রসভান্ডার - অধ্যায় ১৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-44962-post-4719394.html#pid4719394

🕰️ Posted on March 11, 2022 by ✍️ Baban (Profile)

🏷️ Tags:
📖 339 words / 2 min read

Parent
১৮. দিলখুশ - বাবান  পল্টু - জানিস আমার মা কালকে আমায় একটা ব্যাট কিনে দিলো... বাবাকে কত করে বলেছি.. কিনেই দেয়নি.. শেষে মাই কালকে কিনে দিলো... মা আজকাল দেখি খুব খুশি থাকে। খুব আদর করে আমায়। সন্তু - আরে আমার মামনিও তো! পরশুই আমায় একটা ভিডিও গেম কিনে দিলো... বাবা বারণ করছিলো, কিন্তু মা বাবাকে ধমকে চুপ করিয়ে আমায় কিনে দিলো।  যে মা নিজেই বাবাকে কিনা বলেছিলো আমায় এসব কিনে না দিতে... আজব তো পিকলু - আশ্চর্য! আরে আমার মাম্মিও তো কাল আমায় শপিং করতে বাজারে নিয়ে গেলো... বাবার জন্য কিছুই কিনলোনা কিন্তু আমার জন্য জামা প্যান্ট কিনে দিলো...... তপু - কদিন ধরে আমিও লক্ষ করেছি... মা কেমন পাল্টে গেছে.... আগে আমায় একটুতেই বকতো... আজ সকালে আমার হাত থেকে কাঁচের গ্লাস পড়ে ভেঙে গেলো... বাবা বকতেই যাচ্ছিলো কিন্তু মা উল্টে বাবাকেই চোখ রাঙিয়ে চুপ করিয়ে গাল টিপে চুমু খেয়ে বললো লাগেনিতো সোনা..... চার বন্ধু এবারে তাকালো বান্টির দিকে। এই পরিবর্তনের কারণ যে অজানা... তাই এই প্রশ্ন ওদের মনে জেগেছে। কিন্তু বান্টি আগের মতোই পা দোলাচ্ছে। সন্তু জিজ্ঞেস করলো - বান্টি... তোর মাও কি কদিন ধরে অন্যরকম ব্যবহার করছে? বান্টি সহজ মনে বললো - কই নাতো... আমার মা তো আগের মতোই... কোনোদিনই আমায় বকেনা মারেনা... সবসময় হাসিমুখ আর আমায় আদর করে। কিন্তু........ সন্তু - কিন্তু কিরে? বান্টি - তোদের সবার মায়েরা আমায় দেখলেই আজকাল নিজেই এসে আদর করে গাল টিপে চুমু খায়...আর বাবার কথা জিজ্ঞেস করে আমায়.... এই তো কালকে তপুর মা বললো তোর বাবাকে বলিস একবার দুপুর বেলা আসতে.. কাজ আছে... তার আগের দিন পরশু দিন পিকলু তোর মাও বললো বিকেলের দিকে একবার বাবাকে পাঠাতে... আর সন্তু তোর মাও দুদিন আগেই আমায় পুকুর পারে ডেকে বললো আমার বাবার সাথে জরুরি কথা আছে ডেকে দিতে....কদিন আগে পল্টুর মাও.... কি কাজে যেন বাবাকে ডেকেছিল। সব বন্ধু এ ওর মুখ চাওয়া চাই করছে। এদিকে বান্টি একটা কথা ওদের থেকে লুকিয়ে গেছে। ওর পকেটে অনেকগুলো লজেন্স ভর্তি। সব কাকিমারা আজকাল দেখা হলেই ওকে লজেন্স কিনে দেয়... আর বাবাকেও কাকিমাদের ডাক পাঠানোর কথা বল্লে মুচকি হেসে টাকা দেয়। সেই দিয়ে ও আরও লজেন্স কেনে কিন্তু সেটা ও চেপে গেলো... যদি বন্ধুরা ভাগ চায়? #বাবান 
Parent