পিপাসা - অধ্যায় ১৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-10422-post-710488.html#pid710488

🕰️ Posted on August 1, 2019 by ✍️ Premik57 (Profile)

🏷️ Tags:
📖 170 words / 1 min read

Parent
৭.৩ হোসেন বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা নিয়ে বাড়িতে হাজীর হলো, যদিও এর জন্যে তাকে অনেক সময়ও ব্যায় করতে হয়েছে ৷ কিন্তু তাতে কি সবচেয়ে ভালো জিনিসটার জন্যে তো এটুকু সময় দেওয়ায় যায় ৷ রোজিনা বেগম শাড়ি পরেছেন, লাল শাড়ি ! আর হালকা সাজুগুজতে তাকে  দেখতে কেমন বৌ বৌ মনে হচ্ছে, যদিও হোসেনের  এসব মোটেও পছন্দ নয় ৷ এতো বড় বড় ছেলে আছে যে মহিলার সে কেনো এমন নতুন বৌ সাজবে ? কিন্তু রোজিনা যে ভেতরে ভেতরে এখনও কতোটা কচি সেদিকে হোসেনের মোটেও খেয়াল নেই ৷ অবশ্য রোজিনা বেগম কাকে খুসি করাতে এমনটা সেজেছেন ঠিক বুঝা যাচ্ছেনা ! রিয়াজ বাবার সামনে নিচু হয়ে নাস্তা করলো, এবং নিজ রুম থেকে তৈরী হয়ে খাতা নিয়ে বীমা অফিসের  দিকে চলে গেলো,  রোহানও  গেলো স্কুলের দিকে, যাওয়ার আগে অবশ্য বাবার কাছে চেয়ে কিছু টাকা নিয়ে নিলো, একটা ক্রিকেট বল কিনবে কাঠের তার ফাস্ট বোলিংয়ের খুব সখ ৷ বিশ্বকাপের পরই তার মনে বোলার হওয়ার ইচ্ছে জন্মেছে ৷ আন্ত স্কুলের টিমেও সে ফাস্ট বোলার ! রোজিনা গেলো রান্না ঘরে, আর হোসেন রুমে, একটু ঘুমাবেন  তিনি ৷
Parent