যৌন প্রবৃত্তি - অধ্যায় ২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-66676-post-5839283.html#pid5839283

🕰️ Posted on December 28, 2024 by ✍️ Seyra (Profile)

🏷️ Tags:
📖 306 words / 1 min read

Parent
২. মা ছেলে হিসেবে রন আর নিরার মধ্যে যথেষ্ট দূরত্ব থাকলেও রণ তাদের ছেড়ে কিছুতেই যেতে চায় নি, তার অল্পভাষী, কড়া শাসনে রাখা, নির্লিপ্ত মাকে অসম্ভব ভালোবাসতো সে। নিরা অন্যান্য সাধারন মায়েদের মত রণকে না কখনোই আদর করেছে, না চুমু খেয়েছে, না জড়িয়ে ধরেছে, না বকেছে আর না মেরেছে। কোন একটা কিছু বলে নির্লিপ্ত চোখে তাকিয়ে থাকতো ছেলের দিকে। ছোট বেলায় কখনও শূন্য, কখনো শুনতো না কিন্তু বোধ হবার পর থেকে রন কখনোই তার মায়ের কথার বিপক্ষে যায়নি। সব সময়ই ভাবতো যদি মায়ের সব কথা মেনে চলে, যদি সব কথা শোনে তাহলে হয়তো ওর মা ওকে আদর করবে। কিন্তু সে আদর আর কপালে না জুটলেও মায়ের বাধ্যগত সন্তানে পরিণত হয়েছিল রন। হোস্টেলে গিয়ে প্রথম দিকে খুব কান্নাকাটি করে। রাগে অভিমানে কারো সাথে কথা বলতে চায়নি। এদিকে অবশ্য নিরা এই প্রথম সন্তানের জন্য অসম্ভব টান অনুভব করে। নিরার মনে হল যেন ওর খুব অমুল্য কিছু হারিয়ে গেছে। সন্তানের জন্য সেই মায়ায় বিয়ের জীবনে এই প্রথম নিজের স্বামীর কাছে সন্তানকে ফিরিয়ে আনতে অনুরোধ করে। কিন্তু রন ততক্ষণে প্রচণ্ড বেকে বসে। সে কিছুতেই ফিরে যেতে চায় না। এমনকি নিরার সাথে কথা বলতে পর্যন্ত রাজি হয় না। শেষ পর্যন্ত অজিত রনোর কথায়ই সায় দেয়, কারণ এখন এই মুহূর্তে এখানে থাকলে রনর পড়াশুনার ক্ষতি হবে। তাছাড়া প্রেগন্যান্সির কারণে নিরার এই অবস্থার প্রভাবও রনোর উপর পড়বে। তাই একবারে ডেলিভারি হবার পরই রনকে বাসায় আবার সিদ্ধান্ত নেয়া হয়। বুকে পাথর চেপে নিরাও মুখ বুঝে সে কথা মনে নেয়। তবে রনোর এমন কথা না বলায় আহত হয় নিরা খুব। অজিত বোঝায় যে কিছুদিন সময় দিতে রণ কে। রাগ পড়লেই ঠিক কথা বলবে। রণর রুমে আরো দুজন ছাত্র থাকতো। একজন দশম শ্রেণীর আর অন্যজন ওর সাথের তবে অন্য সেকশনের। প্রথম দিকে রন একদমই চুপচাপ হয়ে থাকে আর কান্নাকাটি করতো দেখে ওকে ওর কেউই খুব একটা ঘাটায় না। উল্টো সান্তনা দিতে থাকে। তবে কিছুদিন পর রন নিজেকে সামলে নিলে ওরা আস্তে আস্তে ফ্রি হবার চেষ্টা করে।
Parent