শেষের পাতায় শুরু (Completed) - অধ্যায় ২৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-31436-post-2582478.html#pid2582478

🕰️ Posted on November 2, 2020 by ✍️ pinuram (Profile)

🏷️ Tags:
📖 166 words / 1 min read

Parent
এই নিয়ে কিছু বলতে চাইনি প্রথমে তবে বাঙালি নিয়ে যখন বললে তখন কয়েকটা কথা না বলে পারলাম না। কোলকাতা ছেড়ে সুখে আছো সেটা ভিন্ন ব্যাপার আর বাঙালি হিসাবে নিজের পরিচয় না দেওয়া সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। তুমি কিন্তু দুটোকে একত্র করে ভীষণ ভাবেই তালগোল পাকিয়ে দিয়েছ। জল, কেউ বলে পানী, কেউ বলে ওয়াটার কেই বলে জল তাই বলে কি জলের স্বাদ বদলে যায়? তুমি বলবে হয়ত মিনারেল ওয়াটার আর সাধারন কলের জলে অনেক তফাত, কিন্তু খাও ত সেই জল, দিল্লীর বাঙালি হোক বা কোলকাতার বাঙালি হোক, সরবাগ্রে সে বাঙালি। সেই দেশে কে রাজত্ব করেছে সেটা প্রধান নয়, প্রধান হচ্ছে বুকের মাঝে কে আঁকা, কি ভাষা আমরা বলি। বন থেকে বাঘ তুলে আনা সহজ, বাঘের মধ্যে থেকে বন তুলে নেওয়া সহজ নয়, কিন্তু সেই জায়গায় কুয়োর ব্যাঙ কিন্তু চিরজীবন কুয়োর মধ্যে থেকে  বাইরে বের হলেও সে আশেপাশের জায়গা কে কুয়ো বলেই ভাবতে শুরু করে, যাকে বলে কূপমণ্ডূক। সুতরাং বাঙালি নামটা অন্তত গালাগালি নাকি সন্মান সেটা তোমাকে ঠিক করতে হবে, তুমি বাঘ না ব্যাঙ সেটা প্রমান করতে হবে !!!!!!!
Parent