রসভান্ডার - অধ্যায় ২৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-44962-post-4784541.html#pid4784541

🕰️ Posted on May 1, 2022 by ✍️ Baban (Profile)

🏷️ Tags:
📖 254 words / 1 min read

Parent
৩০. হেল্প - বাবান বান্টি এই বান্টি? বান্টি - হ্যা বাবা? কি? বাবা - তোর মা কোথায় রে? কোথাও গেছে ? দেখতে পাচ্ছিনা। বান্টি - মা তো ওই পাশের বাড়িতে গপ্পো করতে গেলো। বাবা চিন্তিত মুখে - এবার কি হবে? কিকরে করি? বান্টি - কি হয়েছে বাবা? আমায় বলো।আমি কিছু এনে দেবো?  বান্টির বাবা ছেলের প্রশ্নে মাথা নাড়িয়ে বললো - উহু উহু তুই বুজঝিস না বান্টি, আজ সকাল থেকে যাই ধরছি তাই হয় ছিঁড়ে যাচ্ছে, নইতো ভেঙে যাচ্ছে। এই সকালে কাগজ পড়ছিলাম ভুল বশত এমন টানলাম যে দুভাগ হয়ে ছিঁড়ে গেলো, তারপরে চা খেতে গিয়ে হাত ফস্কে চায়ের কাপ নিচে, তারপরে বেরোবো বলে জুতোর ফিতে লাগাতে গেলাম ছিঁড়ে গেলো এমন কি ভাত খেয়ে হাত মুছতে গিয়ে তোয়ালেটা পর্যন্ত! বান্টি - ও বাবা! আজব ব্যাপার তো। কিন্তু এর সাথে মাকে ডাকার কি যোগ? বাবা - বুঝলিনা? এবারে বাথরুম করতে যেতে যে ভয় লাগছে। তোর মা যদি থাকতো মানে সুবিধা হতো আরকি। বান্টি - মাকে ডাকবো বাবা? কিন্তু ম্যাডাম যে পড়াচ্ছে আমায়। বাবার চোখেমুখে যেন স্পটলাইট এসে পড়লো সব। সে হেহে করে হেসে বললো - নানানানা মাকে আর ডাকার দরকার নেই। তুই শুধু তোর ম্যাডামকে গিয়ে বল বাবার এই প্রব্লেমের কথা। আজ নাহয় উনিই আমায় হেল্প করে দেবেন। আচ্ছা বাবা বলে বান্টি ঘরের দিকে চলে গেলো। একবার যেন তাপস বাবু ছেলের মুখে ম্যাডাম ডাকও শুনতে পেলো। তার একটু পরেই দুমদাম পায়ের শব্দ। তাপস বাবুর ঠোঁটে মুচকি হাসি। মনে মনে নিজেকে বললেন - আহ্হ্হ এবারে একটু শান্তি পাবো। সত্যিই...... ছোটবেলা মনে পড়ে যাচ্ছে। সেই মা তার ছোট্ট তপুকে কি ভাবে হিসি করিয়ে দিতো। আহা সেইসব দিন। #বাবান 
Parent