নন্দনা - NOT OUT (সমাপ্ত) - অধ্যায় ১২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-54681-post-5246803.html#pid5246803

🕰️ Posted on May 21, 2023 by ✍️ Bumba_1 (Profile)

🏷️ Tags:
📖 283 words / 1 min read

Parent
প্রথমেই জানাই অনেক ধন্যবাদ  হ্যাঁ, অবশ্যই চলাফেরা করতে পারছি। আমি শুক্রবার কলকাতা ফিরে এসেছি তো! আগামীকাল থেকেই অফিস জয়েন করবো। আজ রামতলায় একটা উপনয়নের নিমন্ত্রণ রয়েছে, সেখানকার উদ্দেশ্যেই বেরোবো একটু পরে। জীবনে শান্তি থাক আর না থাক, শরীর ভাল থাক আর না থাক .. নেমন্তন্ন রক্ষা করতে করতেই অবস্থা খারাপ আমার । যাই হোক, তুমি মন্তব্য করেছো .. আমার মাথা থেকে এগুলো বের হয় কি করে? আমার চারপাশে যে সমস্ত লোকেরা থাকে তাদের কথাবার্তা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকেই তো আমার উপন্যাসের চরিত্রগুলির ম্যানারিজম সৃষ্টি করি আমি। এই যে ভুল অথবা সম্পূর্ণ অন্য অর্থ বোঝায় .. এইরূপ ইংরেজি বলার মানুষ তো আমাদের বাড়িতেই রয়েছে। আমাদের বাড়িতে নমিতা বলে যে মেয়েটা থাকে, রান্নাটান্না করে দেয় .. ওর মোবাইল সংক্রান্ত একটি অদ্ভুত ইংরেজি বলার ঘটনা তো আমার গোলকধাঁধায় গোগোল উপন্যাসে তোমাদের বলেছিলাম। এইরকম ছোটখাটো ঘটনা ও মাঝেমধ্যেই ঘটায়। অ্যাক্সিডেন্টে পায়ে চোট লাগার পর যখন ডাক্তারবাবু বলে গেলো, "আমি তো ট্রিটমেন্ট করবোই, কিন্তু দুই সপ্তাহ কমপ্লিটলি রেস্ট দরকার তোমার .." তখন সব কথায় কথা বলা নমিতা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠলো, "রেস্ট ইন পিস জামাইবাবু .." , সেই শুনে তো বাড়ির সবাই হাঁ হাঁ করে উঠলো। বললো, "এসব, কি বলছিস তুই? এই কথার মানে জানিস?" খুব স্বাভাবিকভাবে নমিতা উত্তর দিলো, "হ্যাঁ, না জানার কি আছে? ডাক্তার তো বলেই গেলো বিশ্রাম নেয়ার জন্য। তাই আমি জাঁইবু (জামাইবাবু) কে বললাম শান্তি মতো বিশ্রাম নাও। ভুলটা কি বলেছি? হুঁ হুঁ বাওয়া , ইংরেজিতে আমি বরাবর ভালো। দেখলে তো, কিরকম ফটফট করে ইংরেজি বলে দিলাম।" বাড়ির সবাই চুপ। আর প্রধান চরিত্রগুলির ম্যানারিজম শুধু এই উপন্যাসে নন্দনা দেবীর ক্ষেত্রে নয়। আমি অনেকক্ষেত্রেই ব্যবহার করেছি। চক্রব্যূহে শ্রীতমা উপন্যাসে শ্রীতমার 'ট' এর বদলে 'ত' ব্যবহার করা। নাগপাশ উপন্যাসে সেক্স এনকাউন্টারের সময় অতিরিক্ত উত্তেজিত হয়ে গেলে নন্দিনীর মুখ দিয়ে অনর্গল ইংরেজি বলা .. ইত্যাদি ইত্যাদি।
Parent