সুলতানার ডায়েরি - অধ্যায় ১০

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-55209-post-5239591.html#pid5239591

🕰️ Posted on May 14, 2023 by ✍️ চিত্রক (Profile)

🏷️ Tags:
📖 271 words / 1 min read

Parent
"হ্যাঁ আব্বু বলো?" "মা, কোথায় তুই?" আমার ফ্ল্যাটে, অনেকদিন যায় না রাস্তায় পড়ল তাই, চলে এলাম আব্বু। আমি সকালেই চলে আসব।  ফোন ধরছিলি না কেন মা? চিন্তা হয় তো! লজ্জায় গালদুটো লাল হয়ে গেল, কোনো রকমে সামলে বললাম "বাথরুমে ছিলাম" ওহ! আচ্ছা ওই আদিনাথ ভদ্রলোককে ফাইলটা দিয়ে দিয়েছে সাদেক? হ্যাঁ! ভাইয়া বাড়ি আসেনি? না রে, ও তো আজকে ওর বন্ধুদের ওখানে আছে। সকালে আসবে বলল।  আচ্ছা,  মাথায় হাতের ছোঁয়া পেয়ে বুঝলাম, আদিনাথ পেছনে দাঁড়িয়েছে।  আচ্ছা আমি রাখছি আব্বু বলে ফোন রেখে দিলাম।  আদিনাথ বলল তোমার জন্য বানিয়েছি,বলেই আমাকে কোলে তুলে নিয়ে ডাইনিং এ এলো। প্লেটে সুপ রাখা  আদি বলল" সবজি ছিল, টাটকা তাই দিয়েই বানিয়ে দিলাম" মনে পড়ল " রবিবার করে আমাদের এই ফ্ল্যাটটা পরিষ্কার করা হয়, সেই হয়তো সবজি এনে রাখবে। যাক খাওয়া যাবে। এতো রাতে অর্ডার করলে ফুড পাওয়া যেত নাকি ঠিক নেই।  আদি বলল " আমার কোলে বসো আমি খাইয়ে দিচ্ছি।  কোলে বসলাম, আদির বুকে হেলান দিয়ে বসে আছি, আদি নিজের মতো খাইয়ে দিচ্ছে। আমি বললাম "তুমি খাবে না, " বলল "তোমার খাওয়ার পর। " টেস্টটা সত্যি অনবদ্য।  কি করে করলে আদিনাথকে জিজ্ঞাসা করলাম।  আদি আমার গালে চুমু খেতে বলল সিক্রেট।  খাওয়া শেষ হলে আদি আমার মুখ মুছিয়ে দিল।  আমি বললাম "আমি কি বাচ্চা?" আদি কিছুক্ষণ চুপ থেকে একটু হাসল। হাসলে ভারী মিষ্টি লাগে।  আমাকে আদি বলল চলো তোমায় ঘুম পাড়িয়ে দি। আমি বললাম না, তুমি তো খাওনি, তোমায় খাইয়ে দি তারপর।  আদি চুপ থেকে বলল আমি খেয়ে নেব। তুমি তো ডায়েরি লেখ আজকে লিখবে না। আমি বললাম, "তুমি জানলে কি করে ব্যাগ থেকে ডায়রি বের করেছ?" "না তো,তবু আমি জানি" গেস করছো,  বলতে পারো।  আমি ঘরে এসে লিখছি, এতোটা লিখলাম আদি এখনও খাচ্ছে, ছেলেটাকে দেখে আসি একবার।
Parent