তার ছিঁড়ে গেছে কবে - অধ্যায় ৪৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-68445-post-5944933.html#pid5944933

🕰️ Posted on May 14, 2025 by ✍️ Choton (Profile)

🏷️ Tags:
📖 242 words / 1 min read

Parent
কম্পিউটারটা দেহ রেখেছে, একেবারে। হার্ডডিস্ক জ্বলে গেছে। ফলে বহু গুরুত্বপূর্ণ ডকুমেন্টের সঙ্গে গত মাস পাঁচেক ধরে যে গল্পটার খসড়া তৈরি করে লিখতে শুরু করেছিলাম, সেটা প্রায় পুরোটাই গত হয়েছে। আর এই মুহূর্তে একটা নতুন কম্পিউটার কেনা বা পার্টস কিনে অ্যাসেম্বল করার মতো ট্যাঁকের জোর নেই। প্লট-থিম যা-ই বলুন, সেই গল্পটার সবটাই মাথায় রয়েছে, কিন্তু নতুন করে হাজার তিরিশ শব্দ আবার লিখে গল্পের ধরতাইতে আসা বেশ চাপের। ভেবেছিলাম, আর লিখব না। এমনিই র’ সেক্সের বর্ণনা আমি বিশেষ দিতে পারি না। তার উপর লেখায় অনেক বেশি চারপাশের বাস্তব ঘটনাগুলো বা নিজের নানা পড়া-জানা ঘটনার প্রভাব পড়ে। ফলে আপনারা কয়েকজন আমাকে প্রশংসায় ভরিয়ে দিলেও আমি নিজে জানি, লেখাটা মোটেই জমেনি বা জমছে না। ‘ভীতুর ডিম’ অল্প লোকেরই ভাল লেগেছে। এটারও তাই। খুব বেশি লোক পছন্দও করেন না এই ধরনের ফোরামে ওই রকম লেখা। কিন্তু আপনি এবং আপনার মতো কয়েক জনের প্রশংসার পাশাপাশি ফের লেখার নির্দেশ বা আদেশ যা-ই বলুন, সেটা না মেনে চলা আমার পক্ষে কঠিন। ‘তার ছিঁড়ে গেছে কবে’ এমনিই প্রায় শেষ। একটা দুঃখ, প্রথম থেকে আমাকে প্রশংসা করা ‘প্রিয়া’দেবী নিরুদ্দেশ!!! জানি না, আপনার সঙ্গে যেমন হয়েছিল, তেমনই কিছু ঘটেছে নাকি ফোরামের কোনও নীতিতে তিনি আটকে গেছেন বা সময় করতে পারছেন না। এখন মন পড়ে হারানো লেখাটায়। আজ একটি বিশেষ ঘটনা গল্পটা শুরু করার জন্য ভিতর থেকেই তাগাদা দিয়েছে। ফলে একটু দেরি হলেও নতুন গল্পটা দিন কয়েক পর থেকে দিতে শুরু করব। এটুকু বলতে পারি, রুদ্রর ছায়া এতেও থাকবে। থাকবে আরও অনেক কিছু। যদিও সেটা কবে থেকে ফোরামে দিতে পারব, জানি না। আগাম ক্ষমাপ্রার্থী।
Parent