❌ না… থামতে হবে! – এক বিবাহিত নারীর লুকোনো পাপের গল্প - অধ্যায় ৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-69670-post-6004250.html#pid6004250

🕰️ Posted on August 7, 2025 by ✍️ Samir the alfaboy (Profile)

🏷️ Tags: None
📖 279 words / 1 min read

Parent
আপনার মূল্যবান মন্তব্য ও প্রশংসার জন্য আন্তরিক ধন্যবাদ। গল্পটি ভালো লাগবে—এই আশাবাদ ব্যক্ত করায় আমি অত্যন্ত আনন্দিত। আমি সর্বোতভাবে চেষ্টা করব আপনাকে একটি গভীরতাসম্পন্ন ও হৃদয়স্পর্শী গল্প উপস্থাপন করতে। আর গল্পের ক্লাইম্যাক্স সম্পর্কে বলতে গেলে—যদি কেউ একে শুধুই ‘একজন বিবাহিত মহিলা অধ্যাপিকা ও ছাত্রের বিবাহবহির্ভূত সম্পর্কের গল্প’ হিসেবে ভাবেন, তাহলে সেটা হবে একেবারেই ভুল দৃষ্টিভঙ্গি। এই গল্পে রচিত হবে রহস্যের এক জটিল জাল—একটি পেঁয়াজের খোলসের মতো, যা আস্তে আস্তে উন্মোচিত হবে। প্রতিটি স্তরে আসবে নতুন মোড়, নতুন চমক। থাকবে অপরাধ, তদন্ত, আর এক গভীর অনিশ্চয়তা। আমি প্রতিটি পর্বে সেই পেঁয়াজের খোলসটুকু একটু একটু করে সরানোর চেষ্টা করব। আর, পরকীয়ার শাস্তি কী হওয়া উচিত—এই প্রশ্নটি সত্যিই বিতর্কিত। বিশ্বের ভিন্ন ভিন্ন দেশে এর জন্য ভিন্ন ভিন্ন আইন ও দৃষ্টিভঙ্গি বিদ্যমান, যেমন: ভারতে একসময় পরকীয়াকে ফৌজদারি অপরাধ হিসেবে ধরা হতো, কিন্তু ২০১৮ সালে সুপ্রিম কোর্ট এই আইনকে অসাংবিধানিক ঘোষণা করে, ফলে এখন পরকীয়া আর শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ নয়—তবে এটি বিবাহবিচ্ছেদের একটি গ্রাউন্ড হতে পারে। ফ্রান্সে পরকীয়া আইনত কোনো ফৌজদারি অপরাধ নয়—এটি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হলেও শাস্তিযোগ্য নয়। তবে বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। আফগানিস্তানে, বিশেষ করে তালেবান শাসিত এলাকায়, পরকীয়াকে চরম অপরাধ হিসেবে গণ্য করা হয়, এবং প্রমাণিত হলে পাথর ছুঁড়ে হত্যা (stoning) বা কঠোর শারীরিক শাস্তির বিধান রয়েছে। এই পার্থক্যগুলো থেকেই বোঝা যায়, সমাজভেদে এর ব্যাখ্যা ও প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে। এই কারণেই আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিচ্ছি। এটুকু বলতে পারি—গল্পের ক্লাইম্যাক্স একেবারেই ভিন্নরকম হবে। এতটা সহজে অনুমান করা যাবে না। আমি আশাবাদী, আপনার মতো একজন প্রাজ্ঞ পাঠককে আমার লেখায় পাশে পাব। আপনার সুচিন্তিত মন্তব্য, প্রশংসা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমি সমৃদ্ধ হতে চাই। আমি একজন নবীন লেখক—ভুলত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করবেন। আর, অফিসের ব্যস্ততা অনেক সময় উত্তর দিতে বিলম্ব ঘটায়, সে জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
Parent