নাগপাশ - the trap (সমাপ্ত) - অধ্যায় ২২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-39687-post-4448713.html#pid4448713

🕰️ Posted on December 22, 2021 by ✍️ Bumba_1 (Profile)

🏷️ Tags:
📖 198 words / 1 min read

Parent
একজন লেখকের কাছে তার সমস্ত সৃষ্টি কতকটা নিজের সন্তানের মতোই। তাই তোমার উল্লেখিত তিনটি উপন্যাসের প্রতিই আমার অপত্য স্নেহ বিদ্যমান।  তবে প্রথম রচনা সর্বদা প্রথম প্রেমের মতো হয় .. তাই সতীলক্ষীর সর্বনাশ উপন্যাসটির প্রতি আমার একটি আলাদা feeling আছে এ কথা বলা যায় .. যদিও কাহিনীটির সমাপ্তি এই ফোরামের আর পাঁচটা গল্পের মতোই সাধারন মানের হয়েছিল, কিন্তু ভেতরকার কাহিনীবিন্যাস একদম ফেলে দেয়ার মতো ছিলো না। চক্রব্যূহে শ্রীতমা উপন্যাসটি সবথেকে বেশি technically perfect একটা লেখা .. যার কাহিনীবিন্যাস থেকে শুরু করে সমাপ্তি - প্রতি ক্ষেত্রেই লেখক অর্থাৎ আমি নিজের সামর্থ্য অনুযায়ী মুন্সিয়ানার পরিচয় রাখতে চেষ্টা করেছি .. কতটা সফল হয়েছি সেটা পাঠক বন্ধুরা বলতে পারবে। কিন্তু ওই কাহিনীর সবথেকে দুর্বল দিক ছিলো কিছু অবাঞ্ছিত চরিত্রের সংযুক্তিকরণ। যেমন, দেবযানী চরিত্রটি অতদূর এগিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না (বিষয়টি রাখতে হয়েছিল আমার এক পাঠকের বিশেষ অনুরোধে), এছাড়াও অরুণাভ তথা বুম্বার চরিত্রটির অন্তর্ভুক্তির কোনো প্রয়োজন ছিল না কাহিনীতে। তাই নাগপাশ এর ক্ষেত্রে চরিত্র নির্ধারণের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক এবং যত্নবান হওয়ার চেষ্টা করেছিলাম .. তবে কিছু ক্ষেত্রে কাহিনী বিন্যাসে বারকয়েক খেই হারিয়ে গেছে লেখকের অর্থাৎ আমার (সেটা আমার শারীরিক অসুস্থতার কারণে), তাই মাঝে কাহিনীটি বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম আমি। তবে কাহিনীর এইরূপ সমাপ্তি সাধন করতে পেরে আমার নিজের খুব একটা খারাপ লাগেনি। 
Parent