সতী শর্মিলা - অধ্যায় ১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-51274-post-5034540.html#pid5034540

🕰️ Posted on November 22, 2022 by ✍️ sairaali111 (Profile)

🏷️ Tags:
📖 414 words / 2 min read

Parent
সতী শর্মিলা  / ০০২ শর্মিলার চোখের দিকে তাকিয়ে সুমিতের মাথায় আরো একটি সংস্কৃত প্রবচন এলো - ''...স্ত্রীয়াশ্চরিত্রম দেবাঃ ন জানন্তি কুতো মনুষ্যাঃ'' - শর্মিলার চোখের তারায় কোন লেখা অথবা রেখা-ই ফুটে উঠলো না । অন্তত সুমিতের চোখে তেমন কিছুই ধরা পড়ল না । - এটি অবশ্য নতুন কিছু নয় । তিন বছরের প্রেম আর তারপর এগারো বছরের বিবাহিত জীবন  - এখন-চৌত্রিশের শর্মিলাকে কোনদিনই কি ঠিকঠাক বুঝে উঠতে পেরেছে সুমিত ? ... যাতায়াতের পথে আলাপ । সুমিত তখন সবে জুনিয়ার অফিসার হয়ে জয়েন করেছে এই মাল্টি ন্যাশনাল কোম্পানীতে । ইতিহাসে মাস্টার্স করছে শর্মিলা । আদতে বিজ্ঞান নিয়ে ডিগ্রী অর্জন করলেও বরাবরের স্টুডিয়াস ছাত্র সুমিতের বাংলা এবং বিশ্ব-সাহিত্য সহ দর্শন , ইতিহাসেও প্রবল অনুরাগ আর অধিকার - দু'টিই ছিল । শর্মিলার কাছে সুমিতের আকর্ষণের এটি-ও , নাকি এটি-ই , ছিল অন্যতম মুখ্য কারণ । আলাপের পর প্রথম বছর কী তারও বেশি সময় পরস্পরের আলাপচারিতার সিংহভাগই দখল করে থাকতো সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস-কবিতা আর ফিলসফি ।. . .  শর্মিলার মনে হতো - অন্যান্য বান্ধবীদের বয়ফ্রেন্ড সম্পর্কে শুনে - সুমিত কি ব্যতিক্রমী মানুষ ? জিতেন্দ্রিয় নাকি 'অক্ষম বা অল্পক্ষম' অথবা নার্ভাস সিন্ড্রোমে আক্রান্ত ? কিন্তু , স্বাভাবিক সঙ্কোচ সরাসরি কোনকিছু প্রশ্ন করতে কেমন যেন বাধা দিতো শর্মিলাকে । লজ্জাকে পাশে সরিয়ে রেখে কখনো হয়তো নিজের থেকেই সুমিতের বাহু আঁকড়েছে , কিন্তু সুমিত পরমুহূর্তেই নিজে সরে এসেছে বা মৃদু টানে সরিয়ে দিয়েছে শর্মিলার হাত । কখনো হয়তো আরোও কিছুা ডেসপারেট হয়েছে ও । বেস্টফ্রেন্ড রঙ্গিলা তো সব কথাই বলে শর্মিলাকে , দুজনে সেই হাই স্কুলের ফাইভ থেকে পাশাপাশি বসে আসছে । তো , রঙ্গিলা-ই বলছিল ওর বয়ফ্রেন্ড রাহুলের কথা । রাহুল নাকি রঙ্গিলাকে কাছে পেলেই ওর শরীর ঘাঁটাঘাটি করতে চায় । অনেক সময় লোকজনও মানতে চায় না । একদিন ওরা দুজনে নাকি , রাহুলের চাপেই , একটা রিসর্টেও সারাদিন কাটিয়ে এসেছে । সেদিনের অনুপুঙ্খ বিবরণ রঙ্গিলা যখন দিচ্ছিল - শর্মিলা স্পষ্ট বুঝতে পারে ও নিজেও ভিতরে ভিতরে যেন রাহুল-রঙ্গিলার জায়গায় নিজেকে আর সুমিতকে বসাচ্ছে । সব কথা তখন যেন আর ওর কানেও ঢুকছিল না । অথবা কানে এলেও বোধের মধ্যে জায়গা পাচ্ছিল না । - ক্যাফের চেয়ার ছেড়ে উঠতে উঠতে রঙ্গিলার সেই শেষ কথাটাই যেন এখনও বিঁধে আছে ওর অন্তরাত্মায়  - '' ..কিন্তু শর্মি , ওটা করতে কীঈঈ যে সুখ তোকে বলে বোঝাতেই পারবো না , রাহুল যখন আমাকে ভীষণ জোরে জোরে নিচ্ছিল - বিশ্বাস কর শর্মি আমার না মরে যেতে ইচ্ছে করছিল .... আর , কী শয়তান জানিস - সঙ্গে আইপিল নিয়ে গেছিল প্ল্যান করে-ই .... পরের সানডে আমি কিন্তু আবার যাবো শর্মি...''  বাড়ি ফেরার পথে ,  কেন কে জানে ,  ভীষণ কান্না পাচ্ছিল  শর্মিলার ।      ( চ ল বে...) ২২/১১/'২২
Parent