নাগপাশ - the trap (সমাপ্ত) - অধ্যায় ৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-39687-post-3606125.html#pid3606125

🕰️ Posted on August 17, 2021 by ✍️ Bumba_1 (Profile)

🏷️ Tags:
📖 281 words / 1 min read

Parent
"তুমি শত ব্যস্ততার মধ্যেও নিয়মিত আপডেট দাও একথা ১০০% সত্যি" এই উক্তি করে তুমি তোমার কথার উত্তর নিজেই দিয়ে দিয়েছো। ব্যস্ততা কি আমার কিছু কম থাকে বা আছে? অফিসের চাপ .. অফিসের অজস্র মামলা মোকদ্দমা এবং পারিবারিক বিষয় সম্পত্তির জন্য মামলার চাপ .. তার উপর প্রায় অকেজো হয়ে যাওয়া দুটি পা নিয়ে অফিসের কাজেই হোক বা ত্রাণ বিলি করতে যাওয়ার জন্যই হোক সারা ভারতবর্ষ ভ্রমণ করতে হয় আমাকে .. তার মধ্যেও কিন্তু আমি আমার গানের চর্চা করি এবং সেই গান নিয়মিত পোস্ট করি, লেখালেখি করি, বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা মারি (আত্মীয় স্বজন বর্জন করেছি এ কথা সত্য, কারণ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো) .. কই আমি তো কখনো ব্যস্ততার দোহাই দিই না .. আসল কথা কি জানো তো সেন দা! আসল কথা হলো "ল্যাদ খাওয়া" এই ল্যাদ খাওয়ার ব্যাপারটা আমার মধ্যে অতীতেও ছিল না, বর্তমানেও নেই।  হ্যাঁ তবে, পারিবারিক loss বা লেখকের নিজের শরীর খারাপ হলে সেটা অবশ্যই পাঠকদের বুঝতে হবে।  এতো কথা আমি কোনোদিনই বলতাম না .. কারণ আমি মনে করি যে যা করছে করুক তাতে আমার কি!! কিন্তু তুমি আমাকে খোঁচালে তাই বলতে বাধ্য হলাম। একটা আপডেট থেকে পরের আপডেটে যদি ১০ থেকে ১৫ দিনের বা আরও বেশি gap থেকে যায় তাহলে পাঠকেরা আকর্ষণ এবং উত্তেজনা দুটোই হারিয়ে ফেলে সেই কাহিনী সম্বন্ধে।  কিন্তু কিছু বলতে গেলেই রে রে করে তেড়ে আসে লেখক এবং তার কিছু স্তাবক .. বলে ওঠে "লেখকরা তো পারিশ্রমিক পায় না, তাই তাদের কিচ্ছু বলা যাবে না" .. আরে বাবা, আমি যখন voluntary service দিতে এসেছি এটা জানি, তাহলে শুধু শুধু ফাটা রেকর্ড বাজিয়ে লাভ কি বলো সেন দা? তাই আমি যে কাজের সঙ্গে একবার যুক্ত হয়ে যাই সেই কাজকে বাকি কাজের মতো সমান গুরুত্ব দিয়ে থাকি। সেটা xossipy.com এ লেখার কাজ হলেও সমান গুরুত্ব পাবে।
Parent