সৃষ্টি (সমাপ্ত) - অধ্যায় ৫৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-38436-post-5147101.html#pid5147101

🕰️ Posted on February 24, 2023 by ✍️ Bumba_1 (Profile)

🏷️ Tags:
📖 336 words / 2 min read

Parent
আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই এই ধরনের কথা ভবিষ্যতে আর বলবো না। তোমাদের দু'জনের বক্তব্যের সঙ্গেই আমি একমত।  তবে সত্যি কথা বলতে কি আমি ছোটবেলা থেকে যে জিনিসটা করেছি সফলতার সঙ্গেই করেছি বা এখনো করে চলেছি। পড়াশোনা থেকে উচ্চশিক্ষা, সাধারণ খেলাধুলা থেকে কলেজ এবং ইউনিভার্সিটিতে ফুটবল টিমকে রিপ্রেজেন্ট করা, বাড়িতে গান গাওয়া থেকে স্টেজ প্রোগ্রাম, পরবর্তীতে চাকরি .. সব ক্ষেত্রেই আমি সফল। কিন্তু লেখার চেষ্টা করিনি কোনোদিন, কলেজ লাইফের কয়েকটা বোকা বোকা প্রেমের কবিতা লেখা ছাড়া। তারপর যখন এই ফোরাম চোখে পড়লো এবং বিভিন্ন লেখকের লেখা পড়লাম (বাবান যদিও আমার পছন্দের লেখক, তাই ওর প্রতি আমি বরাবরই একটু biased), তখন মনে মনে ভাবলাম আমিও লেখার চেষ্টা করি, যদি সফল হই। কিন্তু লিখতে গিয়ে বুঝতে পারলাম আমার লেখার মধ্যে এমন কোনো এক্স-ফ্যাক্টর নেই বা সেই সময় খুঁজে পাইনি যাতে আমি একটা মেইন স্ট্রিমের গল্প লিখলে (যেটাতে যৌনতার লেশমাত্র নেই) লোকজন হামলে পড়ে পড়বে। তাই সেই এক্স-ফ্যাক্টরের শূন্যস্থান পূরণ করার জন্য যৌন উপন্যাস লেখা শুরু করলাম। তার মাঝখানেই শুরু হলো আমার সৃষ্টি থ্রেড। যেখানে আমি শুধুমাত্র আমার মনের পুষ্টির জন্য লিখতাম। তারপর একসময় দেখলাম এই থ্রেডে আমার পাঠকসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, পাঠকরা প্রথম দিকে বুঝতে না পারলেও পরবর্তীতে এই থ্রেডের এক একটা গল্পে প্রচুর লাইক পড়েছে/পড়ছে। তখনও যদিও আমার কিছুই মনে হয়নি। কিন্তু যখন গোলকধাঁধায় গোগোল উপন্যাসের অন্তিম খন্ড লেখা শুরু করলাম। তখন দেখলাম আমাকে আর বেগ পেতে হচ্ছে না লেখার ক্ষেত্রে। যেমনটা চাইছি ঠিক তেমনটা করেই লিখতে পারছি। সবাই বললো আমার লেখা স্টাইল নাকি চেঞ্জ হয়ে গিয়েছে আমার লেখনীর ধার নাকি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একটু খেয়াল করলেই দেখা যাবে অন্তিম খণ্ডে সেই অর্থে কোনো যৌনতার বর্ণনাই নেই। অথচ খুব কম দিন চলা অন্তিম খন্ড যখন শুরু হয়েছিল তখন ওই উপন্যাসের views ছিলো আড়াই লক্ষর থেকে একটু বেশি, এখন উপন্যাস শেষ হওয়ার পর প্রায় চার লক্ষ ছুঁই ছুঁই। এর থেকে এটাই বুঝলাম পাঠকেরা যৌনদৃশ্যের বর্ণনাগুলি ছাড়াও আমার লেখনীকে ভালবাসতে শুরু করেছে। তখন আমি মনে মনে ভাবলাম, 'এখন তাহলে আমাকে সেই এক্স-ফ্যাক্টরের শূন্যস্থান পূরণ করতে হলে যৌনতার আশ্রয় নিতে হবে না। যৌনতার আশ্রয় ছাড়াই আমি আমার কলমকে কথা বলাতে পারছি।' তাই ভবিষ্যতে আর ওই রাস্তায় ফেরার ইচ্ছে নেই।
Parent