পিপাসা - অধ্যায় ৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-10422-post-536268.html#pid536268

🕰️ Posted on June 11, 2019 by ✍️ Premik57 (Profile)

🏷️ Tags:
📖 509 words / 2 min read

Parent
৫.১ রিয়াজ এসে বাবার দেখা পায়নি, রিহানকে রেখে আসাতে মা একটু নাখোশ হলো, এদিকে সন্ধ্যের পর রিয়াজ  নাস্তা করে বাজারের দিকে চলে গেলো, রাকিব সাকি আর মঞ্জু বসে গল্প করছিলো,সঞ্জুর দোকানের পিছে বসে  , —আর বলিস না আমাদের রিয়াজদের বাড়িতে গিয়েছিলাম, যেতেই দেখি রিয়াজের মা সামনে, কি মহিলারে মাইরি! আমি প্রথমে ভাবছিলাম, হয়তো রিয়াজের খালাতো বোন টোন হবে কিন্তু পরে আমার সাথে কথা বলতে বলতেই দেখলাম দাদী সেজো বৌ বলে ডাকদিলো, ডবকা পাছাটা এখনো চোখে ভাসছেরে মঞ্জু! —আমি কি জানি, আমি কি গেছি নাকি? —শালা তুই একাই মজা নিলি! —আরে মনেহয় রিয়াজ আসলো , চুপ চুপ এসব বলার দরকার নাই , কিরে বেটা ঈদ মোবারক দোস্ত! সকালে তোদের বাড়ি গেছিলাম কিন্তু তোরে তো পাইনাই আন্টিরে সালাম দিয়া চলে আসছি ৷ —দেখি আগে সিগারেট ধরা ৷ সঞ্জু মামা একটা বেনসন দিও! একটা! আমরা কি ধন চুষবো নাকি? —হারামী তোর মুখের ভাষা আর পরিবর্তন হলো না, দেখ,বন্ধুত্ব হলো সেটা যেখানে সবাই একটা সিগারেট ভাগ কইরা টানে ৷ —ঠিক আছে কিন্তু বিয়ের পর বৌএর ভাগ চাইতে আসিস না ৷ হা হা হা এলাকার বন্ধু বান্ধব বলতে একজনই রিয়াজ বাড়িতে আসলে এদের সাথেই আড্ডা দেয়, পুলিসের ছেলে বোলে তাকে সবাইই চিনে ৷ তার উপর মোখলেছ ভুইয়ার নাতি ! তা বল শহরে গিয়া কেমন মজা নিচ্ছিস ? কয়টা মেয়ে পটাইছিস সেটা আগে বল, — শহরের মাছ জালে বেশীক্ষণ থাকে না ৷ —তাতে কি? যতক্ষণ থাকে ততক্ষণে তো মজা নেছ আমরা মনে করেছিল বুঝি না! হা হা হা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে রাতে যখন রিয়াজ ঘরে ফিরলো সময় প্রায় ১০টা গ্রামের জন্যে এটা নেহেত কম সময় নয়, দাদাজান তখন খেতে বসেছিলো,সাথে মেজো কাকা, ছোট কাকা দাদী, চাচীরা দুজন বেড়ে দিচ্ছিলো,  দাদাজানের ডাকে  রিয়াজও হাতমুখ দুয়ে টেবিলে বসে গেলো, বড় জেঠি দাদার পাতে মাংস তুলে দিলো, সবসময়ই বড় জেঠির দাদার জন্যে একটু বেশীই দরদ যদিও এসব রিয়াজ কখনো খেয়ালই করেনি, মা তার পাতে ভাত মাংস বেড়ে দিলো, রিয়াজ দ্রুত খেয়ে দেয়ে নিজের রুমে চলে গেলো, আসলে নিজের রুম বললে ভুল হবে ,বাড়িতে আসলে  রিয়াজ তার ছোট ভাই রিহানের সাথে রুম শেয়ার করে থাকে ৷ আর তার মা বাবা পাশের রুমে, গলির অপর প্রান্তে মাবাবার রুমের অপজিটে বড় জেঠাদের রুম, তাদের এক মেয়ে যার বিয়ে হয়ে গিয়েছে গত কয়েক বছর আগেই,  কোনায় দাদা দাদীর রুম, আর তাদের পাশেই ছোট কাকার ঘর, তাদের নতুন বিয়ে হয়েছে, আর মেঝো কাকা আলাদা ঘর করেছেন, উঠানের ডান পাশে ৷ উনারও তিন মেয়ে, বাড়ির বড়ছেলে বলতে গেলে রিয়াজই, তারপর রিহান, এসব কারনে রিয়াজকে সবাই একটু বেশিই আদর করে এবং তার শিক্ষাদীক্ষার জন্যে সে সবার কাছে আলাদা গুরুত্ব পায় ৷ রুমে গিয়েই রিয়াজ কিছুক্ষণ ফেসবুকে টু মারলো, তারপর এটা চটি সাইটে গিয়ে ভিসিট করলো, দেখতে লাগলো মাছেলের কোনো নতুন চটি পোষ্ট হয়েছে কিনা  ৷ পাতলা কাথা মোড় দিয়ে লাইট নিভিয়ে সে ফোন টিপছিলো, এমন সময় কেউ যেনো দরজা ধাক্কা দিয়ে খুললো,  তারপর সিটকিনি আটকানোর শব্দ, রিয়াজ ফোনটা বালিশের নিচে রেখে, চোখ বুঝে ফেললো, কেউ একজন তার পাশে এসে শুলো ! রিয়াজ এখনো নড়চড়া করেনি, কেউ একজন বীপরিত দিকে পাশ ফিরে শুয়ে পড়লো, তবে চুলের তৈলের ঘ্রানে রিয়াজ বুঝতে পারলো তার মা এই ৷ তার মা চুলে কুমারিকা হেয়ার অয়েল ব্যবহার করে, ঢাকায় অনেকবার তাকে দিয়ে আনিয়েছিলো, রিয়াজ নিজের মতো করে পড়ে আছে!
Parent