মহিলা ফুটবল দল - অধ্যায় ২৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-70902-post-6070418.html#pid6070418

🕰️ Posted on November 2, 2025 by ✍️ Ranaanar (Profile)

🏷️ Tags:
📖 330 words / 2 min read

Parent
লাবনীর তাকানোটা ইঙ্গিত পূর্ণ। খেয়াল করলাম ঘরের বাইরে রমাদিকে দেখে লাবনী দাঁড়ালো। অন্য ফেয়ারীরা ঘরে গেল। রমাদি আর লাবনী কথা বলছে। বুঝলাম যে কথার মধ্যে আমিও আছি। দুজনের বিভিন্ন কথা বলার পশ্চার দেখে আন্দাজ করছি। কি কথা হতে পারে। লাবনী কথার মাঝে আমার দিকে দেখছে। রমাদি লাবনীর গালে হাত রাখছে, খোলা কাঁধে হাত রাখছে, বুকের কাছে হাত রাখছে। হাত ধরছে। বেশ খানিকক্ষণ পর লাবনী চলে গেল। রমাদি আমার ঘরে এল। রমা: রনি আমি: হ্যাঁ দিদি। রমা: লাবনী বলছিল আমি: জানি, ছবি তো? রমা: হ্যাঁ আমি: কি বললে? রমা: বললাম পরে দেখাবো তোমাকে। আমি: ওকে গুড। বেশ খানিকক্ষণ পর দেখলাম ফেয়ারীরা দেখলাম আমার দেওয়া ব্ল্যাক ফ্রকটা পরেছে সকলে। খাওয়ার টাইম। সকলে খেতে যাবে। আমি খাটে বসে। কেয়া: রমাদি রমা:হ্যাঁ কেয়া: স্যার কি খাবে? রমা: তোমরা খেয়ে নাও তারপর নয় খাবার এনে দেবো ঘরে। পাশের ঘরটাই খাওয়ার। কথা শোনা যায়। সুমিতা: এই তাড়াতাড়ি খা। আমাদের খাওয়া হলে স্যার খাবে। ফেয়ারীরা দেখলাম বেশ চটপট খেয়ে নিলো। দিয়ে ঘরের দিকে যাচ্ছে। দেখা গেল রমা খাবার নিয়ে আসছে। প্রিয়া: রমাদি, স্যারের জন্য? রমা: হ্যাঁ, তোমরা ঘরে যাও। সকলে তাকিয়ে রমাদির দিকে। স্বান্তনা: স্যার ও ভাবে শুয়ে খেতে পারবে? রমা: দেখা যাক হঠাৎই ই কি হল কে জানে। লাবনী: রমাদি রমা: কি? লাবনী: আমি স্যারকে খাইয়ে দেবো? রমাদি দেখল একবার। রমা: খাওয়াবে? বেশ তা খাইয়ে দাও। সকলে: হ্যাঁ, তাই দে। রমাদি খাবারের ট্রে দিল লাবনীকে। অন্যরা চলে গেল। আমি চোখ বন্ধ করে আছি। লাবনী ঘরে ঢুকে খাবার রাখল টেবিলে। তারপর দরজা বন্ধ করল। আমার কাছে এসে দাঁড়ালো। লাবনী: স্যার আমি তাকালাম। আমি: বলো। লাবনী: স্যার একটু উঠে বসো। আমি: আচ্ছা আমি দুহাতে চাপ দিয়ে উঠলাম। লাবনী দেখলাম আমার হাতটা ধরল। লাবনী: বসেছো? আমি: দাও টুলটা এখানে রাখো। খেয়ে নিই। লাবনী টুল আর খাবার রাখল। আমি: থ্যাঙ্ক ইউ। লাবনী: স্যার আমি: হ্যাঁ বলো। লাবনী: আজ আমি তোমাকে খাইয়ে দিই। আমি: আমি খেয়ে নেবো। লাবনী: স্যার আমি: কি? লাবনী: তোমার মা তোমাকে কখনও খাইয়ে দেয় নিই? আমি: দিয়েছে তো। লাবনী যেন একটু ছটফট করল। আমি: দাও খাইয়ে দাও। লাবনী হেসে আস্তে আস্তে খাবার খাওয়াতে আর গল্প করতে লাগল।
Parent