রসভান্ডার - অধ্যায় ২৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-44962-post-4755836.html#pid4755836

🕰️ Posted on April 8, 2022 by ✍️ Baban (Profile)

🏷️ Tags:
📖 371 words / 2 min read

Parent
২৭. ছন্দমিল - বাবান  বান্টি - বাবা ম্যাম আমাদের স্কুলের সবাইকে নিজের থেকে একটা ছড়া লিখতে বলেছে। আমি কি লিখবো... কিছুই বুঝতেই পারছিনা... আমি ওসব পারিনা তো.. এদিকে না লিখলে বাংলা ম্যাডাম ইংরেজি বলতে বলতে পিটাবে। বাবা একটু ভেবে - হুমমমমম... বেশ সমস্যা দেখছি.... ঠিকাছে... কোনো ব্যাপার না..লেখ আমি বলছি.. বান্টি - তুমি পারবে? বলো বলো আমি চটপট লিখে ফেলি। পরেরদিন সবার খাতা ক্লাস শেষে জমা নিয়ে ম্যাডাম পৌলোমী টিচার্স রুমে গিয়ে বসে এক এক করে পড়তে লাগলেন। সবাই কাঁচা হাতে লিখেছে.. সেটাই স্বাভাবিক.. ম্যাডাম সেটাই চেক করতে চেয়েছিলেন। এক এক করে কয়েকটা ছড়া পড়ার পর ম্যাডাম বার করলেন বান্টির খাতাটা আর পড়তে শুরু করলেন - ফুলকো লুচি খেতে ভালো আরও ভালো কচুরি কিন্তু বেশি খেলে পড়ে ছুটুন বার করতে খিচুড়ি ভাতে মেখে মাছের ঝোল মাছ চিবিয়ে খাওয়া কিন্তু বেশি খেলেই পরে বেরোয় পশ্চাৎ থেকে হাওয়া ভাচুক ভুচ্ছুক চটাস পটাস নানারকম আওয়াজ কিন্তু সর্বনাশা ফুস কিন্তু বিনা মেঘে ফেলে বাজ পটল ভালো, ভালো পিঁয়াজ সবচেয়ে ভালো বেগুন বিশেষ করে লম্বা গুলোর আলাদাই রকমের গুন খেতেও পারো আয়েশ করে ভাজা ভাজা করে আবার রাতে একলা ঘরে ঢোকাতেও পারো জোরে কিন্তু সাবধানেতে করাই ভালো সামলে নিজের জোশ বেশি ভেতর ঢুকে গেলে বেরিয়ে যাবে হোশ নিজের মজার কথা ভাবলে ভুলে বেগুনের কদর যা করবে সামলে কোরো গায়ে চাপিয়ে চাদর জানলা ভিজিয়ে দরজা লাগিয়ে সবজি নিয়ে খেলো নইলে কেউ ঢুকে পড়লে পুরো প্রেস্টিজ গেলো এবার আসি ফল মুলে শোনো সব কাপড় খুলে দাঁড়িয়ে দেখো আয়নাতে ফলের সারি আছে ঝুলে আম ঝুলছে দু দুটো  রসে ভর্তি দারুন  পেছনের ওই তরমুজ দুটোয়  চটাস করে মারুন কিসমিসের নেই তুলনা সেগুলোও যাবেনা বাদ সব মিলিয়ে আপনি পুরো প্লেট ভর্তি স্যালাড পড়া শেষে ম্যাডাম শুধু মাথার ঘামটা মুছে পায়ের ওপর পা তুলে বসলেন। নইলে কেলেঙ্কারি হয়ে যেত। বাড়ি ফিরতেই বাবা বান্টিকে জিজ্ঞেস করলো কিরে? ম্যাডাম কি বললো খাতা দেখে? বান্টি বোকা বোকা মুখে তাকিয়ে বাবাকে বললো - কিচ্ছু বল্লোনা ম্যাডাম.... শুধু জিজ্ঞেস করলো এটা আমি লিখেছি কিনা? আমি ভয় সত্যিটা বলে দিলাম... তারপরে ম্যাডাম বললো কালকে বাবাকে আমার সাথে দেখা করতে বলবে। কিছু বিশেষ কথা আছে। এই বলেই ম্যাডাম আমার গালে চুমু দিয়ে চলে গেলেন।  সব শুনে বান্টির বাবা মুচকি হেসে নিজের ঘরের দিকে চলে গেলেন। বান্টি আরও কনফিউস হয়ে বাবার চলে যাওয়া দেখতে লাগলো। গালে লাল লিপস্টিক আর দূরে কোথাও মাইক বাজছে বাজছে - খেলা হবে খেলা হবে। #বাবান 
Parent