সৃষ্টি (সমাপ্ত) - অধ্যায় ২৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-38436-post-4615534.html#pid4615534

🕰️ Posted on January 11, 2022 by ✍️ Bumba_1 (Profile)

🏷️ Tags:
📖 195 words / 1 min read

Parent
এগুলোর মধ্যে কোনোটাই না .. তবে এই বয়সে তুমি যেরকম mature .. আমি সেইরকমটা মোটেও ছিলাম না। তোমার বয়সে আমি ইউনিভার্সিটিতে পরতাম ঠিকই। কিন্তু পড়াশোনাতে মেধাবী হলেও সেই অর্থে বাস্তব বুদ্ধিশুদ্ধি মাথায় বিশেষ ছিল না। "গেছো" প্রকৃতির ছেলে ছিলাম। লেখালিখি, প্রেম-টেম তো দূরঅস্ত বেশিরভাগ সময় আমাকে ক্যাম্পাসের বাগানে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বাতাবিলেবু গাছ .. এই সমস্ত জায়গায় ফল চুরি করতে দেখা যেতো।  এছাড়া অদ্ভুত রকমের মাতৃভক্ত ছিলাম। মা হয়তো ক্যাম্পাসে কোনো অফিসারের বাড়িতে বেড়াতে গেলো, সেখানে একটা expensive & unique showpiece দেখে খুব পছন্দ হলো, ফিরে এসে বাবাকে বললো ঐরকম একটা আমার চাই। কিন্তু সেই সময় অত টাকা দিয়ে ঐরকম একটা দামী জিনিস দেওয়ার ক্ষমতা হয়তো বাবার ছিলো না। তাই একথা সেকথা বলে পাশ কাটিয়ে যেতো। কিন্তু আমি এতটাই মাথামোটা ছিলাম, মায়ের মন খারাপ দেখতে না পেরে আমি পত্রপাঠ কোনো দরকারের অছিলায় ওই ব্যক্তির বাড়ি গিয়ে যে কোনো উপায় showpiece টা চুরি করে এনেছি। এইরকম ঘটনা জীবনে দু'বার ঘটিয়েছিলাম। পরে বাবার কাছে পেটানি খেয়ে জিনিসগুলো ফিরিয়ে দিয়ে আসতে হতো আমাকে। একবার তো যথাস্থানে রাখতে গিয়ে ধরা পড়ে বাবার মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়েছিলাম।  সেই তুলনায় তুমি অনেক বেশি mature .. ওই বয়সে আমি এইরকম হতে পারলে কিছুটা হলেও অন্য রকম লাগতো।
Parent