উত্তেজনা সয় না - অধ্যায় ৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-58764-post-5401416.html#pid5401416

🕰️ Posted on November 3, 2023 by ✍️ FreeGuy@5757 (Profile)

🏷️ Tags:
📖 405 words / 2 min read

Parent
দিবারাত্রি দ্বিতীয় ভাগ ================= পরদিন সকালে সারা রাত ঘুম হয়নি সুদীপার ,ইশান বাড়ি ফেরেনি,সারারাত কেঁদে কেঁদেই পার করেছে সে।চেহারা হয়েছে মলিন.. রেশমা:-আরে সুদীপা কি হয়েছে তোর এখানে বসে কাঁদছিস কেনো দেখি ইশশ এমন সুন্দর চেহারাটার কি হাল করেছিস সুদীপা এই সুদীপা কথা বলছিস না কেনো রেশমা দিকে তাকায় সুদীপা,এতক্ষন যেনো হুশ ছিলো না সুদীপার এখন হুশ ফিরতেই রেশমাকে জরিয়ে ধরে আবারও কান্না ভেঙ্গে পরে সে। সুদীপা:-ইশান চলে গেছে রেশমা ইইশা.. রেশমা:-কী বলছিস তুই  সুদীপা:-ই........ছ্ঘ…!!” কথা বলতে পারে না সুদীপা  তার গলায় জেনো কিছু আটকে গেছে  রেশমা:-বলতে হবে না আগে একটু শান্ত হয়ে বসো তো ,নিজেকে সামলা তোকে দেখে আমার ভয় করছে যা চেহারা বানিয়েছিস একদিন... অবস্থা শান্ত হওয়ার পরে) রেশমা:-বলিস কী !!ইশান বিগড়েছে জানতাম কিন্তু এতটা বিগড়েছে, তবে আজকের এই পরিস্থিতির জন্য তুই দাই।আগেই বলেছিলাম ছেলেকে শাসন করতে তা না আদরে আদরে বাদর বানিয়েছিস  সুদীপা:-....... রেশমা:-কী হলো কথা বলিস না কেনো সুদীপা:- কী বলবো!? রেশমা;- কী বলবি মানে!!এক চর খেয়ে বাড়ি ছাড়ার ছেলে ইশান নয়,তোকে ভয় দেখানো যনো এইসব করছে ,এখন ছেলের কী করবি তা বল, সুদীপা:-জানিনা কী করবো ,ছেলেটার জন‍্য চিন্তা হচ্ছে ,সেই গতকাল বেরুলো এখনো ফেরেনি,খাবার খেয়েছে কি না ক..... রেশমা:-বুঝেছি তোকে দিয়ে হবে না,শোন আমি সপ্তাহ খানের জন্য আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি ওদের বাড়িতে জমিজমা নিয়ে সমস্যা হয়েছে তাই,তুই জানিস আমার ও একটা গাদা।ওখান একা পাঠালে বোকার মত কিছু একটা করে বসবে সুদীপা:-...... রেশমা:- এই কয়েকটা দিন একটু সামাল দে  পরে আমি এসে দেখছি বেপারটা। আর শোন ছেলের থেকে একটু দূরত্ব বজায় রাখবি ঠিক আছে আমি চলি। সেই দিন দুপুরে) সুদীপা:-ইশ.......... সুদীপা ঘর ঝাড়ু দিছিলো দেখলো ইশান এসে ঘরে ঢুকলো ,সুদীপার মন চাইছিল ছেলেকে ডাকে  কিন্তু রেশমার কথা মনে পরে তার। সুদীপা খাবার নিয়ে বসে আছে ডাইনিং টেবিলে ,সে তাকিয়ে আছে ইশানের রুমের দরজার দিকে ,ছেলেটা সেই যে ঘরে ঢুকেছে আর বেরুছে না, আচ্ছা একটি বার ডাকে দেখবে না থাক রেশমার বারণ আছে ছেলের থেকে এখন দূরে থাকায় ভালো  সেই দিন সন্ধ্যায়) সুদীপা বাইরে তার ছোট্ট বাগানটায় কাজ করছিল এমন সময় ইশান ঘরথেকে একটা সুটকেস হাতে বেরিয়ে গেটের দিকে যেতে থাকে ।ছেলের এইরুপ কান্ড দেখে আঁতকে ওঠে সুদীপা সে ছুটে গিয়ে পেছন থেকে ছেলের হাত ধরে ফেলে ইশান:- হাত ছাড়ো মা সুদীপা:- না.. ছাড়বো না কোথায় যাচ্ছিস তুই ইশান:-যেখানে যাই তাতে তোমার কী সুদীপার চোখে জলে ভরে ওঠে সুদীপা:- আমার কী !! তুই ছাড়া কে আছে আমার!!? ইশান:-তা জানিনা মা ,আমি শুধু এতোটুকু জানি যে তোমার সাথে থাকলে আমি নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারবো না মা সুদীপা:-ইশান ঘরে চল  ইশান:-মা ছেড়ে দাও... ইশানের হাত ধরে টেনে ঘরে নিয়ে যায় সুদীপা  continue .........
Parent