নন্দনা - NOT OUT (সমাপ্ত) - অধ্যায় ৭৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-54681-post-5365139.html#pid5365139

🕰️ Posted on September 27, 2023 by ✍️ Bumba_1 (Profile)

🏷️ Tags:
📖 448 words / 2 min read

Parent
দুর্দান্ত বিশ্লেষণ করেছো দাদা। তবে শুধু রজত বণিকের নয়, তোমার sense of humour টাও ফাটাফাটি। এইভাবেই শেষপর্যন্ত পাশে থেকো।  আমার সঙ্গে বাবানের কোনোকালেই কোনো দ্বন্দ্ব-ফন্দ্ব নেই। বরং আমরা চিরকাল (মানে, যবে থেকে আমি লেখা শুরু করেছি আর কি ..) একে অপরকে admire করে এসেছি .. in fact আমার দিক থেকে এখানকার কোনো লেখকের সঙ্গেই কোনো দ্বন্দ্ব নেই। হ্যাঁ, এবার কেউ যদি মনে মনে আমার সাফল্যকে ঈর্ষা করে, অথবা তাদের personal ego থেকে আমার পেছনে ছুরি মারার চেষ্টা করে (বহুবার চেষ্টা করেওছে) সেটা তাদের প্রবলেম, আমার নয়।  xossip বলে যে কোনো ওয়েবসাইট আছে সেটাই আমি জানতাম না, in fact সেক্স স্টোরি নিয়ে যে কোনো ওয়েবসাইট বা ফোরাম হতে পারে, সেই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিলো না। ২০১৯ এ আমার প্রথম চোখে পড়ে xossipy, তারপর এই ফোরামে ঢুকে দেখি বিভিন্ন সেগমেন্টের উপর বিভিন্ন ভাষায় হাজার হাজার গল্প লেখা হচ্ছে। বিষয়টা দেখে অবাক হয়ে যাই আমি। বাংলা বিভাগের গল্পগুলো পড়তে এসে rupokpolo_1 আর Baban এর গল্পগুলো আমাকে সবথেকে বেশি আকর্ষণ করলো। প্রথমে তো এদের দু'জনের গল্পের পাঠক ছিলাম আমি। শুধু এদের কেনো? আরো অনেক লেখকের গল্পের পাঠক ছিলাম, প্রচুর মন্তব্য করতাম সবার গল্পে। লেখালেখি করার অভ্যাস আমার বহুদিনের। কিন্তু এই ধরনের গল্প লেখার সাহস পাচ্ছিলাম না। তারপর একদিন ভাবলাম স্পর্ধা দেখিয়ে লিখেই ফেলি। লোকজনের ভালো লাগলে পড়বে, না ভালো লাগলে ছুঁড়ে ফেলে দেবে। এক সাধারণ পাঠক থেকে লেখক হয়ে গেলাম আমি। তাই দ্বন্দ্ব বা ঝগড়ার প্রশ্নই ওঠে না কারোর সঙ্গে। একজন লেখক হিসেবে এই ফোরাম থেকে বিদায় নিতে পারলেই আমি সবথেকে বেশি খুশি হবো। এবার রইলো অন্যের গল্পের প্রশংসা করার বিষয়। যে ধারার গল্প আমি পছন্দ করি (যে ধারার গল্প আমি পছন্দ করি না, সেই বিষয় কথা বলার তো কোনো মানে হয় না) সেই ধারায় গল্প নিয়ে যদি কোনো উদীয়মান লেখক হাজির হয় এবং তার মধ্যে যথেষ্ট সম্ভাবনা দেখতে পাই, তাদের আমি সবসময় উৎসাহ দিয়ে গেছি। তাদের থ্রেডে গিয়ে ভালো ভালো মন্তব্য করে এসেছি। তারা যদিও আমার থ্রেডে এসে প্রশংসা করা তো দুরস্থান, কিছু লেখারও প্রয়োজন বোধ করেনি কোনোদিন। যাক সে কথা, আমার অত ইগো নেই, তাই আমি নিঃস্বার্থভাবেই সম্ভাবনাময় লেখকদের প্রশংসা করে থাকি। কিন্তু একসময় দেখলাম গুটিকয়েক লেখক ছাড়া এখানে সবাই নিজের মনের চুলকুনির জন্য লেখে। দু-একটা পর্ব লেখার পর যখন খেই খুঁজে পায় না, তখন পালিয়ে যায়। সেই জন্যই বাংলা বিভাগের শতকরা ৭৫% থ্রেড অসমাপ্ত রয়ে গিয়েছে। আমি মনে করি, এখানে যখন আমি লিখতে এসেছি তখন আমার পার্সোনাল লাইফের বা কর্মক্ষেত্রের দোহাই দিয়ে মাঝপথে লেখা বন্ধ করে চলে যাওয়াটা একটা অপরাধ। পাঠকদের প্রতি দায়বদ্ধতাটাই আসল। তাই শুধু Baban এর গল্প নয়, ভালো কোনো লেখা দেখলেই নতুন পাঠকদের recommend করি সেইসব গল্প পড়ার জন্য। এটা publicly করলাম তাই তোমরা দেখতে পেলে। না গো, আমি একেবারেই হিন্দি ফোরামের পাঠক নই। তবে অনেকের মুখে শুনেছি হিন্দি ফোরামের লেখার গুণগত মান বাংলা ফোরামের থেকে নাকি ভালো। এটা ঠিক না ভুল, বলতে পারব না
Parent