পিপাসা - অধ্যায় ১৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-10422-post-564620.html#pid564620

🕰️ Posted on June 22, 2019 by ✍️ Premik57 (Profile)

🏷️ Tags:
📖 220 words / 1 min read

Parent
৬.৩ পরের বার আসলে রোজিনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কথা দিয়ে, খুব ভোরেই হোসেন নতুন থানার  উদ্দেশ্যে রওনা হয়ে গেলো ৷ নতুন থানা নতুন পরিবেশ! রাজ-নগরের ওসি নাকি ভিষন কড়া,তবে দেখা করার পর হোসেনের এই ভুল ভেঙ্গে গেলো, আসলে তিনিও হোসেনের ঘরনার লোক! ভালোই জমবে মনে হচ্ছে,  শনিবার ডিউটি অফিসারের দায়িত্বে হোসেন ছিলো,সকাল থেকেই ছোট মাছ সব থানায় আসছে, বড় কোনো মামলার দেখা নেই, মামলা নেই তো টাকাও নেই! —স্যার, ইভটিজিং এর ডাইরি লেখাবো, হামিদ একটা ডাইরি লেখো,  — যান ওদিকে যান, ইভটিজিং আজকাল কমন বিষয় হয়ে দাড়িয়েছে,বাচ্চা বাচ্ছা পোলাপানের ধনে এতো কিসের শুরশুরি? হ্যালো রাজনগর থানা হ্যালো! পার্টি অফিসের সামনে ফোর্স দরকার ওভার! স্যার, চৌ রাস্তায় পার্টি অফিসের সামনে গন্ডগোল বেধেঁছে! মোবারক ৫ মিনিটের মধ্যে ফোর্স রেডি করো,আমরা চৌ রাস্তা যাচ্ছি ৷ স্যার সবাই পোশাকেই আছে, —তাহলে আর কি,চলো  যাওয়া যাক! কোমরে পিস্তল সব রাবার বুলেট বাহী শর্টগান নিয়ে জিপ চলা শুরু করলো, থানা থেকে ১০ মিনিটের পথ কিন্তু জ্যামের কারনে ৩০ মিনিট লেগে গেলো ৷ হোসেনের ফাকা গুলির শব্দে পরিবেশ এমনিতেই থমথমে হয়ে গিয়েছে, সাথে ফোর্স থাকাতে হলুদ পার্টির লোকেরা যে যেদিকে পেরেছে ভেগে গিয়েছে ৷ স্টেশনারির সামনে এসে হোসেনের চোখ আঁটকে যায়! ভয়ার্ত চেহারায়, ভিতু হরিণীর মতো একটি মেয়ে দোকানের খুটি ধরে প্রায় কাপছে! যেমনটা প্রচন্ড শীতে হয়, হোসেন সেদিকে এগিয়ে গেলো, এই যে ম্যাডাম এতো গেনজামের মধ্যে আপনি এখানে কি করছেন? হ্যালো ? আপনাকেই বলছি! শুনছেন!
Parent