সৃষ্টি (সমাপ্ত) - অধ্যায় ৩৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-38436-post-4938971.html#pid4938971

🕰️ Posted on September 4, 2022 by ✍️ Bumba_1 (Profile)

🏷️ Tags:
📖 180 words / 1 min read

Parent
 হ্যাঁ, অবশ্যই অন্যত্র বিবাহ করেছিল তারা... দ্রৌপদীকে বাদ দিয়ে যুধিষ্ঠিরের আর একটি মাত্র স্ত্রীর উল্লেখ পাওয়া যায়, যার নাম হলো — দেবিকা এবং তার পুত্রের নাম হলো যৌধ্যেয়। দেবিকার গর্ভে উৎপন্ন যুধিষ্ঠিরের আর কোনো পুত্র বা পুত্রীর উল্লেখ পাওয়া যায় না। দ্রৌপদী অতিরিক্ত ভীমের  অন্য তিন স্ত্রী যথাক্রমে - ১.বলন্ধরা — সর্বগ ( পুত্র ) ২. হিড়িম্বা — ঘটোৎকচ ( পুত্র ) দ্রৌপদীর সাথে বিবাহের পূর্বে। ৩. নাগ রমনী ( রাজস্থানের লোক কথা অনুযায়ী ) এখানে একটি কথা বলে নিই, যুধিষ্ঠির ও দ্রৌপদীর সহবাস পর্বে অর্জুন এক ব্রাহ্মণের সাহায্যার্থে অস্ত্র সংগ্রহের জন্য যুধিষ্ঠিরের কক্ষে প্রবেশ করে। অতএব পূর্বের শর্তানুযায়ী অর্জুন বারো বছরের জন্য বনবাস গ্রহণ করেন। এই সময় তিনি পরিস্থিতি অনুযায়ী তিনটি বিবাহ করেন ও পুত্র সন্তানের জন্ম দেন, যেমন .. ১.উলপী — ইরাবান (পুত্র) ২. চিত্রাঙ্গদা — বভ্রুবাহন (পুত্র) ৩. সুভদ্রা — অভিমন্যু (পুত্র) নকুলের দ্রৌপদী অতিরিক্ত আর একটি মাত্র স্ত্রীর উল্লেখ পাওয়া যায়-- করেনুমতি— নিরামিত্র ( পুত্র ) সহদেবের ক্ষেত্রেও আর একটি স্ত্রীর উল্লেখ পাই--  বিজয়া-- সুহোত্র ( পুত্র ) পঞ্চপান্ডবের এই স্ত্রীরা পুত্রদের নিয়ে পিতার নিকটেই বাস করতো। শুধুমাত্র সুভদ্রা থাকতো তার স্বামী অর্জুন তথা দ্রৌপদীর সঙ্গে।
Parent