শেষের পাতায় শুরু (Completed) - অধ্যায় ৬৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-31436-post-2767120.html#pid2767120

🕰️ Posted on December 25, 2020 by ✍️ pinuram (Profile)

🏷️ Tags:
📖 262 words / 1 min read

Parent
আপনাদের সবার উত্তর একসাথে লিখছি, আলাদা আলাদা করে নয়! তার কারণ --- দোষ গুন মিলিয়েই মানুষ, ষড় রিপুর অধীনে মানুষ, গল্পের নায়ক বলে মানুষ যে সেই ষড় রিপুর ওপরে চলে যাবে তা নয়! তবে এখানে আমার কিছু বক্তব্য আছে! তার জন্য আপনাদের রিশুর জুতো পায়ে গলাতে হবে, শুধু মাত্র সাদা কালো অক্ষর পড়ে গেলে চলবে না! রিতিকার ভাষায়, ডক্টর সান্যাল সব কিছু বইয়ে লেখা থাকে না, ঠিক তেমন, বন্ধুরা, সব কিছু গল্পে লেখা থাকে না, কিছু তার বাইরেও থাকে। তাহলে সেটা কি? রিশু মানসিক দ্বন্দে ভীষণ ভুগছে, তার ওপরে রেস্তোরাঁতে বসে রিতিকার মুখে ঝিনুকের সব ঘটনা শুনে আরও বেশি কাতর, আরো বেশি মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে। এই সময়ে এক সুন্দরী নারী, ওর ব্যাগ গুছাতে এলো, পরিস্থিতিটা একবার ভাবুন, বাইরে ঝড়, মনের ভেতরে তান্ডব! কোনদিকে যাবে রিশু সেই দ্বন্দ প্রবল ভাবেই ওর মনের মধ্যে চলছে! কথায় আছে "ডুবতে হুয়ে কো এক তিনকে কা সাহার চাহিয়ে", রিশুর ভরা ডুবি জীবন! সামনে যাকে পেয়েছে তাকেই আঁকড়ে ধরতে চেষ্টা করেছে! সেই অবস্থায় যে কোন মানুষের পা পিছালতে পারে! রিশু ধিক্কারের পাত্র তবে ঝিনুককে উঁচু করে দেখানর জন্য রিশুকে নিচু করা হয়েছে এমনটি কিন্তু নয়! মানুষ যখন প্রবল মানসিক দ্বন্দে ভোগে তখন অনেক কিছুই পিছলে যায়! এক মহাকাব্যের এক প্রবাদপ্রতিম মহামহিম পুরুষ তাঁর সন্তানসম্ভবা স্ত্রী কে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বনে পাঠিয়ে দিয়েছিলেন, তাও সেই পুরুষের জয়ধ্বনি করা হয়! এখানে রিশু কিন্তু সেই মহামহিম পুরুষ নয়, আপনার আমার মতন রক্ত মাংসে গড়া এক মানুষ ! সেই একটা ঘটনা কখন সেই মানুষের সম্পূর্ণ চরিত্র বলে ধরে নেওয়া উচিত নয় !!!!! (এটা পিনুরামের একান্ত নিজেস্ব মতামত, অন্য কারুর সাথে নাও মিলতে পারে! না মিললে ক্ষমা করে দেবেন!)
Parent