। বেশ কষ্ট করেই সবাই বাড়িতে ঢুকলো। আমি আরও শরীরচর্চা করতে লাগলাম। লক্ষ্য করলাম যে সাতজনই বাড়ির ভিতর এক জায়গায় দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি সাড়ে ছটা অবধি আরো খানিকক্ষণ বিভিন্ন স্ট্রেচিং ইত্যাদি করে যখন বাড়ির ভিতরে যাওয়ার জন্য হাঁটা লাগালাম দেখলাম সবাই ঘরে চলে গেল। নীচে রমাদির সাথে দেখা। রমা: রনি আমি: হ্যাঁ দিদি। রমা: খাবারের চার্টটা কি হবে একটু বলে দেবে তো। মানে সারা সপ্তাহের। আমি: দিদি তুমি এক ঘন্টা পরে এসো। আমি ফ্রেশ হয়ে নিয়ে বলছি। রমাদি হাসল। আমিও হেসে দোতলায় আমার ঘরে গেলাম। সাতটা সোয়া সাতটার মধ্যে রেডি হয়ে বসলাম ঘরে। রমাদি এলো। সারা সপ্তাহের কি কি খাবার হবে আলোচনা হল। রমাদি চলে গেল। কথা মতো ঠিক আটটা। সাতজনই ঘরের বাইরে এসে দাঁড়াল। সকলেই বিভিন্ন রকমের স্লিভলেস নাইটি পরে। দেখলাম সকলেই বেশ চুপচাপ। ইশারা করতে সবাই এসে চুপ করে বসল। আমি: কি ব্যাপার সবাই এতো সিরিয়াস। একটু চুপ সবাই। প্রিয়া: না মানে আমরা পারবো তো। তুমি যা বকাবকি করছ। আমি: প্র্যাকটিস এর সময় আলাদা। অত টেনশন করার কিছু নেই। ওখানে আমি যা করব নো কম্প্রোমাইজ। চলো তোমাদের ঘরে শোবার ব্যবস্থা টা দেখে আসি। আমি গেলাম। সবাই আমার সাথে গেল। গিয়ে ঢুকলাম ঘরে। দেখলাম। বিরাট ঘরটিতে পাশাপাশি চারটে ডবল বেড খাট পাতা। আমি: কে কোথায় শোবে? কেয়া: ঘুরিয়ে ফিরিয়ে শোবো। আমি হেসে তাকালাম সবার দিকে। আমি: গুড আইডিয়া। প্রথম তিনটে দিন শনিবার অবধি হালকা কাটল। শনিবার রাতে একসাথে খেতে বসলাম সবাই। আমি: হ্যাঁ গার্লস। সবাই আমার দিকে তাকাল।
Parent