নিষিদ্ধ স্বাদ (সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) by Lekhak - অধ্যায় ৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-39161-post-3495578.html#pid3495578

🕰️ Posted on July 15, 2021 by ✍️ Lekhak is back (Profile)

🏷️ Tags:
📖 291 words / 1 min read

Parent
রাহুল বলল, ‘মেয়ের বাড়ীর লোক বলেছিল বউকে ব্যবসার পার্টনার করে নিতে হবে। আমি রাজী হইনি। বোঝো তো সব। প্রথমেই তারা নিজের স্বার্থটাকে বড় করে দেখতে চায়। মেয়ে ঘর করা শুরু করল না, আগেই তাকে ব্যবসার অংশীদার করতে হবে। এ কেমন কথা বলো?’ আগে সে আমাকে ভালবাসুক, ঘর করুক। স্বামীর চাহিদাটা বুঝুক। তবে তো আমি তাকে সব লিখে দেবো। এমনি তে তো কিছু হয় না। রাহুল চ্যাটার্জ্জীকে এসব কখনও সেখাতে হয় না। আমি জেনে বুঝেই ওদিকে আর পা বাড়াই নি। তারপরেও নয় নয় করে বেশ কয়েকটা বছর কেটে গেছে। স্টিল আই অ্যাম এ লোনলি পারসন। ভীষন মনোকষ্টে ভুগি মাঝে মাঝে।’ হাতে ভাঁজ করা কোটটা সোফায় রেখে সুদীপ্তা হঠাৎই রাহুলের মাথাটা টেনে নিল নিজের বুকে। সুদীপ্তার নাইটির ওপরে, বুকের মাঝখানে রাহুলের মুখ। রাহুল চোখটা বন্ধ করে একটা শান্তির আশ্রয় খুঁজছে। নিঃশ্বাস নিয়ে সুদীপ্তাকে বলল, ‘সরি সুদীপ্তা। তোমাকে সব কথা বলে ফেললাম। আসলে বলে একটু হালকা হলাম। আজ অনেকদিন পরে তোমার কাছে এই প্রথম এসে আমার মনটা ভীষন ভাল লাগছে।’ নিঃশ্বাসে সুদীপ্তার বুকদুটোও ওঠানামা করছে। রাহুল অনুভব করছে বুকের মধ্যে মুখ রেখে কি চরম একটা সুখ। সুবৃহৎ স্তনের মাঝখানে মুখ রেখে লাভের আনন্দ সেইসাথে ক্রমাগত রাহুলের চুলে সুদীপ্তার নরম হাতের পরশ দিয়ে সুড়সুড়ি দেওয়া। সুদীপ্তা বলছে, ‘ডোন্ট বি আপসেট স্যার। টেক ইট ইজি। আমি বুঝতে পারছি আপনার মনের কষ্টটা। কখনও নিজেকে একা ভাববেন না। আমি আছি না? সুদীপ্তা আপনার লোনলি ফিলটাকে কাটাতে চেষ্টা করবে। আই প্রমিজ ইউ। আই উইল মেক ইউ হ্যাপি। কোন চিন্তা নেই। সুদীপ্তা আপনার এই অভাবটা পূরণ করে দেবে। আজ থেকে আমি কথা দিচ্ছি।’ যে লোকের কোনকালেই কোন কষ্ট ছিল না। সুন্দর অভিনয় দিয়ে কষ্টটাকে যেন কত সুন্দর ফুটিয়ে তুললো, রাহুল বলল, ‘থ্যাঙ্কস সুদীপ্তা। তুমি যে আমাকে ফিল করতে পেরেছো এটাই অনেক।’ সুদীপ্তা এবার তৎপর হয়ে পড়ল রাহুলের সেই কষ্ট দূর করার জন্য। রাহুলকে বলল, ‘স্যার, আপনি আমার বেডরুমে যাবেন?   ক্রমশঃ      
Parent