মহিলা ফুটবল দল - অধ্যায় ৪৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-70902-post-6109463.html#pid6109463

🕰️ Posted on December 30, 2025 by ✍️ Ranaanar (Profile)

🏷️ Tags:
📖 203 words / 1 min read

Parent
পুরো দল লাফিয়ে উঠল। সকলে দৌড়ে এল আমাদের কাছে। লাবনী দেখলাম অদ্ভুত ভাবে ধীর স্থির। আমার দিকে তাকিয়ে। ঘামে চকচকে শরীর। সকলে আনন্দ করছে। রমাদি দেখল আমাদের। মাঠে দর্শকরা হাততালি দিচ্ছে। রমাদি কিছু করল না। শুধু লাবনীকে হালকা ধাক্কা দিয়ে আমার গায়ের ওপর ঠেলে দিল। এতক্ষণে বোধহয় বাঁধ ভাঙল। লাবনী কোলে উঠে পড়েছে আমার। দুহাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরেছে। পা দুটো ক্রমশ করে আমার কোমরের দুদিক দিয়ে। আমি দুহাতে জড়িয়ে আছি লাবনীকে। আমার বুকে মাথাটা দিয়ে ঝড়ঝড় করে কাঁদছে লাবনী। সকলে আমাদের ঘিরে ধরে হৈ হৈ করছে। সকলের চোখে জল। আমি মুখটা তুললাম লাবনীর। ঠোঁটে আমার ঠোঁট রেখে বেশ জোরে একটা চুমু খেলাম আমি। লাবনীকে কোলেই নিয়ে থাকলাম। ছন্দা: জামাইয়ের কোলে কেমন লাগছে? লাবনী: ধ্যাত বলেই হেসে ফেলল লাবনী। নামিয়ে দিলাম লাবনীকে কোল থেকে। সাতজন ফেয়ারী এক সাথে। হুল্লোড় চলছে। অবশেষে সেই সময় এলো। প্রাইজ। প্রথমে রানার্স ট্রফি ব্রাজিল। তারপর ব্রাজিলের মহিলাদের মেডেল। তারপর ফেয়ারপ্লে ট্রফি পেল সিঙ্গাপুর। তারপর গোল্ডেন বল ব্রাজিলের মার্থা। তারপর গোল্ডেন বুট নিতে গেল আমার দলের লাবনী। সকলের কি উল্লাস। সকলকে দেখিয়ে আমার হাতে দিল লাবনী। আমি আবার একটা চুমু খেলাম লাবনীকে। সবশেষে সেই বহু প্রতীক্ষিত মূহুর্ত। উইনার্স ট্রফি। কেয়া গিয়ে নিল। সারা মাঠ উল্লসিত। আমরাও সব ছুঁয়ে দেখলাম l বুকে জড়ালাম। একসময় সব শেষ হল।টিমবাসে ফিরলাম সকলে।
Parent