সৃষ্টি (সমাপ্ত) - অধ্যায় ৫৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-38436-post-5172036.html#pid5172036

🕰️ Posted on March 16, 2023 by ✍️ Bumba_1 (Profile)

🏷️ Tags:
📖 212 words / 1 min read

Parent
ওই দু'জন বহুদিন ধরে গসিপির সঙ্গে যুক্ত এবং একটার পর একটা ব্লকবাস্টার উপন্যাস দিয়ে গেছে। সর্বোপরি দু'জনের পাঠকদের সঙ্গে interaction খুব ভালো, তাই বলাই বাহুল্য ওঁরা দু'জন সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সব থেকে বেশি। নতুন অনেক প্রতিশ্রুতিমান লেখক উঠে আসছে/আসবে। ভবিষ্যতে তাদের নিয়েও নিশ্চয়ই অনেক আলোচনা হবে, অনেকের অনেক দাবি তৈরি হবে তাদের লেখার সম্পর্কে। দেখো, কালকের আলোচনাটা মূলত অজাচার এবং কাকোল্ড বিভাগ নিয়ে হয়েছিলো (কারণ এই দুটি বিভাগের গল্পগুলোই সব থেকে বেশি পড়ে লোকে)। আমি তো এই দুটির মধ্যে কোনো বিভাগকেই represent করিনা (হ্যাঁ আমার প্রথম উপন্যাসে কাকোল্ডারির ছোঁয়া ছিলো, কিন্তু সেটা আমি পরবর্তীকালে নিজেই এনজয় করতে পারিনি)। আমি তো দুটি বা একাধিক চরিত্রের সম্পর্ক নিয়ে গল্প বা উপন্যাস লিখি। যেখানে প্রেম, বিবাহ, বিশ্বাসঘাতকতা, পরকীয়া, ষড়যন্ত্র এবং শেষে সত্যের জয় হয়। তাই ওই আলোচনায় মূলত আমাকে নিয়েই কথা হওয়াটা একটু অস্বাভাবিক। তবে হ্যাঁ, কাকোল্ড হোক বা ইনসেস্ট .. এই দুই ধরনের বিভাগের পাঠকেরাই আমার গল্প পড়েন এবং পছন্দ করেন। ওদের কথা শুনে মনে হয়েছিল ওরা যতটা না আমার উপন্যাসের প্রেমে পড়েছে তার থেকে বেশি প্রেমে পড়েছে আমার করা কিছু প্রাকৃতিক বর্ণনা, আমার ব্যবহৃত কিছু রূপকের এবং রোমান্টিক সিকোয়েন্সের মুহূর্তগুলোর। আমার কাছে দাবি বলতে বিশেষ কিছু নয়। ওদের বক্তব্য আমার মোটামুটি সবকটা বিষয় নিয়েই লেখা হয়ে গিয়েছে, শুধু কমেডি ছাড়া। আমি যেন এবার সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করি। ব্যাস এইটুকুই ..
Parent