satabdi ম্যাডামের old scanned choti নতুন গল্প - মাঝে মাঝে ঝড় ওঠে (সমাপ্ত ২৪/০৩/২০২৫) - অধ্যায় ৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-60373-post-5492339.html#pid5492339

🕰️ Posted on January 25, 2024 by ✍️ মাগিখোর (Profile)

🏷️ Tags:
📖 402 words / 2 min read

Parent
- বাড়িতে আর কি? আমি একা। অফিস থেকে যখন ফিরি; রাতের খাবার নিয়ে আসি। বসে বসে একা একাই খাই। সকালবেলা ব্রেকফাস্টটা তৈরি করে নিই। তারপর সারাদিন বাইরে বাইরে।    খাওয়া শেষ হয়ে গেছে বিল পেমেন্ট করতে করতে বলি,  - চলো এবার বাড়িতে যাই। আমি তো বাইক নিয়ে এসেছি। তোমাদের ট্যাক্সিতে তুলে দিয়ে, আমি পেছনে পেছন যাব।  একটা ট্যাক্সি ধরে, কদম আর তার ছেলেকে ট্যাক্সিতে তুলে; ড্রাইভার দাদাকে বলে দিই, বেলেঘাটা আলোছায়া সিনেমার সামনে যাব। পিছন পিছন আমি নিজের বাইকটা স্টার্ট করি।  - আমাকে একটু মায়ের ঘরে নিয়ে যাবে? … চাবি খুলে বাড়িতে ঢুকতেই কদম বলে ওঠে,  - চলো!  মায়ের ঘর তো এখন ফাঁকাই পড়ে থাকে। সুন্দর করে সাজানো বিছানার উপরে মায়ের একটা ছবি। অফিস থেকে ফেরার সময়, প্রত্যেকদিন ফুল কিনে নিয়ে এসে; মায়ের বিছানায় ছড়িয়ে দিই। আজকে তো অফিস যাইনি। কালকের ফুলগুলিই এখনো ছড়ানো আছে।  বিছানায়, মায়ের ছবির কাছে ছেলেকে শুইয়ে দিয়ে; দুহাত জোড় করে কদম বলে ওঠে,  - মাগো তোমার সেবা করার খুব ইচ্ছে ছিল। কিন্তু, তুমি তো সুযোগ দিলে না। তোমার নাতিকে তোমার পায়ে সমর্পণ করলাম। এখন, তাকে সেবা করার সুযোগ যদি তোমার ছেলে দেয়; তাহলে, আমি এখানেই থেকে যাব! না হলে, আমার যেদিকে দুচোখ যায়; চুপচাপ চলে যাব। আমি, লক্ষীকান্তপুরের বাড়িতে আর ফিরব না।  - সে কি? কি হয়েছে? তুমি শ্বশুর বাড়িতে ফিরবে না কেন?  - সব কেনর জবাব আমার কাছে নেই ইন্দ্র! তুমি যদি আমাকে রেখে দিতে পারো; আমি এখানে থাকবো। নাহলে, এই বিরাট পৃথিবীতে, আমার মত একলা মানুষের জায়গা; ভগবান নিশ্চয়ই করে দেবে।  ছেলেকে আমি তোমার কাছেই রেখে যাবো। তোমার সন্তান তোমাকেই মানুষ করতে হবে। তোমার ছেলে, অন্য মানুষের পয়সায় বড় হবে; সেটা আমি মানতে পারবো না।  - তুমি থাকবে আমার কাছে?! তোমার স্বামী যদি, কোর্ট কাছারি করে?  - আমি তাকে ভয় পাই না। একজন প্রাপ্তবয়স্ক মানুষ কোথায় থাকবে; সেটা ঠিক করার পূর্ণ স্বাধীনতা তার আছে। আমি যদি আমার স্বামীর ঘর না করে, তোমার সঙ্গে থাকতে চাই; পৃথিবীর কোন আইন; আমাকে বাধা দিতে পারবে না। এরপরে রইলো তোমার ছেলের কথা।  তোমাকে একটাই কাজ করতে হবে; কোর্টে দরখাস্ত করে, ছেলের পিতৃত্ব দাবি করতে হবে, DNA টেস্টের সাহায্যে।  আমি সমস্ত রকম খোঁজ খবর নিয়ে রেখেছি, DNA Test-এর সাহায্যে তোমার পিতৃত্ব প্রমাণিত হলে, পৃথিবীর কোন আইনের, আবারও বলছি; পৃথিবীর কোন আইনের সাধ্য নেই; তোমার ছেলেকে, তোমার কাছ থেকে সরিয়ে নিয়ে যায়। বিয়ে করতে না পারি, ছেলের আয়া হিসেবে, আমি তোমার কাছে থাকতেই পারবো। আইন আমাকে বাধা দিতে পারবে না।  ছেলেকে মায়ের বিছানায় শুইয়ে রেখে, দু'হাত বাড়িয়ে আমাকে আহ্বান করে কদম,  তুমি আমাকে নেবে না আমি তো তোমারই। ----------~/\ সমাপ্ত /\~---------- 1585
Parent