পরশপাথর (সমাপ্ত) - অধ্যায় ৩৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-28665-post-2268459.html#pid2268459

🕰️ Posted on August 5, 2020 by ✍️ Kolir kesto (Profile)

🏷️ Tags:
📖 864 words / 4 min read

Parent
"" পঁয়এিশ"" আমার বিরুদ্ধে একজোট হওয়া দাঁড়াও‌ দেখাচ্ছি মজা। ঋতু ওদিকে খাবার নিয়ে বসে আছে আমি ফোনে কথা বলছি দেখে মিটিমিটি হাসছে।আমার মাথাতেও দুষ্টু বুদ্ধি এলো রুমে ফোন রাখতে এসে বের হবার সময় দরজা দেবার ভান করে চিৎকার করে উঠলাম উফ মা গো,, আমার চিৎকার শুনে ঋতু দৌড়ে এলো, এসে বললো কি হলো চিৎকার করছো কেন ? ততক্ষণে আমি বাম হাত দিয়ে ডান হাত চেপে ধরে এমন ভাব করছি যেন খুব ব্যথা পেয়েছি। ও বললো কি হলো হাতে ? আমি বললাম দরজা দিতে গিয়ে অসাবধানতায় ছেঁচা লেগেছে,উফ কি ব্যথা আর যন্ত্রনা করছে। ও বললো কই দেখি দেখি ,ও দেখলে ধরা পরে যেতে পারি তাই বললাম‌ , আরে  তুমি দেখে কি করবে, দেখলে কি ব্যথা কমবে,ফ্রিজ থেকে বরফ আনো। ঋতু আর কোন বাক্য ব্যয় না করে বরফ আনতে গেলো।এনে বললো একটা কাজ ধীরে শুস্থে করতে পারো না। দাও হাত দাও,আমি বরফ লাগিয়ে দিয়, আমি বললাম না তোমাকে দিতে হবে না খুব ব্যথা নিজের সহ্য মত আমি দিচ্ছি তুমি একটা ছোট কাপড় দাও, বরফ রেখে উপরে একটু কাপড় দিয়ে রাখলে ভালো হবে। ঋতু তাই করলো, আমি ও চলে গেলে হাতে একটু বরফ দিয়ে,ও কাপড় আনলে সেটা দিয়ে হাতটা ঢেকে রাখলাম।ঋতু সেই থেকে বকতেছে।পরেছি এক পাগলের পাল্লায় কি আছে আমার কপালে ভগবানই জানে। কিছুক্ষণ পর বললাম ধুর খুব ক্ষুদা লাগছে সেই সকালে হালকা নাস্তা করেছি।ঋতু বললো সে তো লাগবেই। আমি তো খাবার দিয়েছি। তুমি বসো। আমি বললাম সে না হয় বসলাম কিন্তু খাবো কি করে হাতে এখনো যন্ত্রনা করছে,এবার ঝাল তরকারি লাগলে আরো জ্বলবে। ও বললো আমি মেখে দিচ্ছি তুমি চামচ দিয়ে খাও। আমি বললাম ধুর চামচ দিয়ে কি ভালো করে ভাত খাওয়া যায়।ঋতু কিছু একটা ভেবে বললো আচ্ছা টেবিলে এসো, আমি খাইয়ে দিচ্ছি। উফ ভাবা যায় মেঘ না চাইতেই জল !মিশন সাকসেসফুল।  ঋতু ভাত মেখে বললো হা করো , ধামড়া ছেলেকে এখন হাতে করে খাওয়াতে হচ্ছে, তারপর নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। কি তরকারি সেটা আমার কাছে এখন তুচ্ছ ব্যাপার, ওর হাতে খেতে মনে হলো অমৃত খাচ্ছি। একটু পর আমি বললাম তুমি খাবে না, ও বললো খাবো তোমাকে খাইয়ে নিই।ওর কথা শুনে আমি হাসতে হাসতে বললাম খুব কষ্ট হচ্ছে খাওয়াতে তাইনা, ও বললো কষ্ট হচ্ছেনা কিন্তু তুমি হাসছো কেন ? আমি বললাম এমনি, ও বললো না না একটা রহস্যের গন্ধ পাচ্ছি। এই তোমার হাত দেখি বলেই আমার ডান হাত চেপে ধরলো আর কাপড় সরিয়ে দিয়ে বললো কই হাতে তো কিছুই হয়নি। আমি ওর কথা শুনে অট্টো হাসি দিলাম। এবার ঋতু রেগে বললো শয়তান ছেলে আমার সাথে চালাকি,বলেই আমার বুকে আলতো করে দুম দুম করে কিল মারলো যাও আর খাওয়াবো না আর আমিও খাবো না। আমি বললাম রাগ করছো কেন,তুমি মজা করতে পারো আর আমি করলেই দোষ,ও বলো ছাড়ো আমি খাবোই না।এবার আমি একটান দিয়ে ঋতুকে আমার কোলের উপর বসিয়ে নিলাম, আমার কোলের উপর ওর ভারি অথচ নরম নিতম্ব কিন্তু তাতে আমার মনে কোন যৌনতার উদয় হয়নি। হয়েছে পবিত্র ভালোবাসার উদয়। আমি বললাম ওকে লক্ষ্মীটি রাগ করোনা। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ঋতু ড্যাব ড্যাব চোখে আমার দিকে তাকিয়ে বললো, সাহস খুব বেড়ে গেছে দেখছি,আমি ঋতুর কানের কাছে মুখ নিয়ে বললাম এ আর এমন কি আর তো কয়টা দিন তখন সাহস কাকে বলে দেখিয়ে দিবো।,যা শয়তান ছেলে বলে লজ্জায় মুখ গুজলো আমার বুকে। তারপর নিজে হাতে ওকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে উঠলাম।  খাওয়া শেষে দুজন বসে আছি, আমি বললাম আচ্ছা এবার বলো এমন করলে কেন ? আমার সাথে! ঋতু বললো তুমি কখনো পূজোর সময় মায়ের মূর্তি বানানো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো।আমি বললাম হা পাড়ার পূজোতে তো আমরাই থাকি। ও বললো হা প্রথমে বাঁশ কাঠ দিয়ে কাঠামো করে,তারপর খড় কাঁদা মাটি দিয়ে মায়ের মূর্তি বানায়। তেমনি আমি তোমাকে সেভাবে বানিয়েছি। তারপর অনেক দিন ধরে শিল্পী ধীরে ধীরে কাঁদা মাঠির প্রলেপ দিয়ে মূর্তিটা মসৃন করে। তারপর সেটা ভালো করে রৌদে শুকিয়ে শক্ত করে। আমিও তোমাকে সেভাবেই গাইড করেছি।তারপর শুকানোর পর অনেক জায়গা ফেটে ফেটে যায়। তখন আবার সেগুলো মাটির প্রলেপ দিয়ে ঠিক করে। তারপর রং এর কাজ। এই পর্যন্ত তোমাকে আমি প্রস্তুত করেছি। তুমি এখন উজ্জ্বল দীপ্তিয় মান মায়ের মূর্তির মতো।  কিন্তু মায়ের চক্ষু দান কিন্তু বোধন পুজার ঠিক আগেই হয়। আসলে আমি দেখতে চাইছিলাম মৌ চলে যাবার পর যেমন অল্পতে ভেঙ্গে পরেছিলে, খারাপ পথে গেছিলে, নেশা করতে,তোমার জীবনের কোন লক্ষ্য ছিলো না। তেমনি আমি চলে গেলে কি তুমি আগের মত হয়ে যাবে নাকি আমি সত্যি আমার ভালবাসা দিয়ে তোমাকে রং করা মায়ের মূর্তির মতো উজ্জ্বল করে করতে পেরেছি সেটাই দেখার ছিলো। তাই আমি মা আর মিঠু কে মিথ্যা বলতে বলেছি। আর তুমি আর আগের মত নেই সত্যি তুমি এখন একটা ধৈর্য্যধারী দৃপ্তীয়মান পুরুষ যাকে সব নারী আকাংখা করে। আর তাই তোমার সাথে সাত পাঁক ঘোরা হোক বা না হোক এই মূহুর্ত থেকে তুমিই আমার স্বামী তুমিই আমার সব। আজ আমি তাই তোমার চক্ষুদান করলাম। আমি হেরে যাইনি আমি জানতাম আমার ভালবাসা ঠিক আমারই থাকবে। তবুও তোমাকে কষ্ট দিয়ে ভুল করেছি,আমাকে তুমি ক্ষমা করে দিয়ো!! বলেই ঋতু কেঁদে ফেললো। আমি ও অবাক হয়ে মন দিয়ে ওর কথা শুনছিলাম তাই প্রথমে বুঝতে পারিনি। ওর কান্নার স্বর কানে যেতেই আমার হুশ এলো। আমি ওকে নিজের কাছে ঢেনে নিয়ে বললাম,এই পাগলি তুমি কাঁদছো কেন ? কাঁদবো তো আমি, খুশিতে কাঁদবো। আমার যে নির্মাণ একজন বিখ্যাত শিল্পীর হাতে। যার হাতের ছোঁয়ায় লোহাও সোনা হয়ে যায়। আমি ধন্য তোমার মত বউ পেয়ে। বলে ওকে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম,দুজনের বুকের মাঝে তিল রাখার জায়গা নেই। ঋতু কেদে এখনো আমার বুক ভিজিয়ে চলেছে। আরো শক্ত করে ধরলাম ওকে।  তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দিবো না,,,,
Parent