পিপাসা - অধ্যায় ২২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-10422-post-827495.html#pid827495

🕰️ Posted on September 3, 2019 by ✍️ Premik57 (Profile)

🏷️ Tags:
📖 339 words / 2 min read

Parent
৮.১ সকাল সকালই বড় ভাই ফোন দিয়েছিলেন,  —কিরে টাকাটা কি ম্যানাজ হয়েছে? রোজিনা কোনো মতে হু হ্যা করে বললো, —হয়েছে ভাইজান, আপনি নিশ্চিন্ত থাকুন, রোজিনা সাধারনত মিথ্যা বলতে পারেনা, তারপরও ভাইকে এই মিথ্যেটা তাকে বলতেই হলো! মন খারাপ ছিলো তাই সকালে কিছুই তৈরী করা হয়নি,রিহান আর রিয়াজ পাউরুটি জেলি দিয়েই নাস্তা সেরেছে, রিহান স্কুলে যাবার সময় রিয়াজ তাকে ১শ টাকার একটা নোট দিয়ে বললো, টিফিনের সময়তো আর আসতে পারবি না, কেন্টিনে কিছু খেয়ে নিস ৷ রিহানও ভাইথেকে টাকাটা নিয়ে স্কুলের দিকে পা বাড়ালো ৷ রিয়জ তোদের ছোটখাটো ডাইনিং টেবিলটার থেকে চেয়ার বের করে বসলো, রোজিনা ফ্রিজ থেকে মাছ নিয়ে ভিজিয়ে দিয়েছেন, নরম হওযার জন্যে, রিয়াজ উচুঁ স্বরে রোজিনাকে ডাকলো, মা একটু এদিকে আসবে? রোজিনা টেবিলের উল্টো পাশে এসে দাড়ালো,  একটা কালো রংএর শাড়ি ছিলো তার পরনে, ফর্সা গড়নে কালে শাড়ীটা মানিয়েছে বেশ! উচুঁ হয়ে থাকা বুকের দিকে ভালোকরে তাকালে  ভেতরের ব্রাএর উপস্থিতি ঠিকই বুঝাযায় ৷ —মা আমি খোজ নিয়েছি এবিআই ব্যাংকে নব-দম্পতিদের জামানতবিহীন ঋণ দেয়! —কিন্তু নব দম্পতি কোথা পাবো? এরপর রিয়াজ যা বললো, রেজিনার কান লাল হয়ে গেলো শুনে তারপরও তিনি কিছু বলতে পারলেননা ছেলেকে! রিয়াজ অফিসের দিকে চলে গেলো, রিয়াজ জানে মায়ের সামনে আর কোনো পথই খোলানেই আব্বাতো মাকে কলই করে না, যা বলার রিয়াজের মাধ্যমেই বলেন! অফিস শেষে রিয়াজ বাসে চড়ে মিরপুরের দিকে গেলো একটা বাসা খুঁজতে! অফিসের পিওন আরিফুল ছেলেটা বলেছে এদিকে নাকি ছোট বাসা পাওয়া যায়! তার দেওয়া ঠিকানা মতো গিয়ে অবশ্য একটা দু রুমের বাসার সন্ধান মিলেছে, বাড়ীর মালকিন এক মধ্যবয়সী মহিলা! বিধবা! রিয়াজ মহিলাকে আপা বলেই সম্বোধন করলো, তাতেই বোধয় মহিলা একটু বেশিই খুশি হলো রিয়াজের উপর, তাদের দোতলা দেওয়াল তোলা বাড়ি ৷ হয়তোবা  আগে ছেলেপুলেরা থাকতো, কিন্তু এখন ভাড়া দিতে চাইছেন,হয়তো একাকিত্ব দূর করতে ফার্নিচারও রয়েছে ৷ উনার ছেলেপুলেরা লন্ডনে থাকে সবাই কিন্তু মহিলা নিজের বাড়ি ছেড়ে যেতে নারাজ, দোতলায় যে দু রুম ভাড়া দিবেন, সেখানে  মহিলার সাথে কাজের দুজন ঝি আর কেয়ারটেকার হামিদ থাকে হামিদ অবশ্য বাহিরের সেমিপাকা দুরুমের গরটাতেই থাকে বৌ নিয়ে, হামি কেয়ারটেকার প্লাস ড্রাইভারও বটে! রিয়াজ বললো বাসা পছন্দ হয়েছে,বাকিটা আমার স্ত্রীর উপর নির্ভর করে! রিয়াজ আসার সময় কিছু এডভান্স দিতে চাইলো কিন্তু মহিলা নিলেন না ৷
Parent